চলে গেলেন রুসি সুর্তি সংবাদসংস্থা • মুম্বই |
ভারতের প্রাক্তন টেস্ট অলরাউন্ডার রুসি সুর্তি স্বল্পমেয়াদি রোগভোগের পর রবিবার মুম্বইয়ের এক স্থানীয় হাসপাতালে মারা গেলেন। বয়স হয়েছিল ৭৬ বছর। অস্ট্রেলিয়ায় বহু বছর যাবত বসবাসকারী সুর্তি সম্প্রতি ছুটি কাটাতে মুম্বইয়ে এসেছিলেন। ভারতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ নরি কন্ট্রাক্টর এ দিন জানান, সুর্তি কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হন। গত শতাব্দীর ছয়ের দশকে ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হিসেবে সুর্তি ২৬ টেস্টে ১২৬৩ রান (সর্বোচ্চ ৯৯, গড় ২৮.৭০) করা ছাড়াও ৪২ উইকেট নেন ও ২৬টি ক্যাচ ধরেন। দুর্দান্ত ফিল্ডার হিসেবে প্রসিদ্ধ সুর্তি ৬৭-৬৮ অস্ট্রেলিয়া সফরে টাইগার পটৌডীর নেতৃত্বাধীন দলের হয়ে চমৎকার অলরাউন্ড পারফরম্যান্স করেছিলেন। |
হোটেলে সাপ দেখল ইংল্যান্ড |
রাজকোটে প্রথম একদিনের ম্যাচের সাংবাদিক সন্মেলনে আলো নিভে যাওয়ার পর আবার বিপত্তি। এ বার কোচির হোটেলে পুলের জলে সাপ দেখতে পেয়েছেন বলে রবিবার টুইট করলেন ইংল্যান্ড ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান। পুলে নামার থেকে ঘরের বাথরুমে স্নান করে নেওয়া অনেক নিরাপদ বলে মনে করছেন মর্গ্যান। যদিও এ বিষয়ে ইংল্যান্ডের মিডিয়া ম্যানেজারকে প্রশ্ন করা হলে কিছু বলতে রাজি হননি তিনি। |
ক্রোনিয়ে কাণ্ডে নয়া চমক |
ম্যাচ গড়াপেটা কাণ্ডে হ্যান্সি ক্রোনিয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন বলে এ দিন স্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার হেনরি উইলিয়ামস। ২০০০ সালে নাগপুরে ভারতের বিরুদ্ধে ম্যাচে গড়াপেটার অভিযোগে কিংস কমিশনের কাছে তিনি ও হার্শেল গিবস ভুল সাক্ষ্য দিয়েছিলেন, কেননা আইনজীবীরা তাঁদের তেমনই পরামর্শ দিয়েছিলেন। বারো বছর পর এই স্বীকারোক্তির কারণ সম্পর্কে ঊইলিয়ামস বলছেন, “অনেক দিন আগে হলেও এটাই সত্যি। আমি কখনও এই ঘটনা ভুলব না।”
|
ক্রিকেটের পর এ বার হকি ইন্ডিয়া লিগে ভারতে খেলতে আসা পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে তোপ দাগল শিবসেনা। জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় সাম্প্রতিক অশান্তির জন্য বম্বে হকি অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামের সামনে রবিবার বিক্ষোভ দেখাতে জড়ো হন শিবসেনা সমর্থকরা। বিক্ষোভের জেরে প্র্যাক্টিস বন্ধ হয়ে যায় পাক খেলোয়াড়দের। নিরাপত্তারক্ষী দিয়ে তাঁদের মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
|
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে আট উইকেটে জয় পেল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪৬.৫ ওভারের মধ্যেই ১৭০ রানে অল আউট হয়ে যায়। লাসিথ মালিঙ্গা নয় ওভারে ৩২ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। অন্যদিকে, শ্রীলঙ্কা চল্লিশ ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শ্রীলঙ্কার লাহিরু থিরুমান্নে ১০২ রানে অপরাজিত থাকেন। |