ফিটনেস যদি ঠিক থাকে, পারফরম্যান্স গ্রাফ যদি নিম্নমুখী না হয়, তা হলে অস্ট্রেলিয়ার মাটিতে পরবর্তী বিশ্বকাপে বাংলার দুই পেসারকে ভারতীয় টিমে একসঙ্গে দেখতে পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের মতে, বিশ্বকাপে অশোক দিন্দা এবং সামি আহমেদের একসঙ্গে না খেলার কোনও কারণ নেই। “দেশে ক’জন বোলার আছে যারা একশো চল্লিশ কিলোমিটারে বল করতে পারে? সামি-দিন্দা যদি নিজেদের ফিটনেস ধরে রাখতে পারে তা হলে আমি দু’শো ভাগ নিশ্চিত যে ওদের বিশ্বকাপে দেখতে পাব। ওদের সেই ক্ষমতা আছে,” রবিবার শহরে বড়িশা স্পোর্টিংয়ের একটি অনুষ্ঠানে এসে বলে দিলেন সৌরভ। |
বড়িশা স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে এসে নতুন জার্সির উদ্বোধন
করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: উৎপল সরকার। |
এ দিন রায়া ভট্টাচার্যের সঞ্চালনায় এক অনুষ্ঠানে সৌরভের ক্লাব বড়িশা স্পোর্টিং ক্রিকেটের উন্নতিকল্পে গাঁটছড়া বাঁধল গুলশন গ্রুপের সঙ্গে। জাতীয় দলের প্রেক্ষাপটে বাংলা ক্রিকেটারদের জন্য যে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেটা পরিষ্কার করে দিলেন সৌরভ। “দিন্দা, সামি শুধু কেন? আমার মনে হয় মনোজ তিওয়ারিও নিয়মিত ভারতীয় দলে খেলার যোগ্য। ওর দুর্ভাগ্য, চোট পেয়ে গেল। নইলে মনোজ ম্যাচ উইনার। আর ধোনি আছে বলে ঋদ্ধিমান সাহার জায়গা হচ্ছে না। কী করা যাবে, একই টিমে তো দু’টো উইকেটকিপার খেলার জায়গা নেই।”
কিন্তু ভারতীয় ক্রিকেটের মানই তো হালফিলে তলানিতে ঠেকেছে। প্রাক্তন ক্রিকেটাররা এতটাই ক্ষিপ্ত যে, শুধু টেস্ট নয় ক্যাপ্টেন কুলকে এখন টি টোয়েন্টি এবং ওয়ান ডে ক্রিকেট থেকেও সরাতে চাইছেন। সৌরভ অবশ্য ধৈর্য ধরতে চান। ধোনি-ফ্লেচারের অপসারণে এখনই চরম কোনও মতামত দিতে চান না। বরং বলছিলেন, “টিম ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে চলছে। আরও এক-দেড় বছর সময় দিতে হবে এই টিমকে। মনে রাখতে হবে, যারা নেই বলে আমরা এত আলোচনা করছি, সেই সচিন, লক্ষ্মণ, রাহুল কিন্তু একদিনে ও রকম বিশাল মাপের ক্রিকেটার হয়ে যায়নি।” সঙ্গে আরও যোগ করলেন, “সবচেয়ে বড় কথা আগামী বিশ্বকাপের জন্য টিমটাকে তৈরি করা হচ্ছে। সময় তো দিতে হবে। কোহলি, রায়নারা কিন্তু ভাল খেলছে। ধোনি ও একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।” |
|
“দেশে ক’জন বোলার আছে যারা একশো চল্লিশ কিলোমিটারে
বল করতে পারে?
সামি-দিন্দা যদি ফিটনেস ধরে রাখতে পারে তা হলে
আমি দু’শো ভাগ
নিশ্চিত যে ওদের বিশ্বকাপে দেখতে পাব।” |
|
সৌরভের ধারণা, টিমে সহবাগের ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। বলছিলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেই ফিরবে বীরু। আর পূজারাকেও ইংল্যান্ডের সঙ্গে ওয়ান ডে সিরিজের কোনও না কোনও ম্যাচে ঠিক দেখতে পাব।” আর তিনি? তাঁকে কী শুধু কমেন্ট্রিবক্সেই দেখা যাবে? সামনে আইপিএল, শুধু তাই নয় প্রাক্তনরা কেউ কেউ তাঁকে ভারতের কোচ করার দাবি তুলছেন। প্রস্তাব দিলে নেবেন? মুচকি হাসেন সৌরভ। সঙ্গে ছোট্ট উত্তর, “আগে তো দিক, তার পর দেখা যাবে।” |