টুকরো খবর
প্রতি চোদ্দ দিনে নতুন ইস্যু রাষ্ট্রায়ত্ত সংস্থার
রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ খাতে চলতি ২০১২-’১৩ অর্থবর্ষে ৩০ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা পূরণে কৃতসংকল্প কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রক সূত্রে খবর, সেই কারণে প্রতি চোদ্দ দিনে একটি করে নতুন ইস্যু আনতে চায় তারা। এবং সেটা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। তার আগেই অবশ্য অয়েল ইন্ডিয়ার শেয়ার ছাড়া হবে জানুয়ারিতে। যার মাধ্যমে শুরু হবে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ। তার পরই ফেব্রুয়ারিতে আসবে এনটিপিসি ও নালকো-র শেয়ার। মার্চে আনা হবে এমএমটিসি, সেল, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া এবং রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। এ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রি বাবদ সংগৃহীত হয়েছে মাত্র ৬৯০০ কোটি টাকা। তাই অর্থবর্ষ শেষের মুখে লক্ষ্যমাত্রা অর্জনে বাকি টাকা তোলা বাস্তবে কতটা সম্ভব হবে, তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে শিল্পমহল।

স্পেকট্রাম ফি খাতে ৮ হাজার কোটি ১৫ জানুয়ারির মধ্যে
টেলিকম সংস্থাগুলিকে এককালীন স্পেকট্রাম ফি বাবদ প্রথম কিস্তির মোট ৮১১৫.৬৮ কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে মেটাতে হবে আগামী ১৫ জানুয়ারির মধ্যেই। সরকারি সূত্রের খবর, ভোডাফোনকে প্রথম কিস্তি বাবদ মেটাতে হবে ২,০৯৩ কোটি টাকা, এয়ারটেলকে ১৭৫৮ কোটি, বিএসএনএল ১২৮২.৯৮ কোটি, এমটিএনএল ৯১৬ কোটি, আইডিয়া সেলুলারকে ৮১০ কোটি (স্পাইস-এর ৮৪.৪৫ কোটি টাকাও এর অন্তর্গত), এয়ারসেল ৫৮৪ কোটি, লুপ মোবাইল ৬০৭ কোটি এবং রিলায়্যান্স কমিউনিকেশন্সকে ৬৩ কোটি টাকা। প্রসঙ্গত, নভেম্বরেই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, যে-সব পরিষেবা সংস্থার হাতে ৬.২ মেগাহার্ৎজ-এর বেশি স্পেকট্রাম ২০০৮-এর জুলাই থেকে ২০১৩-র ১ জানুয়ারি পর্যন্ত রয়েছে, তাদের ওই ফি দিতে হবে।

পিপিপিতে উৎসাহী
সৈকত পযর্টন কেন্দ্র দিঘার বিকাশে পিপিপি মডেলের প্রয়োগে উৎসাহী দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী। শনিবার দিঘায়, পর্ষদের অফিসে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এ কথা জানান শিশিরবাবু। তিনি আরও বলেন, সমুদ্র বাঁধ সংস্কার, উপকূল বরাবর নতুন রাস্তা নির্মাণ-সহ দিঘার পর্যটন বিকাশের উপর জোর দেওয়াই তার লক্ষ্য। পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল রবিবার শিশিরবাবুর হাতে পুস্প স্তবক তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান।

গ্যাস পরিবহণে নামতে চায় গেইল
জাহাজে গ্যাস পরিবহণে নামতে চায় রাষ্ট্রায়ত্ত গেইল। মূলত আমেরিকার স্যাবাইন পাশ ক্ষেত্র থেকে এবং আর্কটিক অঞ্চলে গাজাপ্রম-এর শটকমান প্রকল্প থেকে গ্যাস নিয়ে আসার লক্ষ্যেই এই উদ্যোগ। গেইল চেয়ারম্যান বি সি ত্রিপাঠী এ কতা জানান।

নতুন নিয়োগ
ওয়াই ভি রেড্ডি চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন। তিনি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। রাজেন্দ্র কুমার জালান কাউন্সিল ফর লেদার এক্সপোর্টসের চেয়ারম্যান হয়েছেন। এন শফিক আহমেদ ভাইস চেয়য়ারম্যান হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.