টুকরো খবর
দল বদল কংগ্রেস-তৃণমূলে
সামনেই উপনির্বাচন। তার কয়েক মাস পরেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রবিবার বীরভূম জেলা কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক এবং প্রদেশ কংগ্রেসের দশ বছরের সদস্য ত্রিদিব ভট্টাচার্য নলহাটিতে এক অনুষ্ঠানে তৃণমূলে যোগ দিলেন। শুধু তাই নয়, হরিদাসপুরে অনুষ্ঠানে নলহাটি ১ ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি আসাদুজ্জামান-সহ কয়েক জন কংগ্রেস কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। ত্রিদিববাবুর দাবি, “এই মুহূর্তে রাজ্যে কংগ্রেসের কোনও প্রাসঙ্গিকতা নেই। কংগ্রেস বর্তমানে বামফ্রন্ট নেতৃত্বকে অক্সিজেন যোগাচ্ছে। প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি নিহার দত্ত জেলায় যে দলের ভিত তৈরি করেছিলেন, তাঁর মৃত্যুর পরে কিছু নেতার খামখেয়ালিপনায় তা নষ্ট হচ্ছে।” এ প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “ত্রিদিববাবু কাগুজে নেতা। তাঁর সঙ্গে বেশ কিছুদিন ধরে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ লক্ষ্য করা গিয়েছিল। দক্ষতা খারাপ থাকার জন্য আসাদুজ্জামকে আগেই ওই পদ থেকে সরানো হয়েছে। এতে দলের কোনও ক্ষতি হবে না।” অন্য দিকে, এ দিনই সিউড়িতে কংগ্রেস কার্যালয়ে গিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ভাই রবিউল ইসলাম। বিধায়ক বলেন, “ভাই কোনও দিনই তৃণমূল করেনি।” সিউড়িতেই কংগ্রেসে যোগ দিলেন রামপুরহাটের বহিষ্কৃত সিপিএম নেতা সুদেব দাস। নলহাটিতেই পুরসভার ৮ ও ১০ নম্বর ওয়ার্ড এবং পাইকপাড়া অঞ্চলের বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক তাদের দলে যোগ দেন তৃণমূলের দাবি।

প্রয়াত রাষ্ট্রপতির শিক্ষক
ছাত্র ও শিক্ষক। —ফাইল চিত্র।
দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কলেজ শিক্ষক দেবরঞ্জন মুখোপাধ্যায়। রবিবার সকালে বর্ধমানে একটি নার্সিংহোমে তিনি মারা যান। বয়স হয়েছিল ৮৭। সিউড়ির কালীবাড়ির বাসিন্দা দেবরঞ্জনবাবু প্রথমে সিউড়ি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। পরে বর্ধমানের গুসকরা ও আসানসোলের বিধানচন্দ্র কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার পরে তিনি অবসর নেন। দেবরঞ্জনবাবুর ছাত্রছাত্রীদের মধ্যে প্রণববাবু এক জন। সম্প্রতি সিউড়ি বিদ্যাসাগর কলেজে এক অনুষ্ঠানে দু’জনকে এক মঞ্চে দেখা গিয়েছিল। মৃত্যুর খবর পেয়ে ফোনে মাস্টারমশাইয়ের ছেলে সিউড়ি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায়কে সমবেদনা জানাতে ভোলেননি প্রণববাবু। পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবরঞ্জনবাবু দুঃস্থ ছেলেমেয়েদের বাড়িতে রেখে পড়াশোনা করিয়েছেন। তাঁর ৫টি গ্রন্থও প্রকাশিত হয়েছে। আরও একটি গ্রন্থ প্রকাশ হওয়ার কথা ছিল আগামী ১৮ জানুয়ারি। শুধু তাই নয়, ওই গ্রন্থ রাজভবনে উদ্বোধন করার কথা ছিল প্রণববাবুর। পারিবারিক রীতি মেনে এ দিন বহরমপুরে তাঁর শেষকৃত্যের দায়িত্বে ছিলেন প্রণবপুত্র সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়।

পরিষেবার দাবি
যাত্রী পরিষেবার উন্নয়ন, আমোদপুর ও মল্লারপুরে জিআরপি এবং আরপিএফ-এর আউট পোস্ট, সাঁইথিয়া স্টেশনে আরও একটি বুকিং কাউন্টার করা -সহ রেলের যে সমস্ত কাজ চলছে সেগুলি দ্রুত শেষ করার দাবি জানাল লাভপুর রেলওয়ে যাত্রী কল্যাণ সমিতি। রবিবার মল্লারপুর স্টেশন ম্যানেজারকে ২৪ দফা দাবিতে স্মারকলিপি দেয়। তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন মল্লারপুরের স্টেশন ম্যানেজার এস কে সেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.