অনশনে হামলা, অভিযুক্ত তৃণমূল
সংবাদসংস্থা • মেজিয়া |
হামলা চালিয়ে কাজ হারানো শ্রমিকদের অনশন তুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে বাঁকুড়ার মেজিয়ার ঘটনা। একটি ইস্পাত কারখানার ছাঁটাই হওয়া ৪০ জন শ্রমিক পুনর্বহালের দাবিতে কারখানার বাইরে মঙ্গলবার থেকে অনশন-আন্দোলন চালাচ্ছিলেন। শ্রমিকদের অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূলের স্থানীয় কিছু কর্মী তাঁদের উপর চড়াও হয়ে তাঁবু ভেঙে হটিয়ে দেয়। শ্রমিক স্বার্থে কাজ করা আসানসোলের একটি সংগঠনের সম্পাদিকা সুদীপ্তা পাল বলেন, “তৃণমূল ওঁদের উপরে হামলা করে অন্যায় করল। শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি রাজ্যের শ্রমমন্ত্রীকে জানিয়েছি।” যদিও তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অরূপ চক্রবর্তীর দাবি, “ওঁরা নিজেরাই অনশন ভেঙে পালিয়ে গিয়ে গল্প ফাঁদছেন।” পুলিশ জানিয়েছে, ফোনে ঝামেলার খবর শুনে এলাকায় গিয়ে কারও দেখা মেলেনি। শ্রমিকরা জানান, ডিসেম্বর মাসে তাঁদের ছাঁটাই করা হয়। প্রশাসনও এ নিয়ে বৈঠক করেছে। |
পিকনিকের পথে দুর্ঘটনা, মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
পিকনিকে যাওয়ার পথে পিক-আপ ভ্যান উল্টে মৃত্যু হল দুই যুবকের। জখম হলেন জনা কুড়ি যাত্রী। ছ’ জনের আঘাত গুরুতর। শনিবার রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মহম্মদবাজারের কালীতলা মোড়ে দুর্ঘটনায় মৃত নিধু বাগদির (৩৩) বাড়ি ময়ূরেশ্বর থানার গোয়ালা গ্রামে এবং পলাশ দাসের (৩৪) বাড়ি ওই থানারই মাঠমহুলায়। আহত ছ’জনকে সিউড়ি সদর হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল ও রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়। মল্লারপুরের একটি ঠিকাসংস্থার ওই ২২ জন কর্মী মহম্মদবাজারের কাপাসডাঙায় পিকনিক করতে যাচ্ছিলেন। পথে পিকআপ ভ্যানের যন্ত্রাংশ ভেঙে দুর্ঘটনাটি ঘটে। |
মনোনয়নে বাধা
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
টিএমসিপির বিরুদ্ধে মনোনয়ন জমায় বাধা দেওয়ার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করল ছাত্র পরিষদ। শনিবার বীরভূমের নলহাটি হীরালাল ভকত কলেজ মোড়ে, ৬০ নম্বর জাতীয় সড়ক ঘণ্টাখানেক অবরোধ হয়। ওই কলেজ নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। সিপির অভিযোগ, ৬টি আসনে টিএমসিপি-র সদস্যেরা তাদের মনোনয়ন দিতে বাধা দেয়। টিএমসিপি অভিযোগ মানতে নারাজ। অধ্যক্ষ নুরুল হুদা বলেন, “নির্দিষ্ট দিন পেরিয়ে যাওয়ার পরে আর মনোনয়ন নেওয়া সম্ভব নয়।” গত বার ওই দুই ছাত্র সংগঠন জোট গড়েই জিতেছিল। |
খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ক্রাসারের এক শ্রমিককে মাথায় আঘাত করে খুনের অভিযোগ উঠল সহকর্মীদের বিরুদ্ধে। ঝাড়খণ্ডের পাকুড় থানার লক্ষণপুরের সামসারুল শেখ (২৬) বৃহস্পতিবার মারা যান। তাঁর পরিবার শনিবার মুরারই থানায় খুনের অভিযোগ দায়ের করে। সামসারুল মুরারইয়ের রাজগ্রামে ক্রাসারে কাজ করতেন। |