শীতের সকালে শহরজুড়ে উত্সবের মেজাজ। যদিও তার ছবিটা ছিল অন্যান্য উত্সবের থেকে একটু আলাদা। স্বামী বিবেকানন্দের জন্মের সাধর্র্শতবর্ষ উপলক্ষে শনিবার সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান, শোভাযাত্রা। স্কুলের কচিকাঁচা থেকে পদকজয়ী বক্সার, সকলেই উপস্থিত ছিলেন সেই সব অনুষ্ঠানে। ভিড় উপচে পড়ে বেলুড় মঠ-সহ স্বামীজির স্মৃতিবিজড়িত অন্যান্য জায়গাগুলিতেও। এ দিন বেলুড় মঠে সকালটা শুরু হয়েছিল বিভিন্ন স্কুলের ট্যাবলো-সহ শোভাযাত্রা দিয়ে। ছিল গীতি-আলেখ্য, নাটক, যোগাসন প্রতিযোগিতাও। বেলুড় মঠের তরফে স্বামী বিমলাত্মানন্দ জানান, স্বামীজির সাধর্র্শতবর্ষ উপলক্ষে একটি মোটরসাইকেল র্যালি এ দিন বেলুড় মঠ থেকে পঞ্জাবের ওয়াঘা সীমান্তের দিকে রওনা দিয়েছেন। |
তার সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ। গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সামনের পার্ক সাজানো হয়েছে আলোর মালায়। সকালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আয়োজনে গোলপার্ক থেকে নরেন্দ্রপুর পর্যন্ত মিছিলের আয়োজন হয়। উপস্থিত ছিলেন পদকজয়ী বক্সার মেরি কম। পিছিয়ে ছিল না উত্তর কলকাতায় স্বামীজির জন্মভিটেও। সকাল ৯টা নাগাদ সেখান থেকে একটি পদযাত্রা শুরু হয়। মানিকতলা, শ্যামবাজার পাঁচমাথার মোড় হয়ে তা ফিরে আসে স্বামীজির পৈতৃক বাড়িতেই। উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সকালে স্বামীজির বাড়িতে আসেন প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধী।
|
গড়িয়াহাটে বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে তাঁর পরিচারিকার খোঁজ করছে পুলিশ। তাঁর ফ্ল্যাটে বাইরে থেকে কে তালা লাগিয়েছিল, তা নিয়ে শনিবার রাত পর্যন্ত অন্ধকারেই তদন্তকারীরা। শুক্রবার রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি ফ্ল্যাট থেকে পাপড়ি মিত্র নামে ওই বৃদ্ধার দেহ মেলে। কিন্তু দেহে আঘাতের চিহ্ন ছিল না। কী ভাবে মৃত্যু, তা নিয়ে তৈরি হয় রহস্য। ময়না-তদন্তের পরে শনিবার গোয়েন্দারা জানান, পাপড়িদেবীকে খুন করার কোনও প্রমাণ ময়না-তদন্তে মেলেনি।
|
ঘিঞ্জি গলিতে বহুতলের একাংশে আগুন লাগার পরে জানা গেল সেখানে রয়েছে দাহ্যবস্তুর গুদাম। পুলিশ জানায়, বড়বাজারের নারায়ণবাবু লেনে চারতলা বাড়ির তিন তলায় ছিল গুদামটি। শনিবার ধোঁয়া দেখে এলাকাবাসীরা দমকলে খবর দেন। আটটি ইঞ্জিন দুই ঘণ্টায় আগুন নেভায়। দমকলের ভারপ্রাপ্ত অধিকর্তা তপন ঘোষ জানান, গুদামে মজুত রাখি, চুমকি, প্যাকিং বাক্স পুড়ে গিয়েছে। গুদামটির বৈধ কাগজ আছে কি না, দেখা হচ্ছে।
|
খদ্দের সেজে দোকানে ঢুকে সোনার হার নিয়ে পালানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পুলিশ জানায়, শুক্রবার, কাঁকুড়গাছিতে। দোকানমালিক বিবেক চাঁদগোটিয়ার অভিযোগ, ওই মহিলা দোকানে ঢুকে হার দেখে কোনওটিই পছন্দ হচ্ছে না বলে চলে যান। পরে কর্মীরা দেখেন, দু’টি হার উধাও। তদন্ত শুরু হয়েছে। |