এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল জেলা কংগ্রেসের সম্পাদক বিমল বিশ্বাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার বগুলার ঘটনা। আহত তৃণমূলকর্মী রঘুপতি পোদ্দার কল্যাণী জেএনএমে ভর্তি। বিমলবাবুও ভর্তি শক্তিনগর জেলা হাসপাতালে। রঘুপতিবাবুর বাড়ির লোক বিমলবাবুর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। তৃণমূল বিধায়ক কল্যাণ ঢালী বলেন, “আহত যুবক আমাদের সক্রিয় কর্মী। কংগ্রেসের দুর্নীতি প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে।” বিমলবাবু বলেন, “ওই যুবক আমাকে মারে। তা দেখে জনতা ওই যুবকের উপর চড়াও হয়। তাঁকে বাঁচাতে গিয়ে আমি আহত হই।”
|
মাজদিয়া-সহ ৭টি রুটের বাস বন্ধ থাকল শুক্রবার। আঞ্চলিক পরিবহণ আধিকারিক মলয় রায় বলেন, “বাস চলাচল স্বাভাবিক করতে মালিকদের নির্দেশ দিচ্ছি। হঠাৎ বাস বন্ধ রাখা অন্যায়।” বৃহস্পতিবার মাজদিয়া রুটের একটি বাস সময়মতো না চলায় বাস মালিক সমিতি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ দিন ওই বাসের একটি যাত্রা বাতিল করে দেয়।
|
খড়গ্রামের কান্দুরি গ্রামে পাঁচ দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। ধৃত জাকির শেখ, রাজু শেখ, সাইফুল শেখ, গাজি শেখ ও আব্দুল্লা শেখের বাড়ি বহরমপুরের লক্ষ্মণপুরে। |