জামশেদপুরে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন |
দুই বাংলার রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের নিয়ে শুক্রবার থেকে জামশেদপুরে শুরু হল তিন দিনের রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। জামশেদপুর টেগোর সোসাইটির উদ্যোগে ওই অনুষ্ঠান আগামী রবিবার পর্যন্ত চলবে। ওই অনুষ্ঠানে এক দিকে যেমন শ্রীকান্ত আচার্য, শ্রাবণী সেন, মনোময় ভট্টাচাযের্র মতো পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পীরা হাজির থাকছেন, তেমনই অদিতি মহসিন, মিতা হকদের মতো বাংলাদেশের শিল্পীরাও গান গাইবেন। টেগোর সোসাইটির সাধারণ সম্পাদক আশিস চৌধুরী জানান, প্রবাসের নতুন প্রজন্মের বাঙালিদের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি উৎসাহ তৈরি করতেই এমন অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁরা। |
জমে উঠেছে ‘গোবরডাঙা লোক উৎসব’। মিলন সঙ্ঘের মাঠে সপ্তম বর্ষের এই মেলায় রয়েছে বাউল গান, ঝুমুর নাচ, পুতুল নাচ, ছৌ নাচ, সুন্দরবনের বনবিবির পালা থেকে শুরু করে বিভিন্ন জেলার লোকশিল্পীদের অনুষ্ঠান। এ ছাড়াও প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। মেলায় বসেছে হস্তশিল্প, কারুশিল্পের দোকান। মেলা শুরু হয়েছে ৫ জানুয়ারি। আজ, শনিবার মেলার শেষ দিন।
|
কালজানি নাট্যোৎসব শুরু
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আলিপুরদুয়ারে শুরু হল ৩ দিন ব্যাপী ‘কালজানি নাট্য উৎসব’। শুক্রবার সন্ধ্যায় নাট্য উৎসবের উদ্বোধন করেন নাট্য ব্যাক্তিত্ব অশোক ব্রহ্ম। প্রতি দিন বিকলে ৫টা-রাত ১১টা পর্যন্ত চারটি করে নাটক হবে। আলিপুরদুয়ারের সঙ্ঘশ্রী যুব নাট্য সংস্থার সম্পাদক পরিতোষ সাহা জানান, দক্ষিণবঙ্গের ৫টি উত্তর বঙ্গের ৪টি ও বাংলাদেশের একটি দল অংশ নিয়েছে। এ বার যুগান্তর পরিবার কালজানি নাট্য উৎসব তৃতীয় বছরে পড়ল। আলিপুরদুয়ারের মায়া টকিজ হলে হলে নাটক মঞ্চস্থ হবে।
|
নাট্য উৎসব
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ডুয়ার্সের ওদলাবাড়িতে শুরু হচ্ছে ৮ম ডুয়ার্স নাট্য উৎসব। আয়োজক ওদলাবাড়ি নাট্য উৎসব কমিটি। ছয়দিনের উৎসবে মঞ্চস্থ হবে ৮টি নাটক। উৎসবের উদ্বোধন করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
|
নায়কোচিত
|
নিয়ন্ত্রণরেখায় পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ানের মৃত্যুতে তিনি শোকাহত,
জানালেন শাহরুখ খান। মুম্বইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, “অকারণে সেনাদের মৃত্যু
মানা যায় না। এ ব্যাপারে ভারতের কঠোর অবস্থান নেওয়া উচিত।” এএফপি-র তোলা ছবি।
|
তিন কন্যা
|
‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় জয়ের পর প্রথম তিন বিজয়ী।
অনুকৃতি গুসাঁই, বিজয়া শর্মা, ও সৃষ্টি রানা। ছবি: পিটিআই |
|