টুকরো খবর
স্ত্রীকে খুন
মদ খাওয়া ও অবৈধ সম্পর্ক নিয়ে আপত্তি করায় স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। বুধবার রাতে ইংরেজবাজার থানার বাগবাড়ির ৫২ বিঘা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, হত গৃহবধূর নাম মামণি মণ্ডল (৩০)। অগ্নিদগ্ধ বধূকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত স্বামী জয়দেব মন্ডল, ভাই দিলীপ ও বৌদি লক্ষ্মী ফেরার। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “মদ খাওয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় গোলমাল হত। তারই জেরে স্বামী কেরোসিন তেল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মেরে পালিয়েছে। পুলিশ তল্লাশি শুরু করেছে।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ খাওয়া ও বৌদির সঙ্গে সম্পর্ক নিয়ে দম্পতির গোলমাল হত।

নথি বাজেয়াপ্ত
চাল ও গম সরবরাহে দুর্নীতির অভিযোগ পেয়ে তিনটি গুদামে অভিযান চালিয়ে নথি-সহ বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করল মহকুমা প্রশাসন এবং খাদ্য সরবরাহ দফতর। বৃহস্পতিবার বিকালে শিলিগুড়ি থানার খালপাড়া এলাকায় দুটি এবং নকশালবাড়িতে একটি গুদামে অভিযান চালান আধিকারিকরা। প্রশাসন সূত্রের খবর, ওই তিনটি গুদাম শিলিগুড়ির দুই ডিস্ট্রিবিউটরের। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রেশনে সরবরাহের চাল বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।

ধৃত চিকিৎসক
এক গৃহবধূকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে এক দাঁতের চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকালে শিলিগুড়ি থানার কলেজ পাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম রাজর্ষি মজুমদার। তাঁর বাড়ি হুগলিতে। দীর্ঘদিন ধরে তিনি পূর্ব বিবেকানন্দপল্লিতে বসবাস করছেন। রাজর্ষিবাবু অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

আগুনে আতঙ্ক
একটি শপিংমলের পিছনের অংশে শট সার্কিট থেকে আগুন লেগে আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার সেবক রোডের একটি শপিংমলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তার আগেই অবশ্য আগুন আয়ত্বে নিয়ে আসে শপিংমলের কর্মীরা। দমকল সূত্রের খবর, সামান্য আগুন থেকে ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায়।

ট্রাফিক পুলিশের দাবি
৩১-সি জাতীয় সড়ক থেকে নকশালবাড়ি এবং খড়িবাড়ি যাওয়া সংযোগস্থলের রাস্তায় ট্রাফিক পুলিশ কর্মীর দাবি তুলেছেন বাসিন্দারা। তাঁদের দাবি, জাতীয় সড়কে দিনভর ট্রাক, বাস, ছোট গাড়ি চলাচল করে। দার্জিলিং জেলা পুলিশের তরফে দাবিটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সংস্কারের দাবি
নকশালবাড়ি মাছ বাজারের সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নকশালবাড়ি বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় বাজারটি রয়েছে। বাসিন্দারা জানান, বাজারের জলনিকাশি বেহাল। ভিতরের রাস্তার অবস্থাও খারাপ। এতে বাজারে গিয়ে বাসিন্দাদের চূড়ান্ত দুর্ভোগে পড়তে হচ্ছে। সেই সঙ্গে দুর্গন্ধে দূষণও ছড়াচ্ছে। নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত সূত্রের খবর, বাজাটির সংস্কারের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দফতরের সঙ্গেও কথা হচ্ছে।

সংঘর্ষ, আহত এক
নদী থেকে বালি তোলা নিয়ে জিএনএলএফ-গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা আহত হয়েছেন এক মোর্চা সমর্থক ঠিকাদার নির্মল তামাং। বৃহস্পতিবার দার্জিলিং সদর থানার রকগার্ডেন লাগোয়া বরবটে বস্তি এলাকায়। সম্প্রতি তিনি জিটিএ-র তরফে রকগার্ডেনে সংস্কারের কাজের বরাত পান। এ দিন কাজের জন্য এলাকা লাগোয়া বরবটে নদী থেকে তাঁর লোকজন বালি তুলছিলেন। সেই সময় স্থানীয় চারজন জিএনএলএফ সমর্থকের সঙ্গে তাঁর বচসা হয়।

শিবির
সারের ব্যবহার নিয়ে সচেতনতা শিবির হল। বৃহস্পতিবার কৃষি দফতরের উদ্যোগে ময়নাগুড়ি ফার্মাস ক্লাবে শিবিরটি হয়। জৈব সারের ব্যবহার, বিজ্ঞান সম্মত উপায়ে চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.