টুকরো খবর
বুদ্ধিজীবীদের বিঁধলেন তাপস
বৃহস্পতিবার কৃষ্ণনগর সার্কিট হাউসে সাংসদ হিসেবে তাঁর কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বুদ্ধিজীবীদের একাংশকে বিঁধলেন তাপস পাল। তিনি বলেন, “নন্দীগ্রাম ও সিঙ্গুরের ঘটনায় যাঁরা সিপিএমের বিরুদ্ধে পথে নেমেছিলেন তাঁদের মধ্যে কেউ কেউ আজ আরাবুলের নিন্দা করছেন। এটাই হিপোক্রেসি। সে দিন যে সমস্ত বুদ্ধিজীবী নন্দীগ্রাম ঘুরে এসেছিলেন আজ তাঁরা ভাঙড়ে গিয়ে প্রকৃত চিত্রটা স্বচক্ষে দেখে আসুন। শুধু খবরের কাগজ পড়ে কিছু বলবেন না।” ভাঙড় কান্ডে তাপস পাল রেজ্জাকে দায়ী করে বলেন, “একটি রাজনৈতিক দলের সভা চলছে সেখানে উনি গিয়েছিলেন প্ররোচনা দিতে। আরাবুল কিছু করেনি। সাধারণ কর্মীরাই প্রতিরোধ করেছেন। পরদিন আরাবুলকে খুন করার জন্য দশ রাউন্ড গুলি চলে।” তিনি বলেন, “সিপিএমের মিছিল ভরাচ্ছে কংগ্রেস আর কংগ্রেসের মিছিল ভরাচ্ছে সিপিএম। এর মধ্যে বিজেপিও রয়েছে। এরা রাজ্যজুড়ে ভাঙড়, তেহট্টের মতো ঘটনা প্ররোচনা দিয়ে বারবার ঘটাবে। রেজ্জাক মোল্লা আগে সিপিএমকেই গালমন্দ করছিলেন। এখন আবার সিপিএম-সিপিএম করছেন।” মিডিয়াকে আক্রমণ করে সাংসদ বলেন, “মিডিয়ারও সামঞ্জস্য রাখা উচিত।” কবীর সুমনকে আক্রমণ করে সাংসদ বলেন, “দু-একটা গান লিখে নিজেকে বড় ভাবছেন। ওঁর কথা শুনলে হাসি পায়।”

যাবজ্জীবন কারাদন্ড
যাবজ্জীবন সাজাপ্রাপ্তেরা। কৃষ্ণনগরে তোলা নিজস্ব চিত্র।
প্রতিবেশী এক ব্যক্তিকে খুনের দায়ে বৃহস্পতিবার দশ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের জেলা জজ শম্ভুনাথ চট্টোপাধ্যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ৩১ জুলাই চাপড়ার লক্ষ্মীপুর এলাকায় বাসুদেব ঘোষ নামে এক ব্যক্তি খুন হন। ওই ঘটনায় নিহতের দাদা শ্যামল ঘোষ চাপড়া থানায় ১৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় এ দিন বিচারক সুদান মণ্ডল, সুধন্য মণ্ডল, নিতাই মণ্ডল, সুব্রত মণ্ডল, বাবলু মণ্ডল, বাপ্পা মণ্ডল, দিলীপ মণ্ডল, রাজেশ মণ্ডল, প্রভাত বারিক ও তার ভাই প্যাঙা বারিককে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন। সরকার পক্ষের আইনজীবী কুতুবউদ্দিন বিশ্বাস বলেন, “পুকুরে পাট পচানোকে কেন্দ্র করে সাজাপ্রাপ্ত ওই ১০ জন বাসুদেববাবুকে কুপিয়ে খুন করে।”

জমা দেওয়া গেল না স্মারকলিপি
প্রায় আট মাস ধরে ভাতা না পেয়ে বিএমওএইচকে বৃহস্পতিবার স্মারকলিপি দেবেন বলে জানিয়েছিলেন লালগোলা ব্লকের উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলির অন্তত ২০০ আশাকর্মী। তাঁদের দাবি, এ দিন হাসপাতালে গিয়ে দেখেন বিএমওএইচ নেই। প্রশাসনিক কাজের ঘরগুলি বন্ধ। সন্ধ্যা পর্যন্ত সেখানে বসে থাকলেও কেউ স্মারকলিপি নেয়নি বলে অভিযোগ আশাকর্মীদের। বিএমওএইচ শম্ভু সাহা বলেন, “কাজের মূল্যায়নে দেরি হওয়ায় ভাতা বিলি করতে দেরি হচ্ছে। এ দিন সিএমওএইচ-এর সঙ্গে বৈঠক থাকায় আমাকে বহরমপুর যেতে হয়েছিল। তবে হাসপাতালের প্রশাসনিক কাজের ঘরগুলি কেন বন্ধ ছিল এবং কর্মীরা কেন গরহাজির ছিলেন তা খতিয়ে দেখা হবে।”

অপহরণের দায়ে ধৃত ২
দুই নাবালিকাকে অপহরণ করে দেহ ব্যবসায় নামোনোর অভিযোগ উঠল এক হোটেল মালিকের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় নবদ্বীপের দন্ডপানিতলায় একটি হোটেলে হানা দিয়ে পুলিশ ওই নাবালিকাদের উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ওই সময় হোটেলে থাকায় দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। নবদ্বীপের আইসি তপন মিশ্র বলেন, “আচমকা ওই হোটেলে হানা দিয়ে দু’জকে ধরা হয়েছে। তবে আমরা হোটেল মালিককে খঁুজছি।” বৃহস্পতিবার ধৃত শুভজিত্‌ সাহা ও সুরজিত্‌ কর্মকারকে নবদ্বীপের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে বিচারক তাদের ১৩ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

বধূ-হত্যা, কারাদণ্ড
বধূ-হত্যার দায়ে বৃহস্পতিবার শাশুড়ি, জা এবং ভাসুরকে ৮ বছর কারদণ্ড দিলেন বহরমপুরের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোটের বিচারক। মূল অভিযুক্ত মৃতার স্বামী সামাদ শেখ পলাতক। সরকারি আইনজীবী জানান, ১৯৯৭-এর ২৯ সেপ্টেম্বর বহরমপুরের জগন্নাথপুরে খাইরুণ বিবিকে (২৬) খুন করা হয়। ওই অপারাধে বৃদ্ধা ওজেফা বেওয়া, বড় ছেলে হামিদ শেখ এবং স্ত্রী কালেমা বিবিকে কারাদণ্ড দেওয়া হয়।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। নাম ভবানী বাগদি (২৬)। বাড়ি বড়ঞার কুরিচা গ্রামে। পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই মহিলা কীটনাশক খেলে তাঁকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিত্‌সা চলাকালীন ওই দিন রাতেই তিনি মারা যান।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রবি শেখের বাড়ি রানিনগরের শিবনগরে। বৃহস্পতিবার শেখপাড়া বাজার থেকে পুলিশ ওই যুবককে ধরে। ধৃতের কাছ থেকে একটি নাইনএএমএম পিস্তল-সহ দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.