স্থানীয় লিগে লাইটমিটার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিএবি-র স্থানীয় লিগে এ বার লাইটমিটার আমদানি করার চেষ্টা চালু করে দিল সিএবি। স্থানীয় লিগের চলতি বেশ কিছু ম্যাচে আলো কমে আসা নিয়ে দফায় দফায় ঝামেলা হয়ে গিয়েছে। আলোর অভাবে বন্ধ করে দিতে হয়েছে ম্যাচ, এবং কোনও কোনও টিম যা নিয়ে তীব্র অভিযোগও তুলেছে। কোথাও কোথাও অভিযোগ তোলা হচ্ছে আম্পায়ারদের দিকে। বলা হচ্ছে, বিশেষ কোনও দলকে সুবিধা পাইয়ে দিতেই ম্যাচ বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং অহেতুক এই বিতর্ক এড়াতে লাইটমিটার আমদানির কথা ভাবছে সিএবি।
|
পুণে স্টেডিয়ামের নাম বদলাচ্ছে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বকেয়া অর্থ সংক্রান্ত বিরোধে আইন-আদালতের জের। ফলে পুণের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরছে সহারাশ্রী সুব্রত রায়ের নাম। বৃহস্পতিবার সহারার তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানোর পাশাপাশি বলা হয়েছে, দ্রুত স্টেডিয়ামের বিকল্প নাম জানিয়ে দেওয়া হবে। শোনা যাচ্ছে, আসন্ন আইপিএল-এ পুণে ওয়ারিয়র্সের ম্যাচ সরিয়ে নাগপুর অথবা ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে নেওয়ার চিন্তাভাবনা করছে সহারা কর্তৃপক্ষ।
|
স্বামী বিবেকানন্দের দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১২ জানুয়ারি একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছে টাউন ক্লাব। |