টুকরো খবর
বাসস্ট্যান্ডে দোকান উচ্ছেদ
মেদিনীপুর বাসস্ট্যান্ড চত্বরে অস্থায়ী দোকানঘর উচ্ছেদ করল মেদিনীপুর পুরসভা। বৃহস্পতিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। শুরুতে সামান্য উত্তেজনা দেখা দিলেও শেষমেশ অবশ্য কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। বাসস্ট্যান্ড চত্বরে বেশ কয়েকটি অস্থায়ী দোকানঘর ছিল। যাঁদের লাইসেন্স নেই। আবার লাইসেন্স রয়েছে, এমন কয়েকজন ব্যবসায়ীও অস্থায়ী দোকানঘর করেছিলেন। স্ট্যান্ড চত্বরের যত্রতত্র দোকানঘর থাকায় বাসস্ট্যান্ডে আসা মানুষজনও সমস্যায় পড়তেন। পুরসভা সূত্রে খবর, দখল করে রাখা জায়গা ৩১ ডিসেম্বরের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য আগেই অস্থায়ী দোকানদারদের জানানো হয়েছিল। সেই মতো একাংশ ব্যবসায়ী অস্থায়ী দোকানঘর সরিয়ে নেন। বৃহস্পতিবার পুরসভার কর্মীরাও কয়েকটি দোকানঘর ভেঙে দেন। মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু বলেন, “ব্যবসায়ীদের আগেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো একাংশ ব্যবসায়ী দোকানঘর সরিয়ে নেন। এদিন পুরসভার পক্ষ থেকেও কয়েকটি অস্থায়ী দোকানঘর সরিয়ে দেওয়া হয়েছে।” এরপর বাসস্ট্যান্ড চত্বর সাজানোর জন্য কিছু পরিকল্পনাও করছে পুরসভা।

প্রধানকে ঘেরাও
কারখানায় চাকরির দাবিতে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে রাখলেন জমিদাতা পরিবারের যুবকেরা। ঘটনাটি ঘটেছে খড়্গপুর ২ নং ব্লকের চাঙ্গোয়ালে। খবর পেয়ে খড়্গপুরের সিআই অরিন্দম দাস পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। রাত পর্যন্ত অবশ্য প্রধান ঘেরাও মুক্ত হননি। এলাকায় একটি কারখানার কাজ চলছে। তার জন্য আগেই জমি অধিগ্রহণ হয়েছে। বিক্ষোভরত যুবকদের বক্তব্য, জমি নেওয়ার সময় চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এখনও চাকরি মেলেনি। বৃহস্পতিবার ওই কারখানার এক আধিকারিকের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ওই আধিকারিক আসেননি। প্রতিবাদে তাঁরা তৃণমূল প্রধান শিবপ্রসাদ মল্লিককে এ দিন বিকাল থেকে ঘেরাও করে রাখেন। তৃণমূলের জেলা নেতা অজিত মাইতি বলেন, “প্রধানকে ঘেরাও করে রাখা হয়েছে বলে শুনেছি। ঠিক কি হয়েছে খোঁজ নিয়ে দেখছি।”

সেরা চন্দ্রকোনা
যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার কলেজ স্তরের প্রতিযোগিতা শেষ হল বৃহস্পতিবার। এই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ফল করেছে চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়। সংসদ প্রতিযোগিতায় প্রথম ও প্রশ্নোত্তর প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেয়েছে এই কলেজ। প্রশ্নোত্তর প্রতিযোগিতায় প্রথম হয়েছে মেদিনীপুরের কৈবল্যদায়িনী কমার্স কলেজ ও দ্বিতীয় হয়েছে গোয়ালতোড়ের সাওতাল বিদ্রোহ সার্ধ শতবর্ষ মহাবিদ্যালয়। সংসদ প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী ও প্রশ্নোত্তের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। এই প্রতিযোগিতায় যোগদানকারী ছাত্রছাত্রীদের কৃতিত্বের উপরেও ছিল পুরস্কার। এক্ষেত্রে চন্দ্রকোনা কলেজের ছাত্র পারিজাত ঘোষ সংসদ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সাংসদ ও শ্রেষ্ঠ বিরোধী দলনেতার পুরস্কার ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে এই কলেজেরই ছাত্র বিশ্বজিৎ দে সেরা সচিবের পুরস্কার পান। সেরা স্পিকারের পুরস্কার পেয়েছে কৈবল্যদায়িনী কমার্স কলেজ ও সেরা সদস্যের পুরস্কার পেয়েছে গোয়ালতোড় সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবর্ষ মহাবিদ্যালয়।

ধৃত জেল হেফাজতে
কিশোর হোটেলকর্মীর গলায় বঁটির কোপ বসিয়ে দেওয়ার ঘটনায় ধৃত যুবককে জেল হেফাজতে রাখার নির্দেশ দিল মেদিনীপুর আদালত। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। বুধবার গড়বেতার রাধানগরের একটি হোটেলে ঘটনাটি ঘটে। জখম অক্ষয় কালিন্দি এখন মেদিনীপুর মেডিক্যালে চিকিৎসাধীন। অভিযুক্ত অনুপ মান্নাকে ঘটনার পর উত্তেজিত জনতা মারধর করে। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। পরে গ্রেফতার করা হয়। ধৃত যুবককে ২৪ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

বিক্ষোভ যুব তৃণমূলের
ট্রেন ভাড়া বাড়ানো প্রতিবাদে মেদিনীপুর স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল যুব তৃণমূল। বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি নেওয়া হয়। যুব তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি স্নেহাশিস ভৌমিক বলেন, “যাত্রী ভাড়া বাড়ানোর ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন।” তবে দীর্ঘ দশ বছর ভাড়া না বাড়ানোয় যাত্রী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রেল দফতর যে সমস্যায় রড়ছিল, সে প্রসঙ্গে অবশ্য মুখে কুলুপ যুব তৃণমূল নেতৃত্বের।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.