টুকরো খবর
মারা গেল জখম হাতিটি
বন দফতরের চিকিৎসায় সাড়া না দিয়ে মারা গেল ট্রেনের ধাক্কায় জখম হাতিটি। এ নিয়ে চারটি হাতির মৃত্যু হল। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বক্সা জঙ্গলের ২৩ মাইল টাওয়ারের কাছে হাতিটি মারা যায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি জেভি ভাস্কর জানান, এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ১০ বছরের পুরুষ হাতিটি মারা যায়। গত শনিবার সন্ধ্যায় পানিঝোড়া বস্তির কাছে জঙ্গলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুটি পুরুষ ও একটি মেয়ে হস্তিশাবকের মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় পেছনের পা দুটি কাজ না করায় লাইনের ধারে জলায় পড়েছিল আরও একটি পুরুষ হাতি। ওই পুরুষ হাতিটিকে রবিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য রেল লাইনের ধারের জলা থেকে ড্রেজার দিয়ে তুলে ২৩ মাইল টাওয়ারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সোম ও মঙ্গলবার বার চিকিৎসার পাশাপাশি হাতিটি কাঠাল পাতা, কলাগাছ ও ভাত খেয়ে কিছুটা সুস্থ হয়। কিন্তু বুধবার সকাল থেকে প্রচন্ড ঠান্ডায় হাতিটির স্বাস্থ্যের অবনতি শুরু হয়। বুধবার দুপুরে বন দফতরের তরফে হাতিটিকে সুস্থ রাখার জন্য পাশে কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় ও গায়ে বস্তা দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে হাতিটি খাবার খাওয়া বন্ধ করে দেয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হাতিটির মৃত্যু হয়।

সাতটি ট্রাক আটক
গভীর রাতে শিলিগুড়ির মহানন্দা থেকে বালাসনের তীরে অভিযান চালিয়ে বেআইনি ভাবে বালি পাথর নিয়ে যাওয়া ৭টি ট্রাককে আটক করেছে জেলার ভূমিসংস্কার দফতর। বুধবার রাত প্রায় আড়াইটে থেকে ৪ টে পর্যন্ত শিলিগুড়ির নৌকাঘাট থেকে শালুগাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাকগুলি ধরা হয়। দফতর সূত্রে জানানো হয়েছে, নদী খাত থেকে বালি-পাথর তুলতে গেলে ভূমি ও ভূমি সংস্কার দফতরের আগাম অনুমতি নিতে হয়। পাশাপাশি, দফতরকে খাজনা তথা রয়্যালটি দিতে হয়। এক শ্রেণির ব্যবসায়ীরা দফতরের অনুমতি ছাড়াই যথেচ্ছ ভাবে নদীখাত থেকে বালি পাথর ট্রাকে বোঝাই করে ব্যবসার কাজে লাগান বলে অভিযোগ। নজরদারি এড়াতে রাতের অন্ধকারে এই অবৈধ কাজকর্ম চলে বলে অভিযোগ।

হাতির হামলা
বিষ্ণুপুরে হাতির হানায় ভাঙা স্কুলের দরজা। —নিজস্ব চিত্র।
স্কুলের দরজা ভেঙে মিড-ডে মিলের চাল ও আলু ছড়িয়ে নষ্ট করল হাতির পাল। বুধবার বিষ্ণুপুরের বাঁকাদহ জঙ্গল লাগোয়া শালদহ নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের ঘটনা। বাসিন্দারা জানান, ২৫টি হাতি হামলা চালিয়েছিল। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্দীপ পাত্র বলেন, হাতিগুলি ক্লাস ঘর ও অফিসের দরজা ভেঙে মিড-ডে মিলের চাল, আলু নষ্ট করেছে। বন দফতরকে জানিয়েছি। বাঁকাদহ রেঞ্জের আধিকারিক বিজয় চক্রবর্তী বলেন, “কয়েকটি বাচ্চা-সহ ২৫টি হাতির দল ঢুকেছে। তাড়ানোর চেষ্টা চলছে।”

সুস্থ গন্ডার
গরুমারা জাতীয় উদ্যানে সঙ্গিনী দখলের লড়াই এ জখম গন্ডারটি সুস্থ হয়ে উঠছে। বৃহস্পতিবার এই খবর জানান জলপাইগুড়ি বন্যপ্রাণী ২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক। এ দিন গন্ডারটির ক্ষতস্থানে সেলাই করা হয়। চিকিৎসার পরে গন্ডারটির জ্ঞান ফেরে। ধীরে ধীরে হাঁটাচলাও করতে পারছে বলে জানান সুমিতা দেবী।

হস্তিশাবক উদ্ধার
ছবি: দেবরাজ ঘোষ
কলাইকুণ্ডার জঙ্গল থেকে উদ্ধারের পর ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানাতেই ঠাঁই হয়েছে তার। তার জন্য ঘেরাটোপও বানাচ্ছে বন দফতর। বছর দুয়েকের হস্তিশাবকটিকে খোলা রাখারই পরামর্শ দিয়েছিলেন পশু চিকিৎসকেরা। কিন্তু মিনি চিড়িয়াখানায় তাকে রাখার পরিকাঠামো কোথায়? তার ওপর হাতিটির দস্যিপনায় নাজেহাল সকলেই। তাই দড়ি দিয়ে আষ্টেপৃষ্টে বেঁধে রাখা হয়েছিল তাকে। শক্ত বাঁধনে তার হাঁসফাঁস অবস্থা তার। এক সময়ে শুয়ে পড়ে সে। এরপরেই তাকে রাখার জন্য শালবল্লার ঘেরাটোপ তৈরি শুরু হয়। সরকারি পশু চিকিৎসক অরুণাংশু প্রতিহারের মতে, হাতিটিকে হস্তি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হলে ভাল হয়। ঝাড়গ্রামের ডিএফও অশোকপ্রতাপ সিংহ বলেন, “হাতিটিকে পাকাপাকি ভাবে কোথায় রাখা হবে তা ঠিক করবে বন্যপ্রাণ শাখা। দেখা যাক তাঁরা কী নির্দেশ দেন।”

কুকুর নিয়ন্ত্রণ
বেওয়ারিশ কুকুরের নির্বীজকরণে সব রাজ্যকে কার্যকর ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্র। সঙ্গে পশুক্লেশ নিবারণে সচেতনতা বাড়াতে চায় কেন্দ্র। পশু কল্যাণ পর্ষদ ২০ ও ২৭ জানুয়ারি কলকাতায় শিবির করবে। পর্ষদের মুখপাত্র বলেন, “কুকুরের জন্মনিয়ন্ত্রণের সঙ্গে জলাতঙ্ক প্রতিরোধের উপায় এবং পশু অধিকার সম্পর্কে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা থাকা দরকার।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.