বৃহস্পতিবার ভরসন্ধ্যায় জনবহুল রিষড়া স্টেশনের ডাউন ১ নম্বর প্ল্যাটফর্মে গুলি করে এক যুবককে খুন করল দুষ্কৃতীরা। নিহতের নাম উধারি যাদব (৩৬)। বাড়ি শ্রীরামপুরের নয়াবস্তিতে। এক দুষ্কৃতীকে স্টেশনের কাছেই ধরে ফেলে গণধোলাই দেয় জনতা। পুলিশ তাকে উদ্ধার করে রেল পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এই খুন।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উধারি রিষড়া প্ল্যাটফর্মে দুধ বিক্রি করতেন। এ দিন ডাউন ১ নম্বর প্ল্যাটফর্মে বসে দুধ বিক্রি করছিলেন। উল্টো দিকেই রিষড়া থানা। পাশেই চলছে রিষড়া মেলা। বহু লোকের আনাগোনা চলছিল। প্ল্যাটফর্মেও লোকজন ভালই ছিল। সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ দুই যুবক প্ল্যাটফর্মে উঠে খুব কাছ থেকে উধারিকে গুলি করে। তাঁর বুকে গুলি লাগে। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গুলির শব্দে হকচকিয়ে যান লোকজন। দুষ্কৃতীরা তত ক্ষণে রেল লাইন পেরিয়ে পালানোর চেষ্টা করছে দেখে জনতা ধাওয়া করে। আটক দুষ্কৃতীর কাছ থেকে একটি ওয়ান শটার এবং দু’রাউন্ড গুলি পেয়েছেন তদন্তকারীরা। তাকে ওই হাসপাতালেই ভর্তি করানো হয়েছে।
|
বৃহস্পতিবার ভোরে হাওড়ার শ্যামপুরের শশাটিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক লুঠ করল দুষ্কৃতীরা। কয়েক লক্ষ টাকা সিসিটিভির যন্ত্রপাতি, ক্যামেরা এবং ব্যাঙ্কের কম্পিউটার দুষ্কৃতীরা চুরি করেছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি।
|
হাওড়ার জয়পুরের পঞ্চানন রায় কলেজে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল টিএমসিপি। ছাত্র সংসদের আসন ২৪টি। বৃহস্পতিবার ছিল মনোনয়ন দেওয়ার শেষ দিন। কিন্তু আর কেউ মনোনয়ন দেয়নি। |