ধর্ষণে অভিযুক্ত হেয়ার স্ট্রিট থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর প্রকাশ থাপাকে ১৬ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত দিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার শিয়ালদহ কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারী মহিলার জবানবন্দি রেকর্ড করা হয়। ফরেন্সিক ল্যাবরেটরিতে প্রকাশ থাপার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। দুপুর আড়াইটে নাগাদ অভিযোগকারিণী ও তাঁর বাবাকে আদালতে নিয়ে আসে পুলিশ। ওই মহিলার বাবা সাংবাদিকদের বলেন, “হমে ইনসাফ চাহিয়ে।’’ পুলিশ তাড়াতাড়ি তাঁকে আদালত কক্ষে ঢুকিয়ে দেয়। অন্য দিকে, খড়দহে একটি চিটফান্ডের অফিসে সহকর্মী তরুণীকে যৌন নিগ্রহের অভিযোগে বুধবার মালিক-সহ পাঁচ জন গ্রেফতার হলেন। ওই তরুণীর অভিযোগ, মঙ্গলবার অফিস ছুটির পরে তাঁর উপরে যৌন নিগ্রহ চলে। এ দিন পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। বেলঘরিয়ার এডিসি বিশ্বজিৎ ঘোষ বলেন, “দ্রুত তদন্ত করে চার্জশিট দেওয়ার নির্দেশ দিয়েছি।” সংস্থাটি সিল করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালত ধৃতদের জেল হেফাজত দেয়।
|
অবৈধ লাল বাতি, ফের সরব কোর্ট |
গাড়িতে লাল বাতির ব্যবহার বন্ধে পুলিশ অনেক সময়ে ‘ভয়ে’ সক্রিয় হতে পারে না, এমন ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার লাল বাতির অবৈধ ব্যবহার নিয়ে ২০০৬-এ আইনজীবী ইদ্রিশ আলির করা জনস্বার্থের মামলার শুনানি হয়। এ দিন কলকাতা পুলিশের তরফে হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র একটি রিপোর্ট দেন। সন্তুষ্ট হয়নি বেঞ্চ। বেঞ্চ মনে করে, যাঁরা বৈধ লাল বাতি ব্যবহার করেন তাঁরাও নিয়ম ঠিকমতো জানেন না। বেঞ্চ জানায়, রাজ্যকে তিন মাসের মধ্যে বিজ্ঞাপন দিয়ে ব্যাপক প্রচার করতে হবে কারা লাল বাতি ব্যবহার করতে পারেন। পুলিশ যাতে নির্ভয়ে আরও সক্রিয় হয়, সে ব্যবস্থা নিতে হবে। লাল বাতির অপব্যবহার বন্ধে পুলিশকর্তাদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
|
জাতীয় জাদুঘর এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রদর্শসামগ্রীর সুরক্ষায় যত দ্রুত সম্ভব আধা সেনা মোতায়েন করতে বৃহস্পতিবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পরিবেশকর্মী সুভাষ দত্তের করা জনস্বার্থ মামলায় এই নির্দেশ। আদালত নিয়োজিত বিশেষজ্ঞ কমিটি ওই সুপারিশ করে। কিন্তু জাদুঘর এবং ভিক্টোরিয়ার পক্ষ থেকে হলফনামা দিয়ে জানানো হয়, আবাসনের ব্যবস্থা না হওয়ায় সিআইএসএফ মোতায়েন করা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও রাজ্যকে নোটিস দিয়ে জানতে চায় আধা সেনা মোতায়েনের ব্যাপারে তাঁরা কী করছেন। কেন্দ্রীয় সংস্কৃতি দফতরকে নির্দেশ দেওয়া হয়, ১২ ফেব্রুয়ারির মধ্যে তারা কী করছে, সুপ্রিম কোর্টকে জানাতে হবে।
|
গার্ডেনরিচে বস্তি পুড়ে ছাই |
গার্ডেনরিচের সিক লাইনে আগুনে ছাই হয়ে গেল একটি বস্তির ৭০টি ঘর এবং ১৫টি দোকান। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে একটি ঘরে আগুন লাগে। পরে তা পুরো বস্তিকে গ্রাস করে নেয়। দমকলের ছ’টি ইঞ্জিন আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ক্ষতিগ্রস্তদের কম্বল, ত্রিপল ও খাবার দেওয়া হয়। রাতে তাঁদের থাকার ব্যবস্থা হয়েছে স্কুলে ও ক্লাবে।
|
আমিনুল কাণ্ডে পাকড়াও তিন |
কড়েয়ার প্রতিবাদী যুবক আমিনুল ইসলামের সৎকার করে ফেরার পথে হুমকি দেওয়া হয়েছিল বলে কয়েক জনের নামে অভিযোগ জানিয়েছিল তাঁর পরিবার। সেই অভিযুক্তদের মধ্যে শমশের, কামরুদ্দিন, আমির নামে তিন জনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তোলাবাজি এবং অন্যান্য অভিযোগ রয়েছে।
|
বেহালার নিখোঁজ এক স্কুলছাত্রীকে বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিজের বাড়ির পাশে একটি বহুতলের কর্মীর সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। কর্মীটি তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। পরে তাকে বেলডাঙায় ফেলে উধাও হয়ে যায় সে।
|
অস্ত্র বলতে একটি ‘মাস্টার কি’ বা রাম-চাবি। তা দিয়েই একটি অ্যাম্বাসাডর গাড়ি চুরি করে চম্পট দিয়েছিল দুই যুবক। কলকাতা স্টেশনে ধরা পড়ার পরে তারা জানাল, ওই চাবি দিয়ে আরও ৩০টি গাড়ি চালু করা যায়। সঙ্গে সঙ্গে পরীক্ষা করে তার প্রমাণও পায় পুলিশ। |