কর্মীদের চিঠি দিয়ে আশ্বস্ত করলেন মাল্য
সংবাদসংস্থা • মুম্বই |
সংস্থা বন্ধ করা নিয়ে আদালতে আর্জি জানাতে কর্মীদের হুঁশিয়ারির পর দিন অবশেষে কিংফিশার ফের চালু করা নিয়ে তাঁদের বার্তা পাঠালেন সংস্থার কর্ণধার বিজয় মাল্য। বৃহস্পতিবার কর্মীদের পাঠানো চিঠিতে মাল্য জানান, সংস্থা কর্তৃপক্ষ কিংফিশার চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এ জন্য বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন-এর কাছে ইতিমধ্যেই পুনরুজ্জীবন পরিকল্পনা জমা দিয়েছেন তাঁরা। মাল্যের চিঠির খবরে সংস্থার শেয়ার দরও প্রায় ১০% বেড়ে বিএসই-তে ছুঁয়েছে ১৪.৭৯ টাকা। পরিকল্পনাটি দু’টি ভাগে বিভক্ত বলে এ দিন চিঠিতে দাবি করেন মাল্য। প্রাথমিক ভাবে ৭টি বিমান চালানোর আর্জি জানানো হয়েছে। তার পর চার মাসে ২১টি এবং বছর শেষে ৫৭টি বিমান চালুর পরিকল্পনা আছে। তবে কর্মীদের আট মাসের বকেয়া বেতন মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যদিও, সংস্থা খুলতে যাবতীয় খরচের বিষয়টিই মাথায় রাখা হয়েছে বলে মাল্যের দাবি।
|
শীঘ্রই কমবে মূল্যবৃদ্ধি,আশা রঙ্গরাজনের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চড়া মূল্যবৃদ্ধির হারে লাগাম পরানো অন্যতম লক্ষ্য কেন্দ্রের। কিন্তু সাম্প্রতিক কালে জ্বালানি কিংবা রেল ভাড়া বৃদ্ধি দ্রুত সেই লক্ষ্য অর্জনে বাধা তৈরি করতে পারে বলে বৃহস্পতিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডের সভায় ইঙ্গিত দিলেন প্রাধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সি রঙ্গরাজন। মার্চের মধ্যে মূল্যবৃদ্ধির হার ৭ শতাংশের নীচে নামতে পারে বলে আশাবাদী রঙ্গরাজন। তবে রাজকোষ ঘাটতি কমিয়ে মূল্যবৃদ্ধির হারে লাগাম পরাতে গিয়ে রেলের ভাড়া বা জ্বালানির দাম বাড়ানোয় অদূর ভবিষ্যতে তা কতটা অর্জন করা যাবে, তা নিয়েও তাঁর সংশয় রয়েছে। তবে আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য এ ধরনের পদক্ষেপ সঠিক বলে মন্তব্য করেন তিনি। বস্তুত, রঙ্গরাজনের মতে, কিছু দিন পরে এর সুফল মিলতে পারে। এবং আগামী অর্থবর্ষের শেষে মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশে নেমে আসবে বলেও তিনি আশাবাদী। মূল্যবৃদ্ধির হারের চড়াই-উতরাইয়ের উপরেই নির্ভর করছে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর বিষয়টিও।
|
হিন্দমোটর নিয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হিন্দুস্তান মোটরসের চেন্নাই কারখানা মিশে যাচ্ছে শাখা সংস্থা হিন্দুস্তান মোটর ফিনান্স কর্পোরেশনের সঙ্গে। এই মর্মে হিন্দুস্তান মোটরস পরিচালন পর্ষদে বৃহস্পতিবার প্রস্তাব গৃহীত হয়। চেন্নাই কারখানা বেরিয়ে যাওয়ায় শেয়ারহোল্ডাররা ৫ টাকা মূল দামের প্রতি ১৩টি শেয়ার পিছু একই দামের একটি করে হিন্দুস্তান মোটর ফিনান্স কর্পোরেশনের শেয়ার পাবেন। |