তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ সিপিএমের
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
সূর্যকান্ত মিশ্রের জনসভায় যাতে তাঁরা না যান, সে জন্য তাঁদের হুমকি দেওয়া হয়েছে এবং বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল। শুধু তাই নয়, বাইরে বেরোলেই হুমকি দেওয়া এবং বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে আসতে বাধ্য করা হচ্ছে। বৃহস্পতিবার বোলপুরের সিয়ানে বাড়ি বাড়ি ঘুরে এই সব নানা অভিযোগের কথা শুনলেন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম, জেলা পরিষদের সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়-সহ পাঁচ প্রতিনিধি। গত শুক্রবার লাভপুরে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের জনসভা হয়েছে। সেই সভায় যাওয়ার পথে বোলপুরের সিয়ানে সিপিএমের কর্মী-সমর্থকের উপরে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ওই সব দলীয় কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াতে এলাকায় গিয়েছিলেন ৫ প্রতিনিধি। তাঁরা পূর্বপাড়া, ডিহিপাড়া, দক্ষিণপাড়া, সাহাজাপুর-সহ একাধিক এলাকায় ঘুরে নানা অভিযোগের কথা শোনেন। রামচন্দ্রবাবুর দাবি, “পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সন্ত্রাস করছে। পুলিশ প্রশাসনের একাংশের মদত রয়েছে।” সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি বিকাশ রায়চৌধুরী। জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে মদত দেওয়ার অভিযোগ ঠিক নয়।”
|
খোঁজ মিলছে না ছাত্র নেতার
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
নির্বাচনের প্রচারে বের হওয়ার পর থেকে খোঁজ মিলছে না রামপুরহাট কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাফিউল রহমানের। তাঁর পরিবারের লোকেরা এখনও পর্যন্ত থানায় কোনও নিখোঁজ ডায়েরি না করলেও এসএফআই পরিচালিত ছাত্র সংসদের কলেজ ইউনিট সেক্রেটারি বিশ্বজিৎ লেট বৃহস্পতিবার রামপুরহাট থানায় এ ব্যাপারে লিখিত ভাবে জানিয়েছেন। সংগঠনের তরফে জানানো হয়েছে, বুধবার বিকেল ৪টের পরে কলেজের নির্বাচনের প্রচারে বেরিয়ে আর বাড়ি ফেরেননি সাফিউল। মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না। সাফিউলের বাড়ি রামপুরহাট থানার বগটুই গ্রামে। দাদা আতাউল শেখ বলেন, “প্রচারে যাচ্ছি বলে ভাই বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার পর থেকে সে আর বাড়ি ফেরেনি। এ দিন সকালে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাইনি। আজ, শুক্রবার অপেক্ষা করার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” পুলিশ জানায়, খতিয়ে দেখা হচ্ছে।
|
ধৃত দুই দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল বোলপুরের ধর্মরাজতলার মুকেশ সাহানি, রামপুরহাট থানার পলশা গ্রামের পরিমল শর্মা। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি দেশি রিভলভার, ৫ রাউন্ড গুলি। বুধবার পুলিশের একটি গাড়িকে দেখে অন্য একটি গাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় পুলিশ ওই গাড়িকে ধাওয়া করে দু’জনকে ধরতে সক্ষম হয়।
|
গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বুধবার আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। ধৃতেরা হল—বোলপুরের ধর্মরাজতলার মুকেশ সাহানি, রামপুরহাট থানার পলশা গ্রামের পরিমল শর্মা। |