সীমান্তে বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করল ভারত। ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সারন বৃহস্পতিবার সকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গে দেখা করেন। সে সময়েই মন্ত্রী বলেন, আত্মরক্ষার প্রয়োজন ছাড়া দু’দেশের সীমান্তরক্ষীরা গুলি চালাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সে সিদ্ধান্ত মেনে চললেও বিএসএফ হামেশাই তা অমান্য করে। এ মাসেই বিএসএফের গুলিতে ৪ জন বাংলাদেশি মারা গিয়েছেন। তাঁরা এর প্রতিবাদ জানিয়ে দিল্লিতে চিঠিও পাঠিয়েছেন। সারন এ ধরনের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বলেন, ভারত সরকার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। গাফিলতির প্রমাণ মিললে দোষীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে। সামগ্রিক ভাবে বিএসএফের গুলি চালনা বন্ধ করতেও বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে বলে সারন আলমগীরকে জানান।
|
ক্রান্তীয় প্রশান্ত মহাসাগর থেকে বায়ুমণ্ডলের ৬৫ হাজার ফুট উপরে জনহীন বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিল নাসার ড্রাইডেনের উড়ান গবেষণা কেন্দ্র। কী করে ক্রমবর্ধমান উষ্ণতা পৃথিবীর আবহাওয়াকে বদলে দিচ্ছে, তা জানার উদ্দেশ্যে বিমান পাঠানোর উদ্যোগ নিল নাসা। এডওয়ার্ড বায়ুসেনা ঘাঁটি থেকে এই বিশেষ বিমানটি পাঠানো হবে। বিজ্ঞানীদের মতে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জমা জলীয় বাষ্প এবং ওজোনের মাত্রা পৃথিবীর আবহাওয়ার উপর অনেকটাই প্রভাব ফেলে। |