খেলার টুকরো খবর

কবাডিতে চ্যাম্পিয়ন বর্ধমান বিশ্ববিদ্যালয়
ফুটবলের পর কবাডি। পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় কবাডিতে চ্যাম্পিয়ন হল বর্ধমান। বিহারের ভাগলপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় গতবারের রানার্স হবার সুবাদে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে সুযোগ পায় বর্ধমান। প্রথমে কলকাতাকে হারিয়ে তারা সেমিফাইনালে ওঠে। গ্রুপ লিগ ম্যাচে তারা উত্তরপ্রদেশের ভিভিএস পূর্বাঞ্চলকে ২৮-২৭ পয়েন্টে হারায়। পরের ম্যাচে ছত্তিশগড়ের বিলাসপুরকে ২৩-৯ পয়েন্টে হারানোর পরে শেষ ম্যাচে বিহারের এলএন মিথিলাকে ১৩-৭ পয়েন্টে হারিয়ে বর্ধমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়। দলের প্রশিক্ষক মুস্তাফা হোসেন বারোভুঁইয়া জানান, জানুয়ারির ২৬-২৮ চেন্নাইতে সর্বভারতীয় পর্বে খেলবে বর্ধমান।

সুপার সকার ক্লাব
কালনা সুপার সকার ক্লাবের অঘোরনাথ স্টেডিয়ামের প্রথম খেলায় জিতল দুখীরাম। খেলায় ১-০ গোলে তারা শ্রীলংকে হারায়। এ দিনের টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় এই মাঠেই আইএফএ মুখোমুখি হয় প্রয়াগ ইউনাইটেডের। খেলায় আইএফএ জয়লাভ করে ১ গোলে। প্রথমার্ধে ২২ মিনিটের মাথায় গোলটি করে তারা। কালনা ১ ব্লকের আটঘোড়িয়া মাঠে জর্জ টেলিগ্রাফ মুখোমুখি হয় মহামেডান ক্লাবের। খেলায় ২-০ গোলে পরাজিত হয় মহামেডান। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, শুক্রবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে আইএফএ ও ইস্টবেঙ্গলের মধ্যে সেমিফাইনাল হবে।

অনূর্ধ্ব ১৬ ক্রিকেট
বর্ধমানে চলছে ক্রিকেট। —নিজস্ব চিত্র।
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটের মূল পর্বে উঠল বর্ধমান। রাধারানি স্টেডিয়ামে তারা মুর্শিদাবাদকে ৫ উইকেটে হারায়। প্রথমে ৪৫ ওভারে ১৫৩ রান করে মুর্শিদাবাদ। রাজা শেষ করে ৬২। ৪১.১ ওভারে বর্ধমানের স্কোর ৪১.১ ওভারে ১৫৪-৫। বর্ধমানের দশরথ হেমব্রম ও রূপংকর পান্ডে অপারাজিত থেকে ৮৮ রানের পার্টনারশিপ এই জয়ের সুবাদে সি-জোন চ্যাম্পিয়ান বর্ধমান ১৬ জানুয়ারি থেকে উত্তর ২৪ পরগনার নৈহাটিতে মূলপর্বে লিগ ম্যাচ খেলবে। আজ, শুক্রবার থেকে রাধারানি স্টেডিয়ামে আন্তঃ মহকুমা অনূধ্বর্র্ ১৯ ক্রিকেট শুরু হবে। প্রথম ম্যাচ হবে কালনা ও কাটোয়ার মধ্যে।

জিতল কোকওভেন
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড (ডিপিএল) আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের ডিপিএসএ মাঠের খেলায় জিতল কোকওভেন স্পোর্টস ক্লাব। তারা পাওয়ার প্ল্যান্ট স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.