তারাবাজি
এ বার কি পুরুষেরা
প্রথম বছর জিতেছিলেন সৃজিত-গার্গী।
গত বারে সবাইকে চমকে দিয়ে ঋতুপর্ণা আর স্বস্তিকা। শেষ রাউন্ডে ফেভারিট প্রসেনজিৎ-সৃজিতকে অবাক করে দিয়ে।
এ বার?
ওয়েলকাম টু আনন্দ প্লাস বায়োস্কোপে বাজিমাত ২০১৩। এ বারের থিম ‘ভূত ও ভবিষ্যৎ’।
ম্যাচ রেফারি জিৎ পরশু
কতটা কড়া হবেন?
প্রত্যেক বছরের মতো এ বছরও অনুষ্ঠান ‘রয়াল ক্যালকাটা গল্ফ ক্লাব’য়ে। পরশু, ১৩ জানুয়ারি।
আসলে গত দু’বছর ধরে শীতকাল মানেই যেন টলিউডের অ্যানুয়াল রি-ইউনিয়ন কাম কুইজ শো।
তাই এই মঞ্চে আসার জন্যই শু্যটিং ক্যানসেল করেন দেব। এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুম্বই থেকে তড়িঘড়ি করে ফেরেন প্রসেনজিৎ। এখানে এসে কুইজ শো দেখবেন বলেই অন্য কাজ সরিয়ে রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এত আয়োজন যখন কুইজ শো নিয়ে, প্রতিযোগীরাও অসম্ভব সিরিয়াস। তাঁরা রীতিমতো বই-পত্র নিয়ে বসে পড়েছেন বাংলা ছবি নিয়ে পড়াশোনা করতে।
“আমি তো উইকিপিডিয়া, বই-পত্র ঘাঁটা শুরু করে দিয়েছি,” বলছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। প্রথম বারের পর এ বার তিনি আবার প্রতিযোগী। একই অবস্থা স্বস্তিকা মুখোপাধ্যায়ের। বলছেন, “গত বছর জিতেছিলাম তাই এ বছর আমি আরও সিরিয়াস। এ বার ভাল করতে হবে।” ‘মাছ, মিষ্টি অ্যান্ড মোর’য়ের প্রোমোশনের ফাঁকে আই প্যাডে চলেছে নোটস্ নেওয়া।
এ বার মঞ্চে থাকবেন বাঙালির বড্ড প্রিয় এক দাদা মিঠুন চক্রবর্তী।
“ভাই, এটুকু বলতে পারি, আই উইল গিভ মাই বেস্ট। সব সময় নিজের বেস্টটা দিয়েছি, এ বারও তাই দেব,” সাফ কথা মিঠুনের।
শুধু তাই নয়। এই কুইজ দেখার জন্য হাহাকার এখন টলিউডের সর্বত্র।
“একই মঞ্চে এত জনকে দেখা যাবে। দাদা একটা পাস দিন,”
বলে আনন্দ প্লাস দফতরে অনবরত ফোন আসছে। এ সব দেখে বোঝাই যাচ্ছে শহরের তাপমাত্রার পারদ নামলেও ‘বায়োস্কোপে বাজিমাত’ কিন্তু এই মুহূর্তে টালিগঞ্জের সব চেয়ে বড় ইভেন্ট। আর একটা কৌতুহল, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে টেনশন বাড়লে ম্যাচ রেফারি জিৎ সেটাকে কীভাবে সামলাবেন?

এ বারের প্রতিযোগীরা
মিঠুন, প্রসেনজিৎ, দেব, সৃজিত, ঋতুপর্ণা, স্বস্তিকা, মুনমুন সেন, অঞ্জন দত্ত, পাওলি, পরমব্রত, গৌতম ঘোষ, কোয়েল।

অনুষ্ঠান দেখা যাবে
বিলম্বিত সম্প্রচার ধুম মিউজিক-এ
২০১১
২০১২
বিজয়ী: গার্গী রায়চৌধুরী ও সৃজিত মুখোপাধ্যায় বিজয়ী: স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত
২০১৩
?
হাড্ডাহাড্ডি
দেব প্রসেনজিৎ মিঠুন

ডার্ক হর্স
অঞ্জন দত্ত গৌতম ঘোষ


যুক্তি-তক্কো:
সন্দীপ রায়ের টেবিলে যদি সত্যজিৎ রায়ের প্রশ্ন হয় আমি কিন্তু খেলব না। ঋতুপর্ণ ঘোষ, ২০১১


সাইডলাইন:
বৌ-কে নিয়ে এল না কেন রে? বনি কপূরকে গত বছরের কুইজে দেখে টালিগঞ্জের দুই নায়কের প্রশ্ন



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.