হুল্লোড়...
কহানি ২

বাড়িতে নতুন আলমারি কেনা হল?

আলমারি? কেন?

মুম্বইয়ের অ্যাওয়ার্ড শো-তে কোনওটায় ১২টা, কোনওটায় ১৩টা নমিনেশন ‘কহানি’র। এত প্রাইজ রাখবেন কোথায়?
হা হা হা। না না, আলমারি কিনিনি এখনও। তবে দারুণ লাগছে। সব চেয়ে ভাল লাগছে এটা ভেবে যে, ‘কহানি’ পুরোপুরি মেড ইন কলকাতা। এটা আমাদের সবার কাছে ভীষণ গর্বের।

ইন্টারভিউটা কিন্তু ‘কহানি’ নয়, ‘কহানি ২’ নিয়ে।
বলুন কী জানতে চান।

বিদ্যা বাগচী ফিরছেন তো আবার কলকাতায়?
ইয়েস, কারেক্ট। ফেরা তো উচিত। ফিরতেই হবে ওকে।

‘কহানি ২’ লেখা কি শেষ?
না না। লেখা চলছে। লিখতে চাপ তো হচ্ছেই খুব। একটা রাইটার্স ব্লক হচ্ছে এই মুহূর্তে। তবে কেটে যাবে।

তা হলে...
আসলে কিছুই না। প্রথম ‘কহানি’ যখন লিখেছিলাম বিদ্যা বাগচী তখন শুধু আমার ছিল। আজকে বিদ্যা বাগচী সবার। সবার চাহিদা আছে তার কাছে। সেই চাহিদাটাই একটা প্রেশার তৈরি করছে।

এবারও গল্প কলকাতাতেই তো?
‘কহানি’র গল্প কলকাতা ছাড়া হওয়া সম্ভব না কি? আর তা ছাড়া ‘কহানি’-তে কলকাতা শুধু একটা শহর ছিল না, ছিল একটা চরিত্র। এ বারেও তাই হবে।
ইন্সপেক্টর রানা, নওয়াজউদ্দিন, খরাজ। সবাই থাকবে তো?
হা হা। সবাই থাকবে। নওয়াজ থাকবে, খরাজ থাকবে। আর ‘কহানি’ চলার পেছনে এই এনসেমবল কাস্টের বিরাট ভূমিকা ছিল। ‘কহানি ২’তে গল্পটা শুধু এগোবে। এটা ‘অপরাজিত’ আর ‘অপুর সংসার’-এর মতো। গল্পটা এগোবে শুধু। কোনও ফ্র্যাঞ্চাইজি নয়, জেমস বন্ডের মতো।

মানে বেঙ্গালুরু কী দিল্লি-র রাস্তায় বিদ্যা বাগচী ঘুরবে না?
না না। ছিঃ ছিঃ। বব বিশ্বাসের কী হবে? সবাই তো চাইছে বব-কে। কিন্তু ও তো মরে গেল। সবাই দেখল ও মরে গেল, এবার কী করে ওকে আনি বলুন তো? এগুলোই চাপ ‘কহানি ২’তে। একটা বিশ্বাসযোগ্যতা তো রাখতে হবে...

ফ্ল্যাশব্যাকে তো ফিরতে পারে?
আরে ফেরাতে চাইলে তো ফেরানোই যায়। সেটা তো একেবারে আমার হাতে। আমি বলছি একটা সলিড রিজন চাই ফেরত আনার। আর তা ছাড়া বব বিশ্বাস বব হয়েছিল কারণ অপু ওয়াজ সো প্রিসাইজ। যতটা দরকার ছিল ঠিক ততটা করে অপু ফাটিয়ে দিয়েছিল। তাই বব হ্যাজ টু বি অ্যা শর্ট অ্যান্ড ক্রিস্প ক্যারেক্টার।

আবির? আবির কি এ বারেও ছবি?
(হেসে) ইয়েস। আবির এ বারেও ছবি বিশ্বাস। এই ছবি বিশ্বাস আর বব বিশ্বাসকে নিয়েই আমার যত অশান্তি। কিন্তু আবিরকে ফেরানো সম্ভব নয়। ওকে বলেছি সেটা।

মোনালিসা গেস্ট হাউজ থাকবে এ বার?
মোনালিসা গেস্ট হাউজ না-ও থাকতে পারে।

তা হলে এ বার কি বিদ্যা বাগচী মোনালিসা গেস্ট হাউজ ছেড়ে সাউথ সিটি-র পেন্ট হাউজে উঠবেন?
উঠতে পারে। অন্য কোথাও থাকতে পারে। দেখুন, যে যে কারণে ‘কহানি’ এত সাকসেসফুল সেই অবলম্বনগুলো কিন্তু ছাড়তে হবে আমাকে। শুধু ওগুলোকে
আঁকড়ে থাকলাম আর গল্পটা সেই রকম কিছু দাঁড়াল না সেটা কাম্য নয় একেবারেই। সেগুলো ভেবেই ‘কহানি ২’ লিখছি।


এ বারেও কি মোনালিসা গেস্ট হাউজের পাশের হোটেল মেট্রোপোলে বসে লিখছেন গল্পটা?
ইয়েস। হান্ড্রেড পার্সেন্ট। একদম যে ঘরে বসে ‘কহানি’ লিখেছিলাম সেই ঘরে বসেই ‘কহানি ২’ লিখছি।

সেই ঘরের রুম নম্বর কত?
(হেসে) রুম নম্বর ৩০২।

আর রুম নম্বর পেলেন না? একেবারে দফা ৩০২?
হা হা হা। একেবারে দফা ৩০২। তবে ওই ঘরে আমরা সবাই কোনও না কোনও সময় থেকেছি। বিদ্যা থেকেছে। পরমও থেকেছে।
‘কহানি ২’: বিদ্যা (সরি ভিদ্যা) বাগচী আর ইন্সপেক্টর রানা এ বারও থাকছেন
গত বারে সেটিংটা ছিল দুর্গাপূজা। ‘কহানি ২’তে কী থাকবে?
এ বারে দূর্গাপুজো হবে না। কালীপুজো হতে পারে। শীতকালের কলকাতা হতে পারে। ক্রিসমাসের কলকাতা হতে পারে। আর তা ছাড়া আর্টিস্টদের ডেটের ওপরেও অনেক কিছু ডিপেন্ড করে। আর গত বছর আমরা পুজোর সময় শুট করেছিলাম তার কারণ টাকাই ছিল না আমাদের। এ বারেও একই অবস্থা।

কী বলছেন আপনি? ‘কহানি’র অত বড় সাফল্যের পর ‘কহানি ২’ করবেন সুজয় ঘোষ। তার আবার টাকার চিন্তা কী?
এখানেই তো ভুল করেন আপনারা। ‘কহানি ২’ যখন শুরু করব কে থাকবে আমার সঙ্গে? বিদ্যা থাকবে, নওয়াজ থাকবে, পরম থাকবে আর আমি থাকব। এদের উপর ভরসা করে আমি আগের বারের তুলনায় বাজেট বাড়াতে পারব সর্বাপেক্ষা ১৫-২০ শতাংশ। কারণ খাতায় কলমে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি ছাড়া ‘কহানি’-র এই স্টার কাস্টে তো রিটার্ন নেই। তাই বাজেট আজও সমস্যা।

কিন্তু গত বার তো ছবি একশ কোটি টাকার ব্যবসা করেছিল?
হ্যাঁ, করেছিল। তার থেকে যা সুবিধা এ বারে পাওয়া যাবে, তা হলেও শুক্রবার অনেক বেশি লোক ‘কহানি ২’ দেখতে যাবে ‘কহানি’-র থেকে। আগের বারে শুক্রবার মাছি তাড়িয়েছিলাম এত খারাপ কালেকশন ছিল। একেবারেই যা তা আর কী। এ বারে শুধু ওই তিন দিন একটু বেশি লোক আসবে। বাকি ছবি চলবে তো ছবির গুণে।

আগের বার অমিতাভ বচ্চনকে দিয়ে গাওয়ালেন ‘একলা চলো রে’। এবারে কি অন্য কোনও রবীন্দ্রসঙ্গীত গাইবেন বিগ বি?
না। ‘একলা চলো রে’ তো ‘কহানি’-র থিম সং। এ বারেও ‘একলা চলো রে থাকবে’। অমিতাভ বচ্চন আপনার এত কাছের। উনি থাকবেন ‘কহানি ২’তে?
অমিতাভ বচ্চন থাকবেনই আমার ছবির সঙ্গে কোনও না কোনও ভাবে। অভিনয় করবেন কি না আমি এই মুহূর্তে বলতে পারছি না। মানে থাকতেও পারেন?
একেবারেই কিছু ঠিক নেই।


নতুন কোনও চরিত্রকে কি দেখা যাবে ‘কহানি ২’তে?
হ্যাঁ, আর একজন নতুন নায়িকাকে দেখা যাবে। মুম্বইয়ের।

‘কহানি’ মানেই তো বিদ্যা বালন। অন্য কোনও হিরোইন রাজি হবে তো সহজে?
এই রে, এটা তো ভাবিনি। অন্যরা এরকম ভাবতে বসলে তো সমস্যা হয়ে যাবে। তবে ভরসার কথা মুম্বইতে এখন অনেক অভিনেত্রীই ঝুঁকি নিতে রাজি। আশা করি তাদের মধ্যে একজন রাজি হয়ে যাবে। তবে এটাও সত্যি ‘কহানি’ মানেই বিদ্যা বালন। এ বারও তাই থাকবে।

এ বারে তো বিবাহিত বিদ্যা?
হ্যাঁ, তাতে আমার অসুবিধা নেই।

‘কহানি ২’র শুটিং কবে থেকে?

মে মাসের পর বিদ্যা ফ্রি। কিন্তু তারপর কলকাতায় বর্ষাকাল। তাই বর্ষা শেষ হওয়ার পরেই শুটিং শুরু করব।

সুজয় ঘোষ মানেই এমন একজন পরিচালক যে টলিউডের পৃথিবী থেকে যে কাউকে বলিউডের ফার্স্ট বেঞ্চে বসাতে পারেন। যেমন পরম কী শাশ্বত-র হল। এ বারে কে?
কেউ না। কোনও অভিনেতা তো নয়।

তা হলে অন্য কেউ? অনুপম রায়কে দিয়ে মিউজিক করাতে পারেন তো?
অনুপমের সঙ্গে অন্য কোনও ছবিতে কাজ করার ইচ্ছে আছে। তবে ‘কহানি ২’তে নয়। আর বিশাল-শেখর-কে বাদ দিয়ে আমি অন্য কাউকে নিলে ওরা আমায় ছাড়বে না কি?

বাকি টেকনিশিয়ানরা? ক্যামেরাম্যান সেতুর বদলে কি সৌমিক হালদারকে দেখা যাবে ‘কহানি ২’তে?
না, সেতু থাকবে। তবে যদি সেতু করতে না পারে তখন কে করবে এখনও ভাবিনি। আর বাকি টেকনিশিয়ানরা সবাই থাকবে যারা ‘কহানি’তে ছিল। কষ্টের সময় যারা ছিল তাদের আমি ফেলে দিতে পারব না।

আর...
আর না। এ বার শেষ করুন প্লিজ ইন্টারভিউটা। হোটেলে ফিরে আবার লেখা শুরু করি। এত কথা বললাম, গল্পটা যদি ঠিক মতো লিখতে না পারি পাবলিক আমায় এমন মারবে যে একটা মার-ও বাইরে পড়বে না।

কী ছিল কী হবে
গত বারে
বিদ্যা বালন একমাত্র নায়িকা
এ বারে
তাঁর পাশে মুম্বইয়ের আরও এক জন হিরোইন
গত বারে
মোনালিসা গেস্ট হাউস
এ বারে
নাও থাকতে পারে
গত বারে
দুর্গাপুজোর কলকাতা
এ বারে
কালীপুজো কিংবা ক্রিসমাসের কলকাতা
গত বারে
বব বিশ্বাস
এ বারে
আপ্রাণ চেষ্টা চলছে তাঁকে ফেরানোর
গত বারে
অমিতাভ বচ্চনের গলায় ‘একলা চলো রে’
এ বারে
কোনও বদল নেই। এ বারেও ‘একলা চলো রে’



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.