কলেজে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে পুলিশের লাঠি চার্জে দুই তৃণমূল ছাত্র পরিষদ কর্মী জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার শিলিগুড়ি আইটিআই কলেজে। টিএমসিপির দাবি, জখম দুই ছাত্রের নাম অনুজিৎ সাহা ও মণি ছেত্রী। পুলিশ অবশ্য জানিয়েছে, কোনও লাঠি চার্জ হয়নি। এসএফআই ও টিএমসিপির মধ্যে গণ্ডগোলের সময় পুলিশ আটকাতে যায়। সে সময় এক টিএমসিপি সমর্থক পুলিশকে ধাক্কা দিলে সবাইকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যান শিলিগুড়ির এসিপি প্রদীপ পাল। তিনি বলেন, “দু’দল ছাত্র গণ্ডগোলে জড়িয়ে পড়লে পুলিশ তাদের সরিয়ে দেয়। লাঠিচার্জ হয়নি।” পুলিশ সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি আইটিআই কলেজে ছাত্র সংসদ নির্বাচন। এদিন কলেজে মনোননয় পত্র জমা দেওয়ার কাজ হয়। টিএমসিপির দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায়ের দাবি, এসএফআই বহিরাগতদের নিয়ে গিয়ে কলেজের কয়েকজন ছাত্রকে জোর করে নির্বাচনে প্রার্থী করানোর চেষ্টা করে। তাতে বাধা দেয় টিএমসিপি সমর্থকরা। সেই সময় আচমকা সাদা পুলিশের পোশাক লাঠিচার্জ করে। এসএফআইয়ের দার্জিলিং জেলা সভাপতি সৌরভ দাস বলেন, “টিএমসিপি বাইরের লোক নিয়ে এসএফআইকে মনোনয়ন দিতে বাধা দেয়। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।” |
সিনেমা চালাতে সমস্যা, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বর্তমান পদ্ধতিতে সিনেমা হলগুলিতে ছবি চালাতে যে খরচ তা কুলতে পারছেন না উত্তরবঙ্গের প্রযোজকদের একাংশ। বিকল্প পদ্ধতিতে সিনেমা চালালেও একাংশ তাঁদের বাধা দিচ্ছে বলে অভিযোগ। বুধবার সাংবাদিক সম্মেলন করে তাঁরা ওই অভিযোগ তোলেন। বর্তমানে ‘রিল’-এর পরিবর্তে ‘ইউফো’ এবং ‘কিউব’ পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে হলগুলিতে ছবি দেখানো হয়। তাতে প্রতিটি সিনেমা হলে প্রথম সপ্তাহে ছবি দেখাতে ইউফো বা কিউব পদ্ধতির ভাড়া বাবদ ২২-২৩ হাজার টাকা খরচ হয়। তা ছাড়া হল ভাড়া রয়েছে। ১৫-২০ লক্ষ টাকা খরচ করে স্থানীয় কিছু প্রযোজক বাংলা-সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় ছবি তৈরি করছেন। ২২-২৩ হাজার টাকা খরচ করে এ ভাবে ছবি চালানো তাঁদের পক্ষে সম্ভব নয় বলে জানান। তাঁরা ‘প্রজেক্টর’ বা ‘ডিসিও’ ব্যবস্থায় কম খরচেই সিনেমা হলগুলিতে ছবি দেখান। কিন্তু ইউফো বা কিউব চালানোর সঙ্গে যুক্ত সংস্থার কর্মকর্তারা হলগুলিতে ওই ব্যবস্থায় ছবি দেখাতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ। স্থানীয় প্রযোজক এবং সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাংশ নর্থবেঙ্গল ফিল্ম অ্যাসোসিয়েশন গড়ে সমস্যা মেটানোর দাবি জানিয়েছেন। |