টুকরো খবর |
গুলিবিদ্ধ হয়ে জখম যুবক
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন এক যুবক। কৃষ্ণনগরের মালোপাড়ার বাসিন্দা ওই যুবকের নাম সৈকত হালদার ওরফে ডাকু। মঙ্গলবার রাত ১১টা নাগাদ শহর সংলগ্ন কৃষ্ণনগর-বগুলা রাজ্য সড়কের উপর তিন মাইল এলাকায় খুব কাছ থেকে তার পেটে ও হাতে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি ক রানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় পুলিশ দুলাল দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আইসি অলোকরঞ্জন মুন্সি বলেন, “পুরনো কোনও বিবাদের জেরে দু’দল সমাজবিরোধীদের গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে।” পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ওই যুবক একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন। সম্প্রতি ওই কারখানার এক শ্রমিককে ধৃত দুলাল ও তার লোকজন মারধর করে। এই নিয়ে সৈকত হালদারের সঙ্গে তাদের বিবাদ বাধে। এ দিন রাতে সাইকেলে করে বাড়ি ফেরার পথে সৈকতকে গুলি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কৃষ্ণনগর পুরসভার পুরপ্রধান কংগ্রেসের অসীম সাহা বলেন, “দুই সমাজবিরোধী গোষ্ঠীর গন্ডগোলের জেরে এই গুলি চালনার ঘটনা ঘটেছে। জখম ও ধৃত যুবক উভয়ের শহরের দুই তৃণমূল নেতার ঘনিষ্ট।” অভিযোগ অস্বীকার করে শহর তৃণমূলের সভাপতি শিবনাথ চৌধুরী বলেন, “ওরা সমাজবিরোধী। কিন্তু ওদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।” |
ছাত্র সংঘর্ষের জেরে সিপি-র সড়ক অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
|
কৃষ্ণনগরে প্রতিবাদ মিছিল জেলা বামফ্রন্টের। —নিজস্ব চিত্র। |
ছাত্র সংঘর্ষের জের ছড়িয়ে পড়ল কলেজ চত্বর থেকে রাজ্য সড়কেও। লালগোলার বাঁধপুল এলাকায় বহরমপুর-জঙ্গিপুর রাজ্য সড়কে বুধবার দুপুরে কলেজ যাওয়ার পথে বাঁধপুলের কাছে বাস থেকে নামিয়ে ছাত্রপরিষদের এক জনকে ভোজালি দিয়ে কোপানো হয়। মারধর করা হয়েছে আরও এক ছাত্র পরিষদ সমর্থককে। এই অভিযোগে ছাত্র পরিষদের রাজ্য সড়ক অবরোধ। প্রসঙ্গত, গত মঙ্গলবার লালগোলা কলেজে ছাত্রপরিষদের আক্রমণে এসএফআই-র ৫ সদস্য জখম হন। ওই দু’দিনের ঘটনায় দু’পক্ষের ৭ জনকে লালগোলার কৃষ্ণপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবারের ঘটনার জেরে ছাত্রপরিষদের পক্ষ থেকে কলেজের সামনে বহরমপুর-জঙ্গিপুর রাজ্য সড়ক ঘন্টা দুয়েক অবরোধও করা হয়। আগামী ১৭ জানুয়ারি ওই কলেজের ছাত্র সংসদের নির্বাচন। অধ্যক্ষ জগন্নাথ ভট্টাচার্য বলন, “ছাত্র সংসদের নির্বাচন সংক্রান্ত নিয়ম-বিধির এ বার কিছু পরিবর্তন হয়েছে। তা ছাত্র সংগঠনগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। সেখানেই দু পক্ষের বচসা শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতে গড়ায়।” এসএফআই-র লালগোলা জোনাল সম্পাদক মহম্মদ বাবলুজ্জামান বলেন, “বৈঠকে বামমোর্চার ৫ প্রতিনিধি ছিল। কিন্তু ছাত্রপরিদের প্রতিনিধি ছিল ১০ জন। আপত্তি তোলায় ছাত্রপরিদের গুণ্ডারা চেয়ার ছুঁড়ে ও লোহার রড দিয়ে বেধড় মারধর করে।” ছাত্রপরিষদের লালগোলা ব্লক সভাপতি মইনুল ইসলাম বলেন, “সামান্য হাতাহাতির ঘটনায় রঙ চড়ানো হচ্ছে।” মইনুল ইসলামের দাবি, “এ দিন বাস থেকে মারতে মারতে ছাত্র পরিষদের দু’ জন কর্মীকে নামিয়ে দেয় এসএফআই।” |
ধন্যাকুমারী সিপি-র দখলে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
এসএফআই নির্বাচন ‘বয়কট’ করায় জিয়াগঞ্জের শ্রীপৎ সিংহ কলেজের মতোই শহরে রানি ধন্যাকুমারী কলেজের ছাত্রসংসদও বিরোধী শূন্য ভাবে দখল করতে চলেছে ছাত্রপরিষদ। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, ক্রীড়া সম্পাদক এবং শ্রেণি প্রতিনিধি, সব মিলিয়ে ২৭টি আসন রয়েছে। তার নির্বাচন হওয়ার কথা আগামী ১৭ জানুয়ারি। বুধবার তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী বলেন, “কয়েকটি পদের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি আসনে একাধিক মনোনয়পত্র জমা পড়েছে। শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। ওই সময় সীমা পার হলে তখন বলা যাবে কোন আসনে কত জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে।” ছাত্রপরিষদের লালবাগ মহকুমা সভাপতি সুমন দাস বলেন, “২৭টি আসনের মধ্যে মাত্র তিনটিতে ডিএসও-র প্রার্থী রয়েছে। ফলে ২৭টির মধ্যে মাত্র ৩টি আসন ছাড়া বাকি ২৪টি আসনে আমাদেরই প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। ফলে জয় নিয়ে সংশয় নেই।” জিয়াগঞ্জ পুরসভা বামফ্রন্টের দখলে। তবুও কেন বামমোর্চা প্রতিদ্বন্দ্বিতা করল না? এস এফ আই-এর লালবাগ জোনাল সম্পাদক তন্ময় ভট্ট বলেন, “ছাত্রপরিষদ ২০১১ সাল থেকে ওই কলেজে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ফলে মনোনয়নপত্র তোলার পরও ছাত্রছাত্রীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” |
অনিয়মের নালিশ, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
একশো দিনের কাজে মজুরিতে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার এক দল শ্রমিক বৈদ্যপুর-১ পঞ্চায়েতে ভাঙচুর করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে গিয়ে রানাঘাট ২-এর বিডিও সচ্চীদানন্দ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। সচ্চীদানন্দবাবু বলেন, “কাজের পরিমান অনুযায়ী মজুরি পাওয়ার নিয়মের কথা শ্রমিকদের জানা ছিল না। এই কারণেই ভুল বুঝে তারা বিক্ষোভ দেখিয়েছে।” পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিন সপ্তাহ ধরে ওই পঞ্চায়েতের দক্ষিণপাড়ায় একটি পুকুর সংস্কারের কাজ চলছিল। অভিযোগ, শ্রমিকদের রোজ ১৩৬ টাকা করে মজুরি দেওয়ার নিয়ম থাকলেও পঞ্চায়েত তা দিচ্ছে না। এপঞ্চায়েতের প্রধান পূর্ণিমা দাস বলেন, “শ্রমিকদের মজুরির ব্যাপারে কেউ ভুল বোঝানোয় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।” |
ঠান্ডায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রঘুনাথগঞ্জের তালাই গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া মাঠের মধ্যে পড়েছিল ওই ব্যক্তির দেহ। বুধবার সকালে গ্রামবাসীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ জানিয়েছে, প্রচন্ড ঠান্ডায় মৃত্যু হয়েছে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির। |
অপহরণের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সুব্রত বিশ্বাস কৃষ্ণগঞ্জের নাগহাটার বাসিন্দা। অভিযোগ, বুধবার সন্ধ্যায় মাজদিয়া বাজার থেকে মায়ের সঙ্গে ফেরার সময় হাটখোলা মোড়ের কাছে দু-তিনটি বাইকে কয়েকজন যুবক এসে ওই তরুণীকে তুলে নিয়ে পালিয়ে যায়। রাতেই ওই যুবকের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন ওই তরুণীর পরিবারের লোক। |
কবি সম্মান
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দ্বিজেন্দ্রলাল রায় স্মারক কবি সম্মান পেলেন সঞ্জীব প্রামাণিক। এ বছর জলঙ্গী কবিতা উৎসবে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে প্রতিবছর এই সম্মান প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন উৎসব কর্তৃপক্ষ। কবি সঞ্জীব প্রামাণিকের হাতে এই সম্মান তুলে দেন বিশিষ্ট গবেষক ও সাহিত্যিক সুধীর চক্রবর্তী। উৎসবে ছিলেন কবি দেবদাস আচার্য প্রমুখ। |
ফের হুমায়ুন |
মুর্শিদাবাদের শক্তিপুর থানা উদ্বোধনের সময় জানিয়েছিলেন জেলার বিভিন্ন থানায় তাঁর নামে অভিযোগ রয়েছে। দিন পাঁচেকও কাটেনি, বুধবার সেই শক্তিপুর থানাতেই ফের কংগ্রেস কর্মীদের মারধরে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে। তিনি সদ্য কংগ্রেস-ত্যাগী, রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। এ দিন বিকেলে তাঁর বিরুদ্ধে মারধরে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করলেন বেলডাঙা-২ ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি ইন্দ্রনীল প্রামাণিক। |
সহ-উপাচার্য আটক |
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বিশ্বপতি মণ্ডলকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত তাঁর অফিসেই আটকে রাখলেন কিছু পড়ুয়া ও গবেষক। তাঁদের দাবি, গবেষকদের হাজিরা খাতা চালু করা যাবে না। |
অগ্নিদগ্ধ, মৃত্যু |
অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। নাম সাধনা দাস (২৭)। বাড়ি কান্দির রসড়ায়। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই মহিলা ও তাঁর স্বামী গায়ে আগুন লাগায়। কান্দি মহকুমা হাসপাতালে বুধবার সাধনাদেবীর মৃত্যু হয়। |
|