|
|
|
|
পূর্বে কংগ্রেসের অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গত শনিবার কংগ্রেস কর্মীদের হুমকি, মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল বলেন, “এগরায় সভায় যাওয়ার পথে পটাশপুরে দলীয় সমর্থকদের উপর আক্রমণের প্রতিবাদে ও ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতারের দাবিতে জেলা জুড়ে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়েছে। দু’ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা করা হলেও সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে এক ঘণ্টা অবরোধ করা হয়।” প্রসঙ্গত, ঘটনার দিনই সভাস্থল থেকে পথ অবরোধের ডাক দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও প্রদেশ নেতা মানস ভুঁইয়া।
এ দিন সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা সদর তমলুক শহরের মানিকতলায় হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক, নন্দকুমার হাইরোড, হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক, পাঁশকুড়ায় মেচগ্রামের কাছে মহৎপুরে ৬ নম্বর জাতীয় সড়ক, ময়নার বলাইপণ্ডায় ময়না-মেদিনীপুর রাজ্য সড়কে অবরোধ হয়। এগরা মহকুমার এগরা-সোলপাট্টা, কাঁথি-বেলদা, এগরা-বাজকুল ও এগরা-দিঘা রোডের আটটি জায়গায় পথ অবরোধ হয়। |
|
এগরা থানার সামনে কংগ্রেসের পথ অবরোধ। ছবি: কৌশিক মিশ্র। |
কাঁথি শহরের দিঘা-কলকাতা সড়কের বাইপাস অবরোধ হয়। পথসভাও হয় এখানে। সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্ষীতিন্দ্রমোহন সাহু, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা, মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র, বিশ্বনাথ তেওয়ারি, মানিক রায় ও সুচন্দন পণ্ডা প্রমুখ। প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ চলার পর কাঁথি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এ ছাড়াও দিঘা-মেচেদা সড়কের চণ্ডীপুরে ও বাজকুলে, হলদিয়ার ব্রজলালচকে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে অবরোধ হয়। বাজকুল ও কাঁথিতে পুলিশ কংগ্রেসের বেশ কয়েক জন অবরোধকারীকে আটক করলেও পরে ছেড়ে দেয়। অবরোধের জেরে ব্যস্ত ওই সড়কগুলিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী-সহ সাধারণ মানুষ। তবে অবরোধকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
তমলুক শহরে হলদিয়া-মেচেদা সড়ক অবরোধে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল, জেলা সম্পাদক মৃণাল পাল, শিবাজী গঙ্গোপাধ্যায়, সদর ব্লক সভাপতি বিকাশ প্রামাণিক প্রমুখ। নন্দকুমার হাইরোডে অবরোধে নেতৃত্ব দেন তমলুক লোকসভা যুব কংগ্রেস সভাপতি সৌমিত্র জানা, নন্দকুমার ব্লক কংগ্রেস সভাপতি মদন জানা। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি অসিত পালের অভিযোগ, “পটাশপুরের সিংদা মোড়ের কাছে গত শনিবার তৃণমূলের সশস্ত্র কর্মীরা আমাদের দলীয় সমর্থকদের গাড়ি আটকে ভাঙচুর করে ও ব্যাপক মারধর করে। এই ঘটনায় আমাদের দলের প্রায় ৪০ জন আহত হন। ৭ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় জড়িত তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।” কংগ্রেস জেলা সাধারণ সম্পাদক মানস করমহাপাত্র বলেন, “আমাদের ২৫ জন কর্মী আহত হলেও পুলিশ এখনও কাউকেই গ্রেফতার করেনি। উল্টে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।” পুলিশ সূত্রে খবর, উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা পলাতক।
মেদিনীপুর, খড়্গপুর-সহ বিভিন্ন এলাকাতেওঅবরোধ করে কংগ্রেস। যানজটে সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে জানান, আগামী দিনেও আন্দোলন চলবে।
|
|
|
|
|
|