টুকরো খবর
সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস
জেলায় সহায়ক মূল্যে ধান কেনা সে ভাবে হচ্ছেই না। ফলে অভাবি বিক্রি বাড়ছে। এই অভিযোগ তুলে বুধবার মেদিনীপুরে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। পরে জেলাশাসক এবং জেলা খাদ্য নিয়ামকের দফতরে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। নেতৃত্ব দেন দলের জেলা নেতা অনিল শিকারিয়া, প্রদেশ সামন্ত, নীলকন্ঠ আচার্য প্রমুখ। কংগ্রেসের বক্তব্য, খাতায়-কলমে জেলায় ৬৪টি ধান কল রয়েছে। তবে এর একাংশ বন্ধ। সহায়ক মূল্যে সে ভাবে ধান কেনা না হওয়ায় চাষিরা কম দামে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি একই রকম থাকলে আগামী দিনে জোরদার আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

কলেজ-বিশ্ববিদ্যালয়ে সংগঠন বৃদ্ধিতে জোর
এ বার কলেজ ও বিশ্ববিদ্যালেও সংগঠন বাড়াতে উদ্যোগী হল ওয়েস্ট বেঙ্গল কলেজ বিশ্ববিদ্যালয় প্রফেসর অ্যাসোসিয়েশন। সেই লক্ষ্যেই বুধবার মেদিনীপুরে এসেছিলেন সংগঠনের রাজ্য সভাপতি কৃষ্ণকলি বসু। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তিনি একটি বৈঠকও করেন। সেখানে বিভিন্ন কলেজ শিক্ষকেরা উপস্থিত ছিলেন। দুই মেদিনীপুরের কলেজগুলিতে সংগঠন পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে বেলদা কলেজের শিক্ষক তুহিন দাস (পশ্চিম মেদিনীপুর) ও মহিষাদল কলেজের শিক্ষক দেবরপ্রসাদ সাউকে (পূর্ব মেদিনীপুর)। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংগঠন পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রাণী দত্ত চৌধুরীকে। তিনি বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক হয়েছেন। তুহিনবাবু ও ইন্দ্রাণীদেবী বলেন, “কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ করা হবে।”

বেলদায় প্রস্তুতিসভা
আগামী ১৬ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের বেলদায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। বেলদা বাইপাসের মাঠে হবে মুখ্যমন্ত্রীর সভা। নেত্রীর সেই সভা সফল করতে তৎপর হল তৃণমূল। দলের উদ্যোগে বুধবার এক প্রস্তুতিসভা হয় বেলদায়। উপস্থিত ছিলেন বিধায়ক তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান মৃগেন মাইতি, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, দলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ প্রমুখ। ৫ জানুয়ারি মেদিনীপুরের কলেজ মাঠে সভা করেছেন মুখ্যমন্ত্রী। এই সভা থেকেই তিনি জানান, ১৬ জানুয়ারি বেলদায় আসবেন। বেলদার সরকারি অনুষ্ঠান থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস হতে পারে। মুখ্যমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের জমায়েত করতেই এই প্রস্তুতি সভা বলে দলীয় সূত্রে খবর।

বিডিও বদলির দাবি চন্দ্রকোনায়
ব্লক অফিস চত্বরের গাছের পাতা খেয়ে নাকি মৃত্যু হচ্ছে গবাদি পশুর। আর তার জন্য দায়ী নাকি খোদ বিডিও। এমনই অভিযোগ উঠেছে চন্দ্রকোনা ২ ব্লকে। ব্লক অফিস চত্বরের গাছে বিষ দেওয়ার অভিযোগ উঠেছে বিডিও সৈকত হাজরার বিরুদ্ধে। চন্দ্রকোনা শহরের গাজিপুরের বাসিন্দা অশোক দাস, নরহরিপুরের বাসিন্দা দেবাশিস মজুমদারের অভিযোগ, “ব্লক অফিসে লাগানো গাছের পাতা খেয়েই আমাদের একটি করে গরু ও ছাগল মারা গিয়েছে।” বিডিও-র শাস্তি ও বদলির দাবি তুলে ঘাটালের মহকুমাশাসক-সহ সংশ্লিষ্ট সব মহলে লিখিত চিঠি পাঠিয়েছেন এলাকাবাসীর একাংশ। এমনকী বুধবার বিডিও অফিসে এই নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকেরা। বিডিও সৈকত হাজরার অবশ্য দাবি, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সরকারি টাকায় লাগানো গাছ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। সম্প্রতি কয়েক লক্ষ টাকা খরচ করে অফিস চত্বর ও সংলগ্ন এলাকায় মূল্যবান বহু গাছ লাগানো হয়েছিল। যাতে গাছগুলি ঠিকঠাক বাড়ে এবং বড় হয় তার জন্য সার প্রয়োগ করা হয়েছিল। কোনও রকম বিষ প্রয়োগ করা হয়নি।”

প্রতিবাদে পথে
ভাঙড়ের ঘটনার প্রতিবাদে এবং বেশ কিছু দাবিতে বুধবার বিকেলে মেদিনীপুর শহরে মিছিল করে বামফ্রন্ট। শহরের কলেজ মোড় থেকে মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা প্রমুখ। ভাঙড়ে সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লাকে মারধর এবং পরে দলীয় কর্মীদের উপর হামলা-গুলি চালনার প্রতিবাদ জানানো হয় এ দিনের মিছিল থেকে। বাম নেতৃত্বের অভিযোগ, রাজ্যের নতুন শাসকদল গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে। দলীয় কর্মী- সমর্থকদের মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে। জনস্বার্থ বিরোধী কাজ চলছে। একমাত্র মানুষের প্রতিবাদই পারে এ সব প্রতিহত করতে। মেদিনীপুরের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় এদিন প্রতিবাদ মিছিল বেরোয়।

বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল। মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন হয় বুধবার। এই উপলক্ষে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী, বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। ২৯টি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সবমিলিয়ে ৪৬৫ জন ছাত্রছাত্রী ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। এদিনই দৌড়, জাম্প, থ্রো সহ বিভিন্ন ইভেন্ট হয়েছে। আজ, বৃহস্পতিবার প্রতিযোগিতা শেষ হবে।

অপমৃত্যু
রহস্যজনক ভাবে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে মৃতের নাম কার্তিক দাস (৪৫), বাড়ি চন্দ্রকোনা শহরের নতুনহাটে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে এলাকার একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন এলাকার মানুষ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.