টুকরো খবর |
স্বামীজির বাড়ি সংলগ্ন জমি নিজস্ব সংবাদদাতা |
সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটে নতুন ভাবে গড়ে তোলার পরে লাগোয়া ১০৫ নম্বর বাড়ির জমিটিও চেয়েছিলেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এ বার সেই আর্জি পূরণ হতে চলেছে। ১২ জানুয়ারি বিবেকানন্দের সার্ধশত জন্মবার্ষিকীর আগের দিন ১১ জানুয়ারি, ওই জমির স্বত্ব মিশনের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী নিজেই ওই জমির অধিগ্রহণের ব্যাপারে উদ্যোগী হন। তাঁর পরামর্শে সেটি কেনার ব্যাপারে বাড়ির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ২ কোটিরও বেশি দামে ৫ কাঠার ওই জমিটি কেনা হয়।” |
প্রতিশ্রুতি পূরণ: স্বামীজির ভিটে সংলগ্ন জমি হাতে পাচ্ছে রামকৃষ্ণ মিশন। |
মেয়র জানান, ১১ জানুয়ারি সন্ধ্যায় জমি প্রদান অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী। জমির স্বত্ব তিনি তুলে দেবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দের হাতে। রামকৃষ্ণ মিশনের তরফে স্বামী শুভকরানন্দ বলেন, “জমিটি নেওয়ার আর্থিক ক্ষমতা আমাদের ছিল না। এটা সম্ভব হয়েছে রাজ্য সরকার ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে।” বিবেকানন্দের জন্মভিটের মূল প্রবেশদ্বার এখন বিধান সরণির উপরে। মেয়র জানান, নতুন জমিটি হাতে পেলে মিশন কর্তৃপক্ষ বিবেকানন্দ রোডের দিকে আরও একটি প্রবেশ পথ বানাবেন। |
বিবেকানন্দের জন্মভিটের অনুষ্ঠানে আসছেন প্রণব |
স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সূচনা করতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ১৮ জানুয়ারি কলকাতায় আসছেন। ২০ জানুয়ারি বেলুড় মঠে আয়োজিত মূল অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী অমিত মিত্র। ওই দিন সকাল সাড়ে ৬টা থেকে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক স্বামী সুবীরানন্দ বুধবার বেলুড় মঠে এক সাংবাদিক বৈঠকে জানান, মিশন আয়োজিত ১৮ জানুয়ারির অনুষ্ঠানটি হবে সিমলা পাড়ায় স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে। সে-দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানস্থলে পৌঁছবেন প্রণববাবু। বেলা ১২টা পর্যন্ত তিনি সেখানে থাকবেন। প্রকাশ করবেন দু’টি স্মারক গ্রন্থও। ২০ জানুয়ারির অনুষ্ঠান প্রথমে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে সেটি সেখানে হচ্ছে না। ওই অনুষ্ঠান বেলুড় মঠে হবে বলে জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুহিতানন্দ। মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সঙ্গে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ এবং অন্য সন্ন্যাসীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তিন ভাগে অনুষ্ঠান হবে বেলুড় মঠের মূল মন্দিরের পাশের মাঠে। আমন্ত্রিতদের জন্য বিশেষ লঞ্চ এবং ট্রেনের ব্যবস্থা করার ব্যাপারে যথাক্রমে ভূতল পরিবহণ দফতর এবং রেল-কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ। তার আগেই, ১২ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে ভারত সরকারের তরফে একটি অনুষ্ঠানের সূচনা করবেন প্রণবাবু। উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে ওই অনুষ্ঠানে থাকবেন স্বামী সুহিতানন্দ। ২০১৪ সালে সেই অনুষ্ঠানের সমাপ্তি। |
উড়ে এল লোহার ঢাকনা, আতঙ্ক অফিসে |
|
পড়ে আছে ঢাকনাটি। পার্কিং প্লেসে আতঙ্কিত কর্মীরা। —নিজস্ব চিত্র |
বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল সেক্টর ফাইভের এক তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস। পুলিশ জানায়, বুধবার দুপুরে ‘বিস্ফোরণে’র মতো শব্দ হয়। তার পরেই বিশাল এক লোহার ঢাকনা উড়ে এসে পড়ে অফিসের নীচের পার্কিং প্লেসে। সেখানে বহু কর্মীই ছিলেন। শব্দে অফিস থেকে নেমে আসেন কর্মীরা। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার কাছে ওই সংস্থার পাশেই বৈদ্যুতিন যন্ত্রপাতির পরীক্ষা কেন্দ্র। পুলিশ জানায়, সেখানেই পরীক্ষা চলাকালীন বিস্ফোরণ হয়ে একটি যন্ত্রের ঢাকনা উড়ে আসে। আইটিকর্মীদের অভিযোগ, জনবহুল শিল্পতালুকে পরীক্ষা কেন্দ্রটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। নবদিগন্ত কর্তৃপক্ষের এগজিকিউটিভ অফিসার বদ্রীনারায়ণ কর বলেন, “পুলিশ দেখছে। ওই সরকারি পরীক্ষা কেন্দ্রে কী ভাবে এমন ঘটল দেখছি।” |
উপাচার্য ঘেরাও যাদবপুরে |
‘কমন এন্ট্রান্স টেস্ট’ (সেট) বা অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির ব্যবস্থা হচ্ছে। এই পদ্ধতির বিরোধিতা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বুধবার বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘেরাও করে রাখা হয়। বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দেওয়ায় ঘেরাও ওঠে। পড়ুয়াদের বক্তব্য, এ ভাবে ভর্তি নিলে শিক্ষা-মানের সঙ্গে আপস করতে হতে পারে। পড়ুয়াদের কথায়, “এই পদ্ধতিতে ভর্তি নিয়ে বিভ্রান্তি রয়েছে।” সেই জন্যই বিশ্ববিদ্যালয়ের কলা শাখার ছাত্র সংসদ আন্দোলনে নামে। উপাচার্য শৌভিক ভট্টাচার্য বলেন, “আগামী সপ্তাহে এ বিষয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা হবে।” |
সন্ধ্যার যানজটে ভোগান্তি শহরে |
|
দুর্ভোগ: পথে মিছিল। নাজেহাল অফিসফেরত শহর। |
ভর সন্ধ্যায় বামফ্রন্টের মিছিলে জেরবার হলেন নিত্যযাত্রীরা। ধর্মতলা থেকে শিয়ালদহমুখী ওই মিছিলের জেরে আড়াই ঘণ্টা যানজট হয় মধ্য কলকাতায়। বেশি দুর্ভোগে পড়েন শিয়ালদহ স্টেশনমুখী যাত্রীরা। অনেকেরই অভিযোগ, সময়ে তাঁরা ট্রেন ধরতে পারেননি। আজ, বৃহস্পতিবারও, দুপুরে কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযান। তাতেও অফিসপাড়ায় যান চলাচল বিঘ্নিত হতে পারে। |
দুই ব্যক্তি ধৃত |
লুকিয়ে টাকা আনার অভিযোগ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতর। মঙ্গলবার তিনি দুবাই থেকে এসে সটান বেরিয়ে যাচ্ছিলেন। তাঁর জিন্সের পকেট অস্বাভাবিক ফোলা দেখে তল্লাশি চালিয়ে ৫ লক্ষ টাকা, ৫০০০ মার্কিন ডলার ও ৯০ হাজার দিরহাম মেলে। এ বিষয়ে সদুত্তর দিতে না পারলে সাগর সরকার নামে এই যুবককে গ্রেফতার করা হয়। এ দিনই লুকিয়ে ১২ হাজার মার্কিন ডলার নিয়ে ব্যাঙ্কক যাওয়ার পথে গ্রেফতার হয়েছেন তিয়াসুভি শুকুল নামে এক ব্যক্তি। |
|