সুপারকে গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
চাকদহের স্টেট জেনারেল হাসপাতালের এক চিকিৎসককে অনুপস্থিত দেখানো ও মারধরের অভিযোগ তুলে সুপারকে গ্রেফতারের দাবিতে সোমবার থানার সামনে বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের একাংশ। এলাকার তৃণমূল কর্মীরাও এই বিক্ষোভে সামিল হন। অন্য দিকে সুপারও ওই চিকিৎসকের বিরুদ্ধে তাঁকে মারধরের নালিশ জানিয়েছেন থানায়। পুলিশ ওই হাসপাতালের সুপার মলয়রাজ চন্দ্রকে জিজ্ঞাসাবাদের জন্য ওই চাকদহ থানায় ডেকে পাঠিয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বহিঃবিভাগে রোগী দেখার কথা ছিল চিকিৎসক বিশ্বজিতের সেনের। কিন্তু তিনি আসেননি। সুপার মলয়বাবু বলেন, ‘‘ওই চিকিৎসক না আসায় দূরদূরান্ত থেকে আসা রোগীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। অনেক কষ্টে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তারপর ওই চিকিৎসককে অনুপস্থিত দেখানো হয়। এটাই আমার অপরাধ।” তিনি জানান, এ দিন সকালে ওই চিকিৎসক সদলবলে আমার উপর চড়াও হন। কোনওরকমে তাঁদের হাত থেকে রক্ষা পায়। পুলিশ তা জানিয়েছি। অভিযোগ অস্বীকার করে বিশ্বজিতবাবু বলেন, “ওই দিন ডিউটি না থাকা সত্ত্বেও আমাকে অনুপস্থিত দেখানো হয়েছে। বিষয়টি জানাতে গেলে সুপার আমাকে মারধর করে।” হাসপাতালে অভ্যন্তরীন ব্যাপারে শাসক দলের নাক গলানো কেন? স্থানীয় বিধায়ক তৃণমূলের নরেশচন্দ্র চাকী বলেন, “বিশ্বজিৎ সেন আমাদের চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁকে অন্যায়ভাবে মারধরের প্রতিবাদ জানাতে আমরা ওই সুপারের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখিয়েছি।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিত কুমার হালদার বলেন, “ঘটনাটি জানার পর ওই হাসপাতালে তদন্তের জন্য এক প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি পরিস্কার হবে।” কল্যাণীর মহকুমা শাসক শৈবাল চক্রবর্তী বলেন, “হাসপাতালের সুপার ও এক চিকিৎসকের মধ্যে মারামারি হয়েছে। একে অপরের প্রতি অভিযোগ করেছেন। এর বেশি কিছু বলতে পারব না।” কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলছে।”
|
সাড়া পুলিশি স্বাস্থ্যশিবিরে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি ট্রাফিক পুলিশের স্বাস্থ্য শিবির। ছবি: বিশ্বরূপ বসাক। |
কেউ চোখের সমস্যা নিয়েই গাড়ি চালাচ্ছেন। কেউ আবার পেটের নানা রোগে ভুগছেন। কোনও চালকের স্ত্রী ভুগছেন। এ দিন অবশেষে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের উদ্যোগে গাড়ির চালকদের মধ্যে অনেকের সমস্যার সমাধান হল। সোমবার ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফে এয়ারভিউ মোড়ে আয়োজন হয়েছিল স্বাস্থ্য শিবিরের। শিলিগুড়ির প্রথম সারির চিকিৎসকদের অনেকেই ওই শিবিরে উপস্থিত হয়েছিলেন। প্রবীণ শল্য চিকিৎসক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়-এর তদারকিতে সকাল থেকে বেলা ২টো পর্যন্ত স্বাস্থ্য শিবিরে ৩০০ জনের চিকিৎসা হয়। বেশ কয়েকটি ক্ষেত্রে ওষুধও দেওয়া হয়। রক্ত পরীক্ষা, ব্লাড সুগার সহ নানা পরীক্ষা বিনামূল্যে করানোর ব্যবস্থা হয়। চোখের সমস্যার ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই চশমা বিলির ব্যবস্থা করতে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সামিল করে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি কমিশনার আভারু রবীন্দ্রনাথ, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) পিনাকী মজুমদার চালকদের নানা সমস্যার সমাধানে আগামী দিনেও স্বাস্থ্যশিবির করার আশ্বাস দেন। এ দিন শিবিরে ছিলেন শল্য চিকিৎসক শৈলজাপ্রসাদ গুপ্ত, বিশেষজ্ঞ শেখর চক্রবর্তী, কল্লোল দাশগুপ্ত, পি কে ঘোষ, জি বি দাস, মানস দাস, এন মল্লিক, এনআর হালদার প্রমুখ। সিটি অটো চালক সংগঠনের পক্ষ থেকে পুলিশের উদ্যোগের প্রশংসা করা হয়েছে। সংগঠনের এক কর্তা জানান, জরিমানার পাশাপাশি ট্রাফিক পুলিশ চালকদের কাছে টানার যে কর্মসূচি নিয়েছে তা প্রশংসনীয়। বিশেষত, ট্রাফিক পুলিশের অফিসার এম কে দাস, বিপুল সিংহ, নব্যেন্দু সরকার, চৈতন্য মণ্ডল, সি এন শেরপা, যে ভাবে জনে জনে ফোন করে স্বাস্থ্য শিবিরে তাঁদের সামিল করেন তাতে চালকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
|
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মেদিনীপুর পুরসভার ৪ নম্বর ওয়াডের্ চিকিৎসা শিবিরের আয়োজন করা হল রবিবার। এ দিন মিশন বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত শিবিরে ৭৮০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারই সঙ্গে ব্লাড সুগার ও ইসিজিও করা হয় নিখরচাতেই। শহরের বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিবিরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন। ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অশোক রুদ্র জানান, স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতেই এই চিকিৎসা শিবিরের আয়োজন। |