নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বারবার আশ্বাস দেওয়া হলেও মিড ডে মিল চালু হয়নি। স্কুলের উন্নয়ন খাতে বর্ধিত হারে ফি আদায় হচ্ছে। এ বছর তা এক বারে ৩০০ টাকা বাড়ানো হয়েছে। অথচ ক্লাসের ছাদ চুঁয়ে জল পড়ে। স্কুলে বসার জায়গা পর্যাপ্ত নয়। এমন এক গুচ্ছ সমস্যা সমাধানের দাবিতে সোমবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে গিয়ে ক্লাস বন্ধ করে দেয় ছাত্র পরিষদ। বর্ধিত হারে ফি নেওয়ার প্রশ্নে শনিবার ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন বলে ছাত্র পরিষদের দাবি। তার পরেও এ দিন ফি সংগ্রহ করা হচ্ছে, খবর পেয়ে ক্ষুব্ধ ছাত্র পরিষদের নেতৃত্ব স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দফতর ঘেরাও করেন। ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুল বন্ধ করে দেন। সমস্যা না-মেটানো পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধ রাখা হবে বলে ছাত্র পরিষদের তরফে জানানো হয়। পরে ঠিক হয় সমস্যা মেটাতে ১১ জানুয়ারি পরিচালন সমিতি বৈঠক করবে। মঙ্গলবার মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দেবে ছাত্র পরিষদ।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বছরের পর বছর ধরে নিকাশি সাফ হয় না। ফলে পরিবেশ দুর্বিষহ হয়ে উঠেছে। শিলিগুড়ির ডিআই ফান্ড বাজারের হাল দেখে সমস্যা মেটাতে ব্যবস্থার আশ্বাস দিলেন এসজেডিএ চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। সোমবার তিনি ওই বাজারে যান। তিনি জানান, শিলিগুড়ি শহরের ‘স্যানিটেশন প্ল্যান’ হচ্ছে। গঙ্গা অ্যাকশন প্ল্যানের অধীনেই প্রকল্পের কাজ হবে। কেন্দ্রের আর্থিক সহায়তায় ওই প্রকল্পে ১ হাজার কোটি টাকা খরচ করা হবে। তাতে শহরের নিকাশি ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। ডিআই ফান্ড বাজারের নিকাশি সমস্যা স্থায়ী সমাধান ওই পরিকল্পনার মধ্যে থাকবে। পরে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, মালবাজারের মতো কিছু শহরেও ওই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে। তবে ডিআই ফান্ড বাজারের যা পরিস্থিতি তাতে আপাতত এই সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়া জরুরি। এই দিন পুরসভার সাফাই বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত, ৪ নম্বর বরো কমিটির চেয়ারম্যান সমীরণ সূত্রধর, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বাজারে ঘোরেন রুদ্রবাবু।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অপহৃত দশম শ্রেণির ছাত্রের ছবি প্রত্যেক থানায় পাঠিয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। সোমবার শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ সুপার এ রবীন্দ্রনাথ বলেন, “ওই ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। প্রত্যেকটি পুলিশ স্টেশনে ছবি পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত তাঁর খোঁজ পাওয়া যাবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ মাটিগাড়ার পতিরামজোতের বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে দশম শ্রেণির ছাত্র দীপঙ্কর সরকার অপহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রতিদ্বন্দ্বী দলগুলিকে হেলায় হারিয়ে গ্রুপের দলগত বিভাগে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠল উত্তরবঙ্গ টেবল টেনিসের দল। সোমবার ছত্তিশগড়ে উত্তরবঙ্গের পুরুষ দল উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, গোয়ার দলকে হারিয়ে দিয়েছে। মহিলারা ঝাড়খণ্ড, হরিয়ানাকে হারিয়ে দিয়েছে। প্রতিটি প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে ৫ টি করে ম্যাচ খেলার কথা। ৩টি ম্যাচ জিতলে ওই দল জয়ী হবে। উত্তরবঙ্গের পুরুষ এবং মহিলা উভয় দলই প্রতি ক্ষেত্রে প্রথম ৩টি ম্যাচেই জিতে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
আলিপুরদুয়ারের অত্যাচারিতা মূক ও বধির নাবালিকা মায়ের পাশে দাঁড়াল প্রশাসন। সোমবার আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় তাকে শীতবস্ত্র ও দু’হাজার টাকা দেন। তৃণমূল নেতা নিখিল পোদ্দার নাবালিকাকে নিয়ে যান তাঁর দফতরে। মহকুমাশাসক বলেন, “ওই নাবালিকার দাদুর মৃত্যু হয়েছে। শ্রাদ্ধপর্ব মিটলে মা ও শিশুকে সরকারি হোমে পাঠানো হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পিকনিক থেকে ফিরছিলেন। পথে ট্রাকের সঙ্গে অটোর ধাক্কায় মৃত্যু হল এক অটোযাত্রীর। সোমবার কালচিনির পোরো বস্তিতে জাতীয় সড়কে। মৃতের নাম রবিন মণ্ডল(২১)।
|
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
হাতল ধরে ঝুলতে গিয়ে হাত ফসকে রাস্তায় পড়ে গিয়েছিলেন বাসের খালাসি। ওই বাসেরই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তাঁর। সোমবার ধূপগুড়িতে এই ঘটনা ঘটে। মৃত খালাসির নাম শ্যামল সিংহ (৪২)। |