মার-পাল্টা মার, থানায় সিপিএম আর তৃণমূল |
সিপিএম-তৃণমূল মারধর আর থামছেই না নিউ ব্যারাকপুরে। শুক্রবারের পরে সোমবারেও এক সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠেছে সেখানকার তৃণমূল-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, এ দিন উপানন্দ মণ্ডল নামে নিউ ব্যারাকপুরে সিপিএমের লোকাল কমিটির ওই সদস্যকে মারধর করা হয়। তার পরে নিউ ব্যারাকপুর এলাকায় মিছিল করে পরে ঘোলা থানায় বিক্ষোভ দেখায় সিপিএম। তাদের এক সমর্থককে মারধর করা হয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। সোমনাথ দাস নামে তৃণমূল ছাত্র পরিষদের ওই সদস্য এবং উপানন্দবাবু দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশি সূত্রের খবর, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের অশিক্ষক কর্মী উপানন্দবাবু সোমবার সকালে কলেজে যাচ্ছিলেন। সিপিএমের অভিযোগ, কলেজে ঢোকার সময় মোটরবাইকে কয়েক জন যুবক তাঁর উপরে হামলা চালায়। তাঁকে মাটিতে ফেলে মারধর করে। আহত উপানন্দবাবুকে নিয়ে যাওয়া হয় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে। মারধরের প্রতিবাদে নিউ ব্যারাকপুর এলাকায় মিছিল করে ফাঁড়িতে বিক্ষোভ দেখায় সিপিএম। ঘটনাস্থলে যান জেলা সিপিএম নেতা অমিতাভ নন্দী। তিনি বলেন, “জেলায় বিভিন্ন এলাকায় নেতা, কর্মীদের উপরে আক্রমণ চলছে। পুলিশকে জানিয়েও সুরাহা মিলছে না।” তৃণমূলের পাল্টা অভিযোগ, ওই কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র সোমনাথ দাসের উপরে বাম সমর্থিত কিছু ছেলে হামলা চালায়। তাঁকে মারধর করা হয়। সোমনাথকেও ভর্তি করানো হয় একই হাসপাতালে। তৃণমূলের জেলা সভাপতি নির্মল ঘোষ বলেন, “সোমনাথকে সিপিএমের কিছু ছেলে মারধর করার পরে কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবাদ করেন।” দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। তবে কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
|
ভোটার দিবস উপলক্ষে প্রতিযোগিতা |
জাতীয় ভোটার দিবস উপলক্ষে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রশ্নোত্তর এবং স্লোগান প্রতিযোগিতার আয়োজন হল বসিরহাট মহকুমা শাসকের দফতরে। উপস্থিত ছিলেন মহকুমা শাসক শ্যামল মণ্ডল। তিনি বলেন, “জেলা জুড়েই এই প্রতিযোগিতা চলছে। এটা তারই অঙ্গ। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্র ছাত্রীরা তাঁদের স্লোগানের প্লাকার্ড নিয়ে ২৫ জানুয়ারী ভোটার দিবসের দিন শোভাযাত্রায় হাঁটবেন।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হাড়োয়া থানার ঘোষপুর মোড়ের কাছে বাসন্তী রোডে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রবীন বাছাড় (২৭)। তাঁর বাড়ি মিনাখাঁর মালঞ্চে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি যখন সাইকেলে করে ফিরছিলেন তখন একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরি ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
একটি সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাবরা থানার কাছে যশোহর রোডে। পুলিশ জানায়, মৃতের নাম প্রদীপ সার্বভৌম (৪০)। বাড়ি স্থানীয় কামারথুবা এলাকায়। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।
|
এক মহিলাকে মারধরের অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করল। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের বাহাদুরপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাবাই মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন থেকে চার জন দুষ্কৃতী ওই মহিলার বাড়ি যায় এবং তাঁকে মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। |