রাইপুর ব্লক অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি জলাভূমি ভরাট করে তার মাঝখানে পাঁচিল দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি রাইপুর পূর্বপাড়ার বাসিন্দাদের একাংশ ওই ‘ডোবা’ ভরাটের বিরুদ্ধে বিডিও-র কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। রাইপুর ব্লক অফিসের অদূরে, স্থানীয় প্রীতিলতা গার্লস হস্টেলের পাশে ওই জলাভূমি রয়েছে। স্থানীয় বাসিন্দা পুজন রজক, দিলীপ সিংহ, ঝন্টু লাহা, প্রহ্লাদ রজকদের দাবি, “ওই ডোবাটি প্রায় ৫০ বছরের পুরনো। এলাকার মানুষ তাঁদের দৈনন্দিন কাজে ডোবার জল ব্যবহার করেন।” তাঁদের অভিযোগ, “সম্প্রতি ওই ডোবার এক পাড়ে মাটি ফেলে বেআইনিভাবে ভরাট করা হচ্ছে। ডোবার মাঝখানে পাঁচিল দিয়ে ঘেরার কাজ চলছে।” |
এই জলাভূমিকে ঘিরে বিতর্ক। —নিজস্ব চিত্র। |
বিডিও কিংশুক মাইতি অবশ্য দাবি করেন, “রাইপুর প্রীতিলতা গার্লস হস্টেলের পাশে ওটি আসলে ডোবা নয় জলাজমি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঠিক নয়।” তিনি বলেন, “সম্প্রতি অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে ওই গার্লস হস্টেলের উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় ওই গার্লস হস্টেলের সীমানা প্রাচীর দেওয়া হচ্ছে। ছাত্রীদের নিরাপত্তার জন্যই এটা করা হচ্ছে।” ওই হস্টেলটি অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের অধীন। ওই দফতরের বাঁকুড়া জেলা প্রকল্প আধিকারিক উত্তম অধিকারী বলেন, “ওখানে কোনও ডোবা বা পুকুর ভটার করা হচ্ছে না। আবাসের নির্দিষ্ট জায়গার মধ্যে পাঁচিল করা হচ্ছে।”
|
বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে ঘুরে ময়ূরঝর্নার ২৫টি হাতির পাল গত কয়েক দিন হল ঢুকে পড়েছে বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের জঙ্গলে। ওই জঙ্গল লাগোয়া রাজপুর, পিয়ারডোবা, নাচনা, শালদহ, গোলকপুর প্রভৃতি গ্রামে রোজই হামলা চালাচ্ছে তারা। আলু, কুমড়ো ও সব্জি ক্ষতি তো করছে, রবিবার রাতে নাচনা গ্রামের আদিবাসী পাড়ায় একটি ঘরও ভেঙে ফেলেছে হাতির পাল। সোমবার সকালে ক্ষতিপূরণের দাবিতে বন দফতরের বাঁকাদহ রেঞ্জ অফিসে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। ওই রেঞ্জের আধিকারিক বিজয় চক্রবর্তী বলেন, “১ জানুয়ারি থেকে ঢুকেছে এই দলটি। দলটির দিকে বন কর্মীদের নজরদারি বাড়াতে বলেছি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।” তিনি জানান, মেদিনীপুর থেকে দলমার ১০০ হাতির একটি পাল বাঁকাদহের দিকে এগিয়ে আসছে। এলাকার বাসিন্দা ও চাষিদের সতর্ক করা হয়েছে।
|
ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তিত ব্রিটেনের যুবরাজ চার্লস। সোমবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, উইলিয়াম ও ক্যাথরিনের হবু সন্তানের দাদু হিসেবে তিনি বিশ্ব উষ্ণায়নের জন্য বেশ চিন্তিত। তিনি চান না, তাঁর নাতি বা নাতনি তাঁকে প্রশ্ন করুক যে তিনি কেন কিছুই করেননি এই সমস্যা সমাধানের জন্য। তিনি মনে করেন যে তাঁর উত্তরসূরির জন্য কিছু করে যাওয়া উচিত, যাতে তারা কিছুটা হলেও সুস্থ ও সুন্দর পরিবেশ পায়। তিনি তাঁর ছোট ছেলে হ্যারির জন্যও দুশ্চিন্তা প্রকাশ করেছেন। ব্রিটিশ সেনা হ্যারি আফগানিস্তানে কর্মরত। |
দলছুট এক ‘রেসিডেন্ট’ দাঁতাল সোমবার সকালে দাপিয়ে বেড়াল পশ্চিম মেদিনীপুর ও হুগলির সীমানা এলাকায়। গ্রামবাসীর তাড়া খেয়ে পালানোর সময় আরামবাগের ডহরকুণ্ড গ্রামের এক বৃদ্ধাকে আছড়ে মেরে ফেলে সে। এরপর পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা হয়ে চন্দ্রকোনার আগড়, পুরশুড়ি ধরে আধকাটায় চলে যায়। আধকাটা সংলগ্ন নীলগঞ্জ জঙ্গলে আচমকাই তেড়ে এসে ঘাটালের বিট অফিসার নয়ন দত্তকে তুলে আছড়ে ফেলে হাতিটি। তিনি হাসপাতালে ভর্তি। খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ জানান, গড়বেতার রসকুণ্ডু জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে হাতিটিকে। |