|
|
|
|
ফের তালা ঝুলল গোঘাট হাইস্কুলে |
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
পরিচালন কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সোমবার ফের স্কুল-গেটে তালা ঝোলাল গোঘাট হাইস্কুলের পড়ুয়াদের একাংশ। বেলা ১১টা নাগাদ তালা লাগানো হলেও তত ক্ষণে বেশির ভাগ পড়ুয়া এবং শিক্ষকই চলে এসেছিলেন।
ফলে ভিতরে ক্লাস হয়েছে। তবে বেলা পর্যন্ত অন্য কেউ ভিতরে ঢুকতে-বেরোতে পারেনি। পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভঙ্কর সরকার, গোঘাট ১ বিডিও দেবেন্দ্রনাথ বিশ্বাস গিয়ে ছাত্রদের অভিযোগ খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষেোভকারী ছাত্রদের অভিযোগ, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ফর্ম ফিল-আপের জন্য ৪১০ টাকা করে নেওয়ার কথা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ জন্য নিচ্ছেন ৫৮০ টাকা করে। বাকি ১৭০ টাকা রসিদে উল্লেখও করা হচ্ছে না। গত শনিবার রাতারাতি কেন টিচার ইনচার্জকে বদল করা হল, তা-ও জানানো হয়নি। গত ১৮ ডিসেম্বর পরিচালন কমিটির সভাপতি ও সম্পাদক ছাত্রদের উপরে হামলা চালিয়ে উল্টে থানায় গিয়ে ছাত্রদের নামেই অভিযোগ দায়ের করেছিলেন বলে নালিশ জানিয়েছে বিক্ষোভকারীরা। এ সবেরও বিহিত চায় তারা।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর স্কুলে অশান্তির জেরে তালা ঝুলিয়েছিল পড়ুয়াদের একাংশ। ২১ ও ২৩ ডিসেম্বরও একই ঘটনা ঘটে। স্কুল পরিচালন কমিটির সম্পাদক অরুণ ঘোষ জানান, ফর্ম ফিল আপ নিয়ে কোনও অনিয়ম হয়নি।
স্কুলের উন্নয়ন খাতে ১৭০ টাকা করে নেওয়া হচ্ছে। সেটা অভিভাবকদের সঙ্গে বৈঠকে বলাও হয়েছিল।” পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুসারেই টিচার ইনচার্জ বদল করা হয়েছে বলেও তাঁর দাবি।
সমস্ত অভিযোগ লিখিত ভাবে ছাত্রদের জানাতে বলেছেন শুভঙ্করবাবু। তার পরে পরিস্থিতি খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। অভিযোগ যা-ই থাকুক, স্কুলে তালা মারার ঘটনার সমালোচনা করেছেন প্রশাসনিক আধিকারিকেরা। |
|
|
|
|
|