মহাকাশ গবেষণায় নতুন পথের দাবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামী দিনে মহাকাশ গবেষণার অন্যতম হাতিয়ার হতে চলেছে ‘রেডিও অ্যাস্ট্রোনমি’। সোমবার ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের শেষ দিনে মহাকাশ গবেষণা নিয়ে একটি আলোচনাচক্রে এমনটাই দাবি করলেন জার্মানির ম্যাক্স-প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী রিচার্ড উইলিবিনস্কি। কলকাতার সত্যেন্দ্রনাথ বসু ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এর অধ্যাপক সন্দীপ চক্রবর্তী বললেন, ‘ব্ল্যাক হোল’ সংক্রান্ত গবেষণার কথা। কী এই ‘রেডিও অ্যাস্ট্রোনমি’ বা ‘রেডিও জ্যোতির্বিদ্যা’? বিজ্ঞানীরা জানান, বিভিন্ন মহাজাগতিক বস্তু (গ্রহ, উপগ্রহ, তারা প্রভৃতি) থেকে যে রেডিও তরঙ্গ বেরোয়, তা বিশ্লেষণ করে মহাকাশ গবেষণার যে শাখা গড়ে উঠেছে, তাকেই ‘রেডিও অ্যাস্ট্রোনমি’ বলা হয়। রিচার্ড দীর্ঘ দিন ধরেই বিজ্ঞানের এই শাখায় গবেষণা করছেন। তাঁর দাবি, ‘ব্ল্যাক হোল’ সংক্রান্ত গবেষণায় এই ধরনের কাজ অনেক বেশি ফলদায়ক। নক্ষত্র নিয়ে যে গবেষণা চলছে, তাতেও এই শাখার গবেষকরা নিজেদের অবদান রাখছেন। বক্তৃতায় ১৯৩০ সাল থেকে এই শাখা যে ভাবে গড়ে উঠেছে, তা নিয়েও আলোচনা করেন তিনি। সন্দীপবাবু জানান, ‘ব্ল্যাক হোল’ সংক্রান্ত গবেষণায় মহাবিশ্বে ঘটে চলা শক্তি ও পদার্থের রূপ বদল ব্যাখ্যা করাসম্ভব। তিনি দেখিয়েছেন, ‘ব্ল্যাক হোলের’ কাছে কোনও পদার্থ গেলেই তা থেকে তেজস্ক্রিয়তা ছড়ায়। কমে যায় ওই পদার্থের গতিও।
|
শতবার্ষিকী ভবন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শতবর্ষে নতুন ভবন পেতে পারে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস। সোমবার বিজ্ঞান কংগ্রেসে কেন্দ্রীয় মন্ত্রকের সচিব টি রামস্বামী জানান, কলকাতায় বিজ্ঞান কংগ্রেসের অফিসটিকেই শতবার্ষিকী ভবন হিসেবে গড়ে তোলা হবে। খরচ দেবে কেন্দ্রই। |