সদর শহর সিউড়িতে পুরসভার গড়ে দেওয়া শৌচাগার রয়েছে মাত্র ৩টি। এই তিনটি সুলভ শৌচাগার রয়েছে বাসস্ট্যান্ড, আদালত চত্বর ও পুরসভার অফিসের ভিতরে। তাও জলের অভাবে পুরসভার অফিসের ভিতরের শৌচাগারটি গত এক বছর ধরে বন্ধ। যদিও শীঘ্রই সেটি চালু করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়। সিউড়িতে রয়েছে জেলা প্রশাসনিক ভবন, জেলা পরিষদ অফিস এবং অন্যান্য দফতরের জেলা অফিস। ফলে সমগ্র জেলার মানুষকে আসতে হয় সিউড়িতে। এ ছাড়াও রয়েছে অস্থায়ী বাজার, নিত্য সব্জি ও মাছ বাজার করতে প্রতিদিন আসেন প্রায় শতাধিক মানুষ। এ সমস্ত জায়গায় নেই কোনও শৌচাগার। ফলে নিত্য অসুবিধা ভোগ করছেন সাধারণ মানুষ। শৌচাগারের প্রয়োজন জনবহুল এলাকা যেমন মসজিদ মোড়, বেণীমাধব মোড়, এসপি মোড়— এ সমস্ত এলাকাতেও। এ ব্যাপারে পুরপ্রধান বলেন, “স্বদেশি বাজারে খুব শীঘ্রই সুলভ শৌচাগার করা হবে। আর মসজিদ মোড়ে জায়গা খোঁজা হচ্ছে।”
|
পাঁচ দিন নিখোঁজ থাকার পর স্থানীয় একটি পুকুরে মিলল এক মধ্যবয়স্ক ব্যক্তির মৃতদেহ। সোমবার সকালে তারাপীঠের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ভৈরব লেট (৪৫)। তাঁর বাড়ি স্থানীয় লেট পাড়ায়। এ দিন সকালে স্থানীয় বাসিন্দাদের একাংশ স্থানীয় হিমঘড়া পুকুরে দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। মৃতের ভাগ্নে সন্তোষ লেটের দাবি, মামা বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে আগেও বেশ কয়েক বার ভৈরববাবু বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলেও তিনি জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর গভীর রাতে ভৈরববাবু বাড়ি থেকে বেরিয়ে যান। বহু খোঁজাখুঁজি করেও না মেলায় গত ৩ জানুয়ারি মাড়গ্রাম থানায় তাঁরা একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ দেহটি রামপুরহাট হাসপাতালে ময়না-তদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম শিবু মারাণ্ডি (৩২)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার কেনপাহাড়িতে। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে দুমকা-রামপুরহাট রাস্তায় শিবুবাবু সাইকেল চালিয়ে রামপুরহাট থানার সুরুচুয়া গ্রামে শ্বশুরবাড়িতে আসছিলেন। পতে সুরুচুয়া মোড়েই রামপুরহাটগামী একটি গাড়ির চালক শিবুবাবুর সাইকেলে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে বিকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
এলাকার এক দালালের মাধ্যমে গাঁজা পাচার করতে গিয়ে ৬ কেজি গাঁজা-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে রামপুরহাট স্টেশন লাগোয়া চ্যাম্পিয়ন গ্রাউন্ডের কাছে পুলিশ নগেন কীর্তনিয়া নামে ওই পাচারকারীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের বাড়ি কোচবিহারের কোতওয়ালি থানা এলাকায়। ঘটনায় পুলিশ স্থানীয় এক মহিলাকেও আটক করেছে।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম গোপাল দাস (৫০)। তাঁর বাড়ি রামপুরহাটের লক্ষ্মীজোল গ্রামে। শনিবার গোপালবাবুকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রবিবার দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মানসিক কারণে ওই প্রৌঢ় কীটনাশক খেয়েছেন বলে পুলিশের অনুমান।
|
রবিবার বিকালে প্রান্তিক স্টেশনের কাছে আপ হাওড়া-রাজগীর প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল পীযূষ সরকার (২৭) নামে এক যুবকের। পুলিশ জানায়, মৃতের বাড়ি সাঁইথিয়ার নেতাজিপল্লিতে।
|
বোলপুরের কঙ্কালীতলায় ৭৫০ জন শিক্ষককে নিয়ে রবিবার ‘মিলন উৎসব’ করল জেলা তৃণমূল শিক্ষা সেল। |