খোল বাজানোয় রেকর্ড তিতাবরে |
এক সঙ্গে ১৪,৮৩৩ জন বাদক, শ্বেত সত্রীয়া বস্ত্রে খোল বাজালেন। গড়া হল নতুন নজির। কেবল খোলবাদ্যই নয়, একই সঙ্গে সকলে মিলে গাইলেন অসমের দেশাত্মবোধক সঙ্গীত ‘ও মোর আপনার দেশ’। যোরহাটের তিতাবরে দিন কয়েকের মহড়ায় কখনও দশ, কখনও ১১ হাজার খোল বাদক অংশ নিয়েছিলেন। উদ্যোক্তাদের আশা ছিল আজ ১৫ হাজার বায়েন একজোট হবেন। শেষ অবধি বায়েনের সংখ্যা ১৫ হাজার না ছুঁলেও, ড্রাম জাতীয় বাদ্যের সমবেত বাদন বিভাগে নজির গড়ায় কোনও সমস্যাই হয়নি। এর আগে, নজির ছিল ৭০০০ বাদকের। এ দিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। শ্রীমন্ত শঙ্করদেবের নাম-সহ ১৫ মিনিট টানা বাজনা চলে। বিকেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ নজিরের স্বীকৃতি দেন। সমবেত বাদনের ভিডিও ও তথ্য বিশ্বরেকর্ডের অন্তর্ভুক্ত করতে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। |
উচ্চাঙ্গ সঙ্গীত উলুবেড়িয়ায় |
জনসমক্ষে নেশা করার অপরাধে গ্রেফতার হলেন নায়ক জোশ ব্রোলিন। ৪৪ বছরের এই অভিনেতা নতুন বছর উপলক্ষে তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। পার্টি চলাকালীন নেশায় এতটাই মত্ত হয়েছিলেন যে ভোর ৩টে নাগাদ পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে অবশ্য ব্রোলিনকে ছেড়ে দেওয়া হয়।
|
আসানসোল সিনে ক্লাব ও পুরসভার উদ্যোগে রবীন্দ্র ভবনে একটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের প্রাক্তন বিধায়ক গৌতম রায়চৌধুরী। ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। বেশ কয়েকটি বাংলা ছবি দেখানো হবে এই উৎসবে। আয়োজক সংস্থার সম্পাদক দিলীপ সাহা জানান, ৩০ বছরে পা দিল তাদের এই উৎসব। প্রতিদিন দুপুর ৩টে এবং সন্ধ্যা ৬ টায় ছবিগুলি দেখানো হবে।
|