বিনোদনের টুকরো খবর
খোল বাজানোয় রেকর্ড তিতাবরে

ঢেউয়ের মতো হাজার হাজার খোলবাদক। রবিবার যোরহাটের তিতাবরে উজ্জ্বল দেবের তোলা ছবি।
এক সঙ্গে ১৪,৮৩৩ জন বাদক, শ্বেত সত্রীয়া বস্ত্রে খোল বাজালেন। গড়া হল নতুন নজির। কেবল খোলবাদ্যই নয়, একই সঙ্গে সকলে মিলে গাইলেন অসমের দেশাত্মবোধক সঙ্গীত ‘ও মোর আপনার দেশ’। যোরহাটের তিতাবরে দিন কয়েকের মহড়ায় কখনও দশ, কখনও ১১ হাজার খোল বাদক অংশ নিয়েছিলেন। উদ্যোক্তাদের আশা ছিল আজ ১৫ হাজার বায়েন একজোট হবেন। শেষ অবধি বায়েনের সংখ্যা ১৫ হাজার না ছুঁলেও, ড্রাম জাতীয় বাদ্যের সমবেত বাদন বিভাগে নজির গড়ায় কোনও সমস্যাই হয়নি। এর আগে, নজির ছিল ৭০০০ বাদকের। এ দিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। শ্রীমন্ত শঙ্করদেবের নাম-সহ ১৫ মিনিট টানা বাজনা চলে। বিকেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ নজিরের স্বীকৃতি দেন। সমবেত বাদনের ভিডিও ও তথ্য বিশ্বরেকর্ডের অন্তর্ভুক্ত করতে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

উচ্চাঙ্গ সঙ্গীত উলুবেড়িয়ায়

ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়
শীতের সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীতের কোথাও যেন একটা যোগ আছে। সেই যোগসূত্রেই ভরা শীতে উলুবেড়িয়া রবীন্দ্রভবনে স্থানীয় ‘রিদ্ম’ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল একটি মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতের আসর। সঙ্গীত পরিবেশন করেন শ্রবণা দাশগুপ্ত, গৌতম মাইতি প্রমুখ। তবলায় ছিলেন অমল দাস, হারমোনিয়ামে শ্যামসুন্দর চক্রবর্তী। এ ছাড়াও বাঁশিতে ধুন পরিবেশন করেন দেবকুমার দে। কত্থক নৃত্যে মঞ্চ মাতিয়ে দেন ঝিলিক ভৌমিক। তবলায় লহরা পরিবেশন করেন মল্লার ঘোষ ও সৌরকান্ত ভট্টাচার্য। শেষে গান ও বাজনার সংমিশ্রণে পরিবেশিত হয় বিশেষ অনুষ্ঠান ‘সুরের আগুন’। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিয় সাঁতরা ও পাপিয়া মণ্ডল। সমগ্র অনুষ্ঠনটির মুখ্য উদ্যোক্তা ছিলেন হরিশঙ্কর পতি।

বাউল-উৎসব
যাদবপুরে শনি ও রবিবার অনুষ্ঠিত হল ‘বাউল ফকির উৎসব’। আট বছর ধরে স্থানীয় শক্তিগড়ের মাঠে এই উৎসব হয়ে আসছে। এ বছর রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরা অংশ নেন। বাংলাদেশ থেকেও আসেন শিল্পীরা। এ বারের মূল আকর্ষণ ছিল উত্তরপ্রদেশের এক কাওয়ালি দল।
—নিজস্ব চিত্র

 

গ্রেফতার অভিনেতা
জনসমক্ষে নেশা করার অপরাধে গ্রেফতার হলেন নায়ক জোশ ব্রোলিন। ৪৪ বছরের এই অভিনেতা নতুন বছর উপলক্ষে তাঁর বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন। পার্টি চলাকালীন নেশায় এতটাই মত্ত হয়েছিলেন যে ভোর ৩টে নাগাদ পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে অবশ্য ব্রোলিনকে ছেড়ে দেওয়া হয়।

চলচ্চিত্র উৎসব
আসানসোল সিনে ক্লাব ও পুরসভার উদ্যোগে রবীন্দ্র ভবনে একটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের প্রাক্তন বিধায়ক গৌতম রায়চৌধুরী। ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। বেশ কয়েকটি বাংলা ছবি দেখানো হবে এই উৎসবে। আয়োজক সংস্থার সম্পাদক দিলীপ সাহা জানান, ৩০ বছরে পা দিল তাদের এই উৎসব। প্রতিদিন দুপুর ৩টে এবং সন্ধ্যা ৬ টায় ছবিগুলি দেখানো হবে।

নাচের তালে

মুম্বই পুলিশকর্মীদের অনুষ্ঠানে অনুষ্কা শর্মা। ছবি: পিটিআই



‘অন্তরীপ’ আয়োজিত চতুর্দশ নাট্যমেলা শুরু হয়েছে চুঁচুড়ার রবীন্দ্রভবনে। চলবে ১৩ই জানুয়ারি
পর্য্যন্ত। মেলার উদ্বোধন করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে নিয়ে একটি চিত্র প্রদর্শনীও
চলছে। সৌমিত্রবাবু নিজে অভিনয়ও করেছেন। নাটকের ছবি তুলেছেন তাপস ঘোষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.