টুকরো খবর |
মুখ্যমন্ত্রীকে কটাক্ষের নালিশ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে। মেখলিগঞ্জ হাইস্কুলের মাঠে দলের কোচবিহার জেলা সম্মেলনে শনিবার ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে প্রাক্তন মন্ত্রী, কোচবিহার জেলা সম্পাদক মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটূক্তি করেছেন বলে অভিযোগ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্পাদক হাফিজ আলম সাইরানি মুখ্যমন্ত্রীকে ‘অলক্ষ্মী’ বলে কটাক্ষ করেছেন। ‘হিটলারের’ সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টেনেছেন কেন্দ্রীয় কমিটির নেতা জয়ন্ত রায়। ধর্ষিতাদের ক্ষতিপূরণ নিয়ে আনিসুর রহমানের বিতর্কিত মন্তব্য উস্কে কটাক্ষ করেছেন দলের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ধর্ষিতাদের টাকা দেওয়ার বিষয়টি ঘোষণা করে রেশনের সামগ্রীর মত তালিকা দিয়েছেন।” |
কেবল-কর্তা খুনে ধৃত আইনজীবী
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
কেবল চ্যানেলের অন্যতম কর্ণধার সঞ্জীব বধর্নের (৪২) খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক আইনজীবীকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম চঞ্চল সরকার। এ দিন নিহতের পরিবারের তরফে পুলিশের কাছে যে অভিযোগ দায়ের করা হয়, তাতে ২০০৯ সালে ওই কেবল চ্যানেলেরই আলোকচিত্রী বিশ্বজয় ঘোষের খুনের ঘটনায় দুই অভিযুক্তের নাম রয়েছে। চঞ্চলবাবু তাদের একজন। আগের খুনের মামলায় তিনি জামিনে আছেন। গত শুক্রবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে রায়গঞ্জের নিশিথ সরণী এলাকায় গুলিবিদ্ধ হন সঞ্জীববাবু। দুষ্কৃতীরা গাড়ি এবং বাইকে এসে সঞ্জীববাবুর গাড়ি ভাঙচুর করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গভীর রাতে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা বলেন, “আলোকচিত্রী খুনের ঘটনার জেরেই সঞ্জীববাবু খুন হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তদন্ত চলছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।” |
নকশাচিত্র তৈরি করে তল্লাশি শুরু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করে খুনের চেষ্টার অভিযোগে দুষ্কৃতীদের নকশাচিত্র তৈরি করে তল্লাশি শুরু করল পুলিশ। শনিবার শিলিগুড়ি হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ীর ছেলে অভিষেক জৈন-এর কাছে দুই দুষ্কৃতীর চেহারের বর্ণনা শুনে তাঁদের চিত্র তৈরি করে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “ওই যুবক অসুস্থ। তাঁর কাছে দুষ্কৃতীদের বর্ণনা শুনে নকশাচিত্র হয়েছে।” দার্জিলিংয়ের জোরবাংলোর বাসিন্দা অভিষেককে বৃহস্পতিবার রাতে অপহরণ করা হয় বলে অভিযোগ। অভিষেক পুলিশকে জানিয়েছেন, তিনি নিজের গাড়িতে সেবক রোডের পানিট্যাঙ্কি মোড়ে ব্যাঙ্কের কাজে দাঁড়ান। সেই সময় দুই দুষ্কৃতী জোর করে তাঁর গাড়িতে তুলে নেয়। তাঁর কাছে ৫ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। তিনি দিতে রাজি না হওয়ায় তাঁর বুকে, গলায় ও মুখে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। শালবাড়ি এলাকায় গাড়ি থেকে ঝাঁপ দিয়ে তিনি এক বাসিন্দার বাড়িতে আশ্রয় নেন। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভোরে গাড়িটি উদ্ধার করা হয়। |
বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
খোরপোষের মামলায় অভিযুক্ত এক বিচারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বৃহস্পতিবার ওই নির্দেশ দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের দফতরে এসে পৌছেছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। বালুরঘাটের সিভিল জজ জুনিয়র ডিভিশন আদালতের বিচারক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খোরপোষ না পেয়ে তার স্ত্রী আদালতে মামলা করেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। |
আন্তঃস্কুল রোড রেস
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
শিলিগুড়ি পুরসভার আয়োজনে আন্তঃস্কুল ম্যারাথন। বিশ্বরূপ বসাক। |
শিলিগুড়ি পুরসভার উদ্যোগে ১০ কিলোমিটার আন্তঃস্কুল রোড রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে শুরু হয়ে হিলকার্ট রোড, চম্পাসারি, বিধান রোড হয়ে ফের স্টেডিয়ামনে শেষ হয় মিছিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব রোড রেসের উদ্বোধন করেন। সেখানে শিলিগুড়ি মেয়র গঙ্গোত্রী দত্ত, পুরসভার পূর্ত দফতরের মেয়র পারিষদ কৃষ্ণ পাল উপস্থিত ছিলেন। ছাত্র ও ছাত্রীদের চারটি বিভাগে প্রতিযোগিতা হয়। প্রত্যেকটি বিভাগের প্রথম তিনজনকে পুরষ্কৃত করা হয়। |
একশো ক্লাবকে টাকা দেবে রাজ্য
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ উৎসবে এবার ১০০ টি ক্লাবকে ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। শনিবার শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের কনফারেন্স হলে উৎসব নিয়ে সভায় এ কথা ঘোষণা করেন। প্রথম উৎসবে যে ১৪টি ক্লাবকে ৫০ হাজার টাকা করা দেওয়া হয়েছিল সেগুলি কি কাজে ব্যবহার করা হয়েছে তাও জানতে চাইলেন মন্ত্রী। তিনি বলেন, “ক্লাবগুলিকে ভাল কাজে উৎসাহ দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে। তা পিকনিক করে উড়িয়ে দিলে মেনে নেওয়া হবে না। প্রত্যেক ক্লাবকে জেলাশাসকের দফতরে খরচ সংক্রান্ত ব্যপারে জানাতে হবে।” মন্ত্রী জানান, ২৮ জানুয়ারি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ১০০ জন দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তা বাদে আরও ২৫ জন ছাত্রছাত্রীকে সাহায্য করা হবে। এ ছাড়া ৩৫০ জন আদিবাসী ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হবে। |
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে ফাঁসিদেওয়ার থানার লিউছিপাকুরি’র মহানন্দা ক্যানাল থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। |
গ্রেফতার ৪
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গরু পাচারকারী সন্দেহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ফাঁসিদেওয়ার গোয়ালতুলি মোড়ের ঘটনা। পুলিশ জানায়, একটি গাড়িতে ২৩টি গরু নিয়ে যাচ্ছিল ধৃতরা। সে সময় তাদের আটক করা হয়। গাড়িটি আটক করা হয়েছে। |
জাল নোট, ধৃত
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
জাল নোট পাচারের অভিযোগে শুক্রবার কালিয়াচকে এক সিপিএম নেতার ছেলেকে আটক করল বিএসএফ। তাদের দাবি, ধৃত জাল নোটের কমিশন এজেন্ট। |
অভিযোগ দায়ের |
বিএসএফের গুলি চালানোর ঘটনায় হিলির বিএসএফ অফিসার-সহ হিলি থানার ওসি এবং এক এসআইয়ের বিরুদ্ধে শনিবার হিলি থানায় অভিযোগ হয়েছে। গুলিতে জখম মোফাজ্জল মন্ডলের ছেলে অভিযোগ করেন। |
|