সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে মারধর ও ভাঙচুরের ঘটনায় তপ্ত হয়ে উঠল হুগলির গুড়াপ। জখম হলেন দু’পক্ষের পাঁচ কর্মী। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তথাগত বসু বলেন, “একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।” সিপিএমের দাবি, শুক্রবার স্থানীয় মাজিনান গ্রামে দলের কর্মীরা মিছিল করে বছর দেড়েক ধরে বন্ধ থাকা একটি পার্টি অফিসের তালা খোলেন। রাতে তৃণমূলের লোকেরা ওই অফিস ভাঙচুর করে বলে অভিযোগ। শনিবার সিপিএমের লোকেরা বড়খাঁপুর অঞ্চলে পাল্টা হামলা চালিয়ে কিছু তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করে। ধনেখালি পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের পুটু মুর্মু বলেন, “তৃণমূলের লোকেরা পার্টি অফিস ভাঙায় উত্তেজনার বশে আমাদের সমর্থকেরা কিছু ভুল কাজ করে ফেলেছে।” ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র অবশ্য দলের সমর্থকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
|
ইটভাটার মজুরি নিয়ে গোলমালের জেরে বন্ধ হয়ে যাওয়া কাজ চালুর দাবিতে শ্রমিকদের একাংশকে নিয়ে অবরোধ করেছিলেন মালিক পক্ষ। শনিবার বিকেলে বাদুড়িয়ার জোড়া অশ্বত্থতলায় ওই অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। পুলিশের একটি গাড়ির কাচ ভাঙে। মজুরি কম দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে দু’তিন দিন আগে শ্রীরামপুর গ্রামের ওই ভাটার শ্রমিকদের একাংশ কাজ বন্ধ করে দেন। দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
|
গ্যারাজের সামনে থেকে উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ। শনিবার সকালে পানিহাটিতে বি টি রোডের ধারে। নিহতের নাম বাপি দত্ত (৪০)। বাড়ি সোদপুরের গাঁধীনগরে। এ দিন সকাল ছ’টা নাগাদ স্থানীয় লোকজন দেখতে পান, গ্যারাজের সামনে দু’টি গাড়ির মাঝখানে বাপির রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। গুলি লেগেছে তাঁর চোখের নীচে। পুলিশের অনুমান, শুক্রবার রাতে বাপিকে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়েছে। পানিহাটি টেলিফোন এক্সচেঞ্জের পাশে বাপির গ্যারাজ রয়েছে। এ ছাড়াও ইমারতি দ্রব্যের ব্যবসা এবং বিভিন্ন জিনিস সরবরাহের কাজ করতেন ওই যুবক। বিভিন্ন অপরধামূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন বাপি। খড়দহ-সহ কয়েকটি থানায় তাঁর বিরুদ্ধে দুষ্কর্মের অভিযোগ ছিল। গত বছর গাড়ি চুরির অভিযোগে সিআইডি-র গোয়েন্দারা বাপিকে গ্রেফতারও করেছিলেন। পরে তিনি জামিনে ছাড়া পান। সম্প্রতি স্থানীয় লাহাবাগানে একটি জমি কেনাবেচায় জড়িয়ে পড়েছিলেন। ওই কাজ করতে গিয়ে তাঁর সাত-আট লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার বিশ্বজিৎ ঘোষ জানান, ব্যবসা সংক্রান্ত কোনও গোলমালে ওই খুন কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
|
পাঁচ বছরের এক শিশু কন্যাকে শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়ের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শুক্রবার বিকেলে জগদ্দল থানা এলাকার ঘটনা। পরে রতন দে নামে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। শিশুটিকে কোলে তুলে আদর করার নামে ওই প্রৌঢ় তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়ায় উত্তেজনার সৃষ্টি হয়। ব্যারাকপুরের পুলিশ কমিশনার সঞ্জয় সিংহ বলেন, “ওই ঘটনাটিকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছি। জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।”
|
১০০ বোতল কাশির ওষুধ-সহ শুক্রবার সন্ধ্যায় এক ব্যক্তিকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। ধৃতের নাম শাহাজুদ্দিন সর্দার। বাড়ি শাঁকচুড়োর পাতিলাচন্দ্র গ্রামে।
|
শুক্রবার হাসনাবাদের গাঁড়াকপিতে ইটভাটায় মাটি চাপা পড়ে মৃত্যু হল রমেশ মণ্ডল (৪০) নামে এক শ্রমিকের। মৃতের বাড়ি হাড়োয়ার খাটরা গ্রামে। |