টুকরো খবর
দুই মাওবাদীর আত্মসমর্পণ
মুখ্যমন্ত্রীর সামনে আত্মসমর্পণ করলেন দু’জন মাওবাদী নেতা। শনিবার মেদিনীপুরে ছাত্র-যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চেই অস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেন কিশোর হেমব্রম ও ভীম বাস্কে। কিশোর একটি ইনসাস ও ১৩ রাউন্ড গুলি জমা দেন। তিনি নয়াগ্রাম ও গোপীবল্লভপুর এলাকার এরিয়া কম্যান্ডার ও রঞ্জন মুণ্ডার স্কোয়াডের সদস্য ছিলেন বলে পুলিশের দাবি। পুলিশ আরও জানিয়েছে, মাওবাদী নেতা বিকাশের সঙ্গী ভীম ছিলেন লালগড়, গোয়ালতোড় এলাকার এরিয়া কম্যান্ডার। একটি ইনসাস, একটি এসএলআর, একটি থ্রি নট থ্রি ও ১০০ রাউন্ড গুলি সমেত তিনি আত্মসমর্পণ করেন। গত বছর ২২ ডিসেম্বর আত্মসমর্পণকারী ৫ জন মাওবাদীকে এ দিন বিশেষ প্যাকেজের ৫০ হাজার টাকার চেক দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২ লক্ষ টাকার স্থায়ী আমানতেরও ব্যবস্থা করে দেন তিনি।

অভিযুক্ত তৃণমূল
ফের কংগ্রেস সমথর্কদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবারের ওই ঘটনায় আহত অন্তত ২৫ জন কংগ্রেস সমর্থক। হামলার প্রতিবাদে, সন্ধেয় স্থানীয় পটাশপুর থানায় কংগ্রেস কর্মীদের সঙ্গে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টার্চায, দলের নেতা মানস ভুঁইয়া, অসিত মাল। এ দিন এগরা বাসস্ট্যান্ডে কংগ্রেসের জনসভায় প্রদেশ নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন দলের এআইসিসি সদস্য রামচন্দ্র কুন্তিয়াও। মানসবাবু বলেন, “কংগ্রেস কর্মীদের উপর সিংদায় তৃণমূলের সমর্থকেরা চড়াও হয়ে রড, লাঠি দিয়ে বেধড়ক মারে। অন্যান্য জায়গাতেও হামলা হয়।” প্রতিবাদে সোম ও মঙ্গলবার পুর্ব মেদিনীপুরে বেলা ১১ থেকে ১’টা পথ অবরোধ করবে কংগ্রেস।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.