টুকরো খবর |
‘কারও আত্মীয় নয়, আমাকে ক্রিকেটার হিসেবে দেখা হোক’
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যাবতীয় বিতর্ক এড়াতেই দিল্লি সফর তিনি বাতিল করেছেন বলে জানিয়ে দিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। সঙ্গে জানিয়ে দিলেন, তাঁকে একজন ক্রিকেটার হিসেবেই দেখা ভাল। দাউদের সঙ্গে তাঁর কী সম্পর্ক, সেটাকে না দেখে। দাউদের সঙ্গে এমনিতে পারিবরাকি সূত্রে যোগাযোগ মিয়াঁদাদের। এবং ভারত সফরে এলে সেই সম্পর্ক নিয়ে নানারকম প্রশ্ন উঠবে ভেবে ভারত সফর বাতিল করেছেন তিনি। ভিসা পেয়েও। “আমাকে শুধু একজন ক্রিকেটার, একজন ক্রীড়াবিদ হিসেবেই দেখা ভাল। কার সঙ্গে আমার কী সম্পর্ক, সেটা কেন দেখা হচ্ছে? ভারতের ভিসা পেতে আমাকে এত সমস্যার মুখে পড়তে হবে কেন?” প্রশ্ন তুলেছেন মিয়াঁদাদ। একই সঙ্গে চিরবিতর্কিত প্রাক্তন পাক অধিনায়ক আরও বুঝে পাচ্ছেন না, সবাইকে ছেড়ে তাঁকেই শুধু কেন টার্গেট করা হচ্ছে। মিয়াঁদাদ বলছেন, “পাকিস্তানে আমি এমনিতেই খুব ব্যস্ত। তা ছাড়া পাকিস্তান সিরিজটাও জিতে নিয়েছে। আর ওর (পড়তে হবে দাউদ) পরিবারের অনেকেই এখন ভারতে। ওর ভাই-বোনরাও ওখানে। আমি জানি না কেন আমাকেই শুধু টার্গেট করা হচ্ছে। আমি জনপ্রিয় বলে হয়তো।” তবে মিয়াঁদাদ মনে করেন, ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক এমনই থাকা উচিত। বলেছেন, “আমি নিজে ক্রিকেটটা খেলেছি, পাক বোর্ডের সঙ্গে কাজ করেছি। আমি চাই ভারত আর পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কটা ভাল থাকুক।”
|
চোট ভাবাচ্ছে পৌলমীকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
রেকর্ডের হাতছানি |
ইন্দু পুরির আট বার চ্যাম্পিয়ন হওয়ার জাতীয় রেকর্ড ছোঁয়ার সামনে দাঁড়িয়ে পৌলমী ঘটক শনিবার বলে দিলেন, “ইন্দু নয়, আমার প্রতিদ্বন্দ্বী চোট-আঘাত। চোট সারিয়ে ফিরেছি। পুরো ফিট নই। তবে গতবারও চ্যাম্পিয়ন হওয়ার আগে আমার পায়ে অস্ত্রোপচার হয়েছিল। রেকর্ডের কথা ভেবে নামলে কিন্তু চাপ বেড়ে যায়।” পৌলমী ইতিমধ্যেই সাত বার চ্যাম্পিয়ন হয়েছেন। সোমবার ছত্তীসগঢের রায়পুরে শুরু হচ্ছে জাতীয় টেবল টেনিস। ইন্দু পুরিকে ছোঁয়ার যুদ্ধ অবশ্য গতবারের চ্যাম্পিয়নের শুরু হচ্ছে ১০ জানুয়ারি থেকে। “রেকর্ড ছোঁয়া নয়, আমার একটাই লক্ষ্য, নিজের সেরা খেলাটা খেলা। আর চ্যাম্পিয়ন? সে তো এমন অনেকবার হয়েছে ধরেই নিয়েছি, হল না। কিন্তু শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি। আবার ভেবেছি এ বার জিতবই। সে বার পারিনি। ভাল অনুশীলন করেছি। তবে হঠাৎ পা মচকে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। সেটা কাটিয়ে উঠতে পেরেছি।” চাপ কাটাতে আপাতত এই ভাবনাই অস্ত্র বাংলার সোনার মেয়ের। পৌলমী অবশ্য রায়পুরে নামছেন অফিস দলের হয়ে। আর এক জাতীয় তারকা মৌমা দাসকে এ বার বাংলা দল থেকে বাদ দিয়েছেন কর্তারা। তা নিয়ে টিটি মহল তোলপাড়। প্রচণ্ড ক্ষুব্ধ পৌলমীও। বলে দিলেন, “বাংলার হয়ে সবাই খেলতে চায়। কিন্তু বাংলার দল নির্বাচন নিয়ে যা সব চলছে তার থেকে দূরে থাকাই ভাল। বাংলা দলে ডাক পেলে মৌমার মতো আমিও আর হয়তো খেলব না।” রায়পুরে আপনার রেকর্ড ছোঁয়ার ব্যাপারে কাকে প্রধান বাধা বলে মনে করছেন? শহর ছাড়ার একদিন আগে তীব্র চাপে থাকা পৌলমী বললেন, “সবাই। কে কখন আপসেট করে দেবে কেউ জানে না।”
|
সম্মানের লড়াই শ্রীলঙ্কার |
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে চাপের মধ্যে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার স্কোর যখন ৯ উইকেট হারিয়ে ৪৩২, ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে ছয় উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ২২৫ রান। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক ৮৫ রান করেন দিমুথ করুণারত্নে। তিন টেস্টের সিরিজ আগেই ২-০ জিতে গিয়েছে অস্ট্রেলিয়া।
|
আর্মস্ট্রংয়ের ভাবনা |
তাঁর সব দোষ স্বীকার করে নিতে পারেন লান্স আর্মস্ট্রং, এমনই খবর প্রকাশিত হয়েছে এক বহুল প্রচারিত মার্কিন সংবাদপত্রে। ইউনাইটেড স্টেটস অ্যান্টি ডোপিং এজেন্সি তাঁর বিরুদ্ধে যা রিপোর্ট দিয়েছে, তা সবই মেনে নিতে পারেন তিনি। আগে সমস্ত অভিযোগ অস্বীকার করলেও শাস্তির বিরুদ্ধ কোনও আবেদন করেননি আর্মস্ট্রং।
|
এগিয়ে মেসি |
কে হবেন ফিফা বর্ষসেরা ফুটবলার? মেসি, ইনিয়েস্তা, না কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে পাল্লা ভারী আর্জেন্তিনীয় ফরোয়ার্ড লিওনেল মেসির। ২০১২’তে ৯১ গোল করা মেসি এ বারের ফিফা বর্ষসেরা পুরস্কার জিতলে আরও একটা রেকর্ড করতে চলেছেন মেসি। ফ্রান্সের জিনেদিন জিদান ও ব্রাজিলের রোনাল্ডোকে টপকে পরপর চার-বার বর্ষসেরা পুরস্কার জিতবেন মেসি।
|
কর্তাদের ঘুষোঘুষি |
চেন্নাইয়ে তামিলনাড়ু ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসে রীতিমতো ঘুষোঘুষি হয়ে গেল শাসক ও বিরোধী পক্ষের। বিরোধীরা ফুটবল প্রশাসনের ক্ষমতা হস্তান্তরের দাবি জানাতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।
|
সানিয়ার খেতাব |
ভারতীয় টেনিসের টালমাটাল অবস্থার মধ্যে আশার আলো দেখালেন সানিয়া মির্জা। মরসুমের প্রথম ডব্লিউটিএ টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে মেয়েদের ডাবলস ফাইনালে জিতলেন সানিয়া মির্জা - বেথানি ম্যাটেক-স্যান্ড জুটি। ফাইনালে তাঁরা কেটা পেশকে-গ্রোয়েনফেল্ড জুটিকে ৪-৬,৬-৪,১০-৭ হারান।
|
জয়ী সম্বরণের অ্যাকাডেমি |
অনুর্ধ্ব-১৭ ‘মন্থন কাপ’ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল সম্বরণ মেনল্যান্ড ক্রিকেট অ্যাকাডেমি। ৪০ ওভারের ফাইনালে তারা তিন উইকেটে হারাল বুলান ক্রিকেট অ্যাকাডেমিকে (১৪৬-৭)। ম্যাচের সেরা জয়ী দলের আকাশ ঘটক (৪৯)।
|
হার নিউজিল্যান্ডের |
কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে তৃতীয় দিনে ইনিংসে ও ২৭ রানে হারল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩৪৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৭৫ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ডিন ব্রাউনিল নিউজিল্যান্ডের হয়ে ১০৯ করেন। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন তিনটি উইকেট নেন।
|
মিসবাদের ইনাম |
সিরিজ শেষ হওয়ার আগেই ভারতের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচের সিরিজ ২-০ জেতার পুরস্কার পেল পাক ক্রিকেটাররা। ভারতের বিরুদ্ধে প্রতিটি এক দিনের ম্যাচের সর্বাধিক রান সংগ্রাহক ও উইকেট শিকারিকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ও পাক বোর্ডের প্যাট্রন-ইন-চিফ আসিফ আলি জারদারি।
|
বিরক্ত বোয়াতেং |
প্রো পাত্রিয়ার বিরুদ্ধে ম্যাচে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের দরুন মাঠ ছেড়ে যাওয়ার পর এ বার ইতালিতে খেলা নিয়েও সংশয় প্রকাশ করলেন এসি মিলানের কেভিন-প্রিন্স বোয়াতেং। |
|