টুকরো খবর |
দেশের মানুষের ভরসায় পুলিশের দ্বারস্থ ধর্ষিতা
সংবাদসংস্থা • গুয়াহাটি |
ধর্ষণকারীদের হুমকিতে প্রাণের ভয়ে ধর্ষিত হওয়ার পরেও চুপ করে ছিলেন এতদিন। কিন্তু দিল্লির ঘটনার পরে সারা দেশের সঙ্গে রাজ্যবাসীও মেয়েদের নিরাপত্তায় সরব হওয়ায় সাহস করে পুলিশের দ্বারস্থ হলেন শিবসাগরের এক যুবতী। তাঁর অভিযোগ, বড়দিনের রাতে বিহুবাড়ি চা বাগানের পাঁচ যুবক তাঁকে ধর্ষণ করে। এরপর নাগাড়ে চলছিল প্রাণহানির হুমকি। আজ স্থানীয় প্রগতিশীল মহিলা সংস্থার ভরসায় ওই যুবতী পুলিশের কাছে পাঁচ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরে পুলিশও সক্রিয় হয়ে ওঠে। ইতিমধ্যেই তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবতীর বক্তব্য, ২৫ ডিসেম্বর চা বাগানের কাছেই দিদির বাড়ি গিয়েছিলেন তিনি। ফিরতে রাত হয়। তখনই রাস্তা থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যায় পাঁচজন। অভিযোগ, ধর্ষণ করার পরে ওই পাঁচ যুবক তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। এমনকী, অভিযোগকারিণী নিজের দিদিকে ঘটনাটি বলার পরে অভিযুক্তরা দিদিকেও হত্যা করার হুমকি দেয়। দিল্লির ঘটনার পরে রাজ্যজুড়ে যখন মেয়েদের নিরাপত্তা ও অধিকার নিয়ে রব উঠেছে, তখনই সাহস করে ওই যুবতী স্থানীয় মহিলা সংগঠনের কাছে সব খুলে বলেন। আজ মহিলা সংগঠনের প্রতিনিধিরাই অভিযোগকারিণীকে নিয়ে থানায় আসেন। অভিযোগ দায়ের হয় রর্বাট টপনো, সুনীল টপনো, হোলডেন পুর্তি, শ্যামল ভেংরা ও পল টপনোর নামে। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ বাগান এলাকায় হানা দিয়ে পল, শ্যামল ও হোলডেনকে গ্রেফতার করেছে। অভিযোগকারিণী ও তাঁর দিদির নিরাপত্তার ব্যাপারেও থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
|
রাঁচিতে ফাস্ট ট্র্যাক কোর্ট
সংবাদসংস্থা • রাঁচি |
দিল্লি ধর্ষণের কুড়ি দিনের মধ্যেই শুধুমাত্র ধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনায়, মামলার দ্রুত নিস্পত্তির করতে ঝাড়খণ্ডে চালু হয়ে গেল ফাস্ট ট্র্যাক কোর্ট। দিল্লির ঘটনার পর মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা ঘোষণা করেছিলেন, নারী নিগ্রহের সমস্ত ঘটনার দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা করা হবে। ঘটনাচক্রে, তারপরেই ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ তাঁতিয়া অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করার নির্দেশ দেন। তার প্রেক্ষিতেই আজ রাঁচিতে চালু হল মহিলাদের জন্য বিশেষ আদালত। |
আদালতের উদ্বোধন |
|
রাঁচিতে ফাস্ট ট্র্যাক কোর্টের সূচনা হল সুপ্রিম কোর্টের বিচারপতি এম ওয়াই ইকবালের হাতে। ছবি: হরদীপ সিংহ |
সুপ্রিম কোর্টের বিচারপতি এম ওয়াই ইকবাল এই আদালতের উদ্বোধন করলেন। সমগ্র ঝাড়খণ্ডে মোট ছ’টি ওই ধরনের আদালত আপাতত চালু হচ্ছে। বিচারপতি ইকবাল বলেন, “নারী নির্যাতনের মামলার দ্রুত নিস্পত্তির জন্যই এই আদালত চালু করা হচ্ছে।” নতুন এই আদালতের জন্য নিয়োগ করা হয়েছে এক মহিলা বিচারক সীমা সিংহকে। আদালত সূত্রের খবর, নতুন কোর্টে মহিলা বিচারক বন্ধ ঘরে (ইন ক্যামেরা) অপরাধের শিকার হওয়া মহিলার কথা শুনবেন। সেখানেই চলবে সাক্ষ্য গ্রহণ। বিচার প্রার্থী মহিলা যাতে আদালতের কাছে তাঁর সঙ্গে ঘটা অপরাধের খুঁটিনাটি তথ্য বিনা সঙ্কোচে এবং অকপটে জানাতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা।
|
যৌথ বাহিনীর গুলিতে হত জঙ্গি
সংবাদসংস্থা • গুয়াহাটি |
যৌথ বাহিনীর হানায় পরেশপন্থী আলফার এক সদস্য মারা গেল। গ্রেফতার হল আরও এক জন। ঘটনাটি ঘটেছে তিনসুকিয়ার বরডুবি এলাকায়। এসপি পি পি সিংহ জানান, প্রজাতন্ত্র দিবসে আঘাত হানতে আলফার পাঁচ সদস্য জেলায় ঢুকেছে বলে খবর ছিল। হেবেদা গ্রামে আলফা জঙ্গিরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে পুলিশ, সেনা ও সিআরপির যৌথবাহিনী সেখানে হানা দেয়। গুলির লড়াইয়ে মারা যায় আলফা কর্পোরাল দেবজিৎ দুয়ারা। ধরা পড়ে নিরন্ত মোরান। ঘটনাস্থল থেকে একটি এম ২০ পিস্তল, চারটি গ্রেনেড, দু’টি রিমোট কন্ট্রোল, দু’টি ডিটোনেটর মিলেছে। |
সড়ক অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
তল্লাশির নামে ৬ যুবককে মারধরের অভিযোগে প্রায় চার ঘন্টা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শনিবার সকালে ধুবুরির খেড়বানি গ্রামের ঘটনা। বিক্ষোভকারীরা জওয়ানদের ব্যবহার করা একটি ছোট গাড়িতে পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দেয়। একটি বাসে ভাঙচুর চলে। ধুবুরির পুলিশ সুপার প্রদীপ শালৈ, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্তর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দেওয়ায় দুপুরে অবরোধ তুলে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।”
|
ভি কে সিংহের বাড়িতে নাটক |
বিশেষ টেলিফোন এক্সচেঞ্জ সরানো নিয়ে রীতিমতো নাটক হল প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিংহের বাড়িতে। সেনাপ্রধানের বাড়িতে এই বিশেষ এক্সচেঞ্জ থাকে। শনিবার প্রাক্তন সেনাপ্রধানের বাড়ি থেকে ওই এক্সচেঞ্জ সরাতে গিয়েছিল সেনার একটি দল। কিন্তু তারা আড়ি পাতার যন্ত্র লাগাতে এসেছে, এই দাবিতে ওই দলটিকে আটকে রাখেন ভি কে সিংহের পরিবারের সদস্যরা। বয়স নিয়ে বিতর্কের পর থেকেই ইউপিএ সরকারের সঙ্গে সম্পর্ক ভালো নেই জেনারেল সিংহের। বয়স-বিতর্কের সময়ে সেনাবাহিনীর তরফে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির অফিসে আড়ি পাতার অভিযোগ উঠেছিল। ভি কে সিংহের আইনজীবীর অভিযোগ, সেনার দলটির কাছে বৈধ পরিচয়পত্র ছিল না। তারা ফোনে আড়ি পাতার যন্ত্র লাগাতেও এসে থাকতে পারে। অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।
|
হুমকি কুড়ানকুলামের অধিকর্তাকে |
কুড়ানকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের এক অধিকর্তাকে শনিবার হুমকি চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, যদি এই কেন্দ্র চালু করা হয়, তবে খুন করা হবে তাঁকে। চিঠিটি নিয়ে উদ্বিগ্ন পুলিশ। তদন্ত চালাচ্ছে তারা। তামিল ভাষায় লেখা চিঠিটিতে সই করা হয়েছে ‘কুড়ানকুলামের মানুষের বন্ধু’ নামে। পাঠানো হয়েছে চেন্নাইয়ের আন্না সালাই থেকে। এই মাসে তো বটেই, খুব বেশি হলে দু’সপ্তাহের মধ্যেই চালু করা হবে বিদ্যুৎ কেন্দ্রটি, জানান পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান রতনকুমার সিংহ। এ দিকে, উপকূল রক্ষী ও রাজ্য পুলিশ কুড়ানকুলামে যৌথ মহড়া করে শনিবার। কেন্দ্রটি ঘিরে কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে।
|
বাসে শ্লীলতাহানি মহিলার |
বাসে মহিলা-যাত্রীর শ্লীলতাহানি করেছে ওই বাসেরই সহকারী চালক। এমনই অভিযোগ উঠেছে বেঙ্গালুরু থেকে বেলগাঁওগামী বাস-চালকের বিরুদ্ধে। পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই বাসটি বেঙ্গালুরু থেকে রওনা দিয়েছিল বেলগাঁওয়ের উদ্দেশ্যে। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটার পর মহিলা চিৎকার চেঁচামেচি করেন। তাতেই পুরো বিষয়টা ওই বাসের অন্যান্য যাত্রীদের মধ্যে জানাজানি হয়ে যায়। তার পর ওই বাসের যাত্রীরদের চাপেই বাস চালক বাঁকাপুরা থানায় যেতে বাধ্য হন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
|
মদ্যপ অধ্যাপক সাসপেন্ড |
মদ্যপ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে ঢোকায় সাসপেন্ড হলেন এক অধ্যাপক। বরকতুল্লা বিশ্ববিদ্যালয়ে পর্দাথবিদ্যা বিভাগের ঘটনা। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সাসপেন্ড হওয়া অধ্যাপকের নাম এস পি সান্যাল। তিনি পদার্থবিদ্যার বিভাগীয় প্রধান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার তাঁকে তাঁর ঘরে মদ্যপ অবস্থায় দেখতে পান ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ে একটি যৌন হেনস্থা অভিযোগ জানাতে তাঁর ঘরে ঢুকেছিলেন ছাত্রীরা। কিন্তু মদ্যপ থাকায় ছাত্রীদের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করেন। শুক্রবার এই কারণে তাঁকে সাসপেন্ড করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
|
র্যাগিংয়ের মুখে |
৪ মাস আগে র্যাগিংয়ের শিকার হয়েছিল কলেজের প্রথম বর্ষের এক ছাত্র। এতদিন পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রের বাবা। রাজধানীর স্কুল অব প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারের ঘটনা। পুলিশ সূত্রে খবর, ২০১২-এর ২ সেপ্টেম্বর ছেলেদের হোস্টেলে কিছু উঁচু ক্লাসের ছাত্ররা জোর করে ওই ছাত্রটির পিঠের উপর ৩টে ইট চাপিয়ে অত্যাচার করে। এখনও তার পায়ের জখম সারেনি। কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁরা পদক্ষেপ করেননি বলে অভিযোগ।
|
আত্মহত্যার চেষ্টা |
জায়গা পৃথক হলেও ঘটনাটা অনেকটা একই রকম। ইভ টিজিংয়ে উত্যক্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করলেন দুই তরুণী। একজন আকোলার আকোট তহসিলের বাসিন্দা। শুক্রবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অন্য জন বুলধানা জেলার বাসিন্দা। বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। প্রথম ক্ষেত্রে বিজয় তাকলে নামের বছর আঠাশের এক যুবক ও দ্বিতীয় ক্ষেত্রে তরুণীর দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।
|
এ বার নয়ডায় ধর্ষণ করে খুন |
এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এ বার ঘটনাস্থল নয়ডা। শনিবার বছর একুশের এক তরুণীর নগ্ন দেহ উদ্ধার হয় নয়ডার পুস্তা এলাকা থেকে। ছোটপুর কলোনির বাসিন্দা ওই তরুণী একটি কল সেন্টারে কাজ করতেন। শুক্রবার রাতে বাড়ি ফেরেননি তিনি। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। |
|