টুকরো খবর
খুশি করে চলি না: শোভনদেব
ফের মুখ খুললেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার বউবাজারের ভারতসভা হলে রাজ্যের মন্ত্রী ও সচিবদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ)-দের সংগঠন ওয়েস্টবেঙ্গল সেক্রেটারিয়েট পার্সোনাল অ্যাসিস্ট্যান্টস অ্যাসোসিয়েশন-এর দ্বি-বার্ষিক সম্মেলনে শোভনদেব বলেন, “আমি কাউকে খুশি করে চলি না। কাউকে অহেতুক খুশি করতেও চাই না।” তাঁর কথায়, “কেউই সকলকে খুশি করে চলতে পারেন না।” পাশাপাশি শোভনদেবের অভিযোগ, রাজ্য সরকারের আমলাদের একাংশের বাধায় পিএ-দের পদোন্নতি বাধা পাচ্ছে। তিনি বলেন, “তবু নিজেদের কাজের প্রতি দায়বদ্ধ থেকেই দাবিদাওয়া নিয়ে আন্দোলন করতে হবে।”

দুষ্কৃতী গ্রেফতার
গত মাসে বিধাননগর (দক্ষিণ) থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল কয়েক জন দুষ্কৃতী। খবর পেয়ে পুলিশ চার সশস্ত্র দুষ্কৃতীকে ধরে ফেলেছিল। কিন্তু পালিয়ে গিয়েছিল বেশ কয়েক জন। শুক্রবার রাতে বিধাননগর থেকে সেই পলাতকদের মধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশ। ধৃতের নাম দুর্গাচরণ মণ্ডল ওরফে খোটে। আদালত তাকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, বিধাননগর (দক্ষিণ) থানার তাপুরিয়াঘাটা এলাকার বাসিন্দা খোটে একটি খুন-সহ বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূলের এক নেতার ছত্রছায়াতেই খোটের এই বাড়বাড়ন্ত। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তরুণীকে কটূক্তি
টেলিফোনে এক তরুণীকে কটূক্তি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ব্যাপারে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বছর বাইশের ওই তরুণী। তাঁর অভিযোগ, স্থানীয় ওই যুবকের সঙ্গে তাঁর আগে পরিচয় থাকলেও এখন আর কোনও যোগাযোগ নেই। যুবক ফোনে তাঁকে এবং তাঁর পরিবারকে গালিগালাজ করছেন। পুলিশের কাছে অভিযোগ জানালে ফল ভাল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওই যুবক। শনিবার পুলিশ জানায়, তরুণীর অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
এক বধূর ঝুলন্ত দেহ মিলল। শনিবার, পাটুলির একটি ফ্ল্যাট থেকে। মৃতার নাম সঙ্গীতা বসু (২৭)। পুলিশ জানায়, গত নভেম্বর মাসেই বিয়ে হয় সঙ্গীতার। তাঁর স্বামী ব্যাঙ্কের অফিসার। স্থানীয় ঘোষপাড়ায় ওই বধূর বাবা-মা থাকেন। পুলিশ জানায়, এ দিন দুপুরে সঙ্গীতাকে ফোনে না পেয়ে তাঁর মা মেয়ের ফ্ল্যাটে যান। সেখানে গিয়েই সঙ্গীতার ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশ জানায়, রাত পর্যন্ত সঙ্গীতার বাপের বাড়ির তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। তাঁর হাতের একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়’।

খুনের চেষ্টা
এক ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা করল এক দুষ্কৃতী। শুক্রবার, খিদিরপুরে। ওই রাতেই ২৫ পল্লির বাসিন্দা রঞ্জিত সিংহ নামে ওই ব্যবসায়ী ওয়াটগঞ্জ থানায় রাকেশ সিংহ নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ করেন। রঞ্জিতবাবুর অভিযোগ, হরিসভা স্ট্রিট থেকে পান কিনে ফেরার পথে কিছু যুবক তাঁকে অশ্রাব্য গালাগাল দেয়। প্রতিবাদ করলে এক দুষ্কৃতী রিভলভারের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করে। রঞ্জিতবাবুর চিৎকারে স্থানীয়েরা জড়ো হলে তাঁর দিকে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় রাকেশ। ওয়াটগঞ্জ থানা সূত্রের খবর, রাকেশের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক দুষ্কর্মের অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, তল্লাশি শুরু হয়েছে।

প্রতারণার দায়ে গ্রেফতার যুবক
লটারির টোপ দিয়ে প্রতারণার অভিযোগে শনিবার এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম পঙ্কজ সিংহ। আদতে বিহারের বাসিন্দা। ধর্মতলার বিভিন্ন শপিং মলের বাইরে দাঁড়িয়ে থাকত পঙ্কজ। মানুষ কেনাকাটা সেরে বেরোলেই নিজেকে মলের কর্মী বলে পরিচয় দিয়ে লটারি টোপ দিত সে। পরে ক্রেতাদের ফোন করে লটারি জেতার কথা জানিয়ে কোনও একটি শপিং মলের সামনে আসতে বলত। তাঁদের বিভিন্ন শপিং মলে নিয়ে গিয়ে লটারির পুরস্কার হিসেবে নানা দামী জিনিস দেখাত ওই যুবক। তার পর সার্ভিস ট্যাক্সের কথা বলে তাঁদের মোটা টাকা নিয়ে উধাও হয়ে যেত সে।

তৃণমূলে দ্বন্দ্ব
কম্বল বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে সোনারপুরের কাঠিপোতা গ্রাম। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় দফায় দফায় বোমাবাজি হয়। এলাকা থেকে নাইন এমএম পিস্তল-সহ আজু মণ্ডল নামে এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করে। পরে তৃণমূলের এক গোষ্ঠীর সমর্থকরা আজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ।

গয়না উদ্ধার
কর্মসূত্রে কলকাতায় আসা শ্রীলঙ্কার এক নাগরিকের বাড়ি থেকে চুরি যাওয়া লক্ষাধিক টাকার গয়না উদ্ধার করল পুলিশ। শুক্রবার দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ জানায়, বেহালার একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নেন কুমারা পাখিরাজা। রক্ষণাবেক্ষণের জন্য অমিয় নস্কর নামে এক যুবককে নিয়োগ করা হয়। ৩১ ডিসেম্বর ওই যুবক লক্ষাধিক টাকার সোনার গয়না চুরি করে চম্পট দেয় বলে অভিযোগ। অমিয়র মোবাইল নম্বর খুঁজে বার করেন বেহালা থানার ওসি। শুক্রবার রাতে মহেশতলা থেকে অমিয়কে গ্রেফতার করা হয়।

দুর্ঘটনায় মৃত্যু
এজেসি বসু রোডে জোড়া গির্জার সামনে শনিবার এক দুর্ঘটনায় সাইকেলআরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তালতলা থানার পুলিশ জানায়, মৃত যুবকের নাম মনোজ রায় (৩০)। তাঁর বাড়ি বৈঠকখানা রোডে। শিয়ালদহমুখী একটি বাস সামনে থাকা ছোট একটি গাড়িকে ধাক্কা মারলে গাড়িটি মনোজকে ধাক্কা মারে। হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

পথে প্রবীণেরা
বার্ধক্যের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পথে নামলেন প্রবীণ নাগরিকেরা। ব্যাঙ্কের সুদ বৃদ্ধি, রেলের ভাড়া কমানো, শারীরিক অক্ষমতার জন্য বিশেষ সুবিধা প্রদান, গরীব প্রবীণদের জন্য বিশেষ তহবিল গঠন এবং রাজ্য সরকারের সহায়তায় শহরে একটি বৃদ্ধাশ্রম নির্মাণের দাবি করেন তাঁরা। প্রবীণদের নিয়ে শনিবার শহরে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘কলকাতা সিনিয়র সিটিজেন ফোরাম।’
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.