আজকের শিরোনাম
প্রয়াত বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়
প্রয়াত বিশিষ্ট অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। আজ বেলা ১২.৪০ নাগাদ একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কয়েক দিন ধরে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে তাঁকে রাখা হয়েছিল। দু’শোরও বেশি ছবিতে অভিনয় করেছেন এই প্রবাদপ্রতিম অভিনেতা। শেষ মুক্তিপ্রাপ্ত ছবি অনুরাগ বসুর ‘বরফি’।
১৯২৬-এর ৬ নভেম্বর অধুনা বাংলাদেশের কুষ্ঠিয়ায় জন্ম। স্কুলজীবন শুরু সেইখানেই, ছাত্রজীবন শেষ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। গানশেল ফ্যাক্টরিতে কর্মজীবন শুরু। পরে একটি জীবনবিমা কোম্পানিতে যোগ দেন। অবসর গ্রহণ সেইখান থেকেই। স্বাধীনতা বিপ্লবে অংশ নিয়ে জেলেও যেতে হয়েছিল তাঁকে। ১৯৪৮-এ অতনু বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘দেবদূত’ দিয়েই চলচ্চিত্রে আত্মপ্রকাশ হারাধনবাবুর। এর পর আর পিছনে ফিরতে হয়নি। অভিনয়ের জয়রথে চড়েই প্রতিটি বাঙালির কাছের মানুষ হয়ে উঠেছিলেন তিনি। সত্যজিত্ রায়ের ‘কাপুরুষ ও মহাপুরুষ’ হোক বা ‘শাখাপ্রশাখা’, ‘সোনার কেল্লা’ থেকে ‘জয় বাবা ফেলুনাথ’, ‘সীমাবদ্ধ’-সহ বেশির ভাগ ছবিতেই হারাধনবাবুর অভিনয় নজর কেড়েছে আপামর বাঙালির। এ ছাড়াও চলচ্চিত্র জগতের বহু খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করেছেন এই গুণী শিল্পী। মঞ্চশিল্পী হিসাবেও তিনি যথেষ্ট খ্যাত ছিলেন। উত্পল দত্তের ‘ফেরারি ফৌজ’ নাটকে তাঁর অভিনয় সাড়া ফেলে দিয়েছিল। শেষ দু’টি ফেলুদার ছবিতে তিনি ছিলেন ‘সিধু জ্যাঠা’।
২০০৫ সালে শ্রেষ্ঠ সহকারি অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০১১-তে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেছে। তাঁর মৃত্যুতে অভিনয় জগত জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুর সফর
দু’দিনের পশ্চিম মেদিনীপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, সরকার ক্ষমতায় আসার পর চাকরি পেয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ২১ লক্ষ মানুষ। একশো দিনের প্রকল্পের মাধ্যমে খনন করা হয়েছে প্রায় ৪২ হাজার পুকুর। তিনি আরও জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে দায়িত্বে থাকবেন শুভেন্দু অধিকারি। অন্য দিকে, সাংসদ মুকুল রায় বলেন, ‘‘জঙ্গলমহলে গুমোট আবহাওয়া ছিল, তা বদলেছে। উত্সবমুখর হয়ে উঠেছে পরিবেশ। যা ৩৫ বছরে হয়নি। ধীরে ধীরে মূল স্রোতে ফিরছে জঙ্গলমহল।’’ এ দিকে, জেলায় আজ বিবেক ছাত্র উত্সবের শেষ দিন। সেখানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আজ ওই মঞ্চে আত্মসমর্পণ করবেন কিশোর হেমব্রম ও ভীম বাস্কে নামে ২ মাওবাদী। একই মঞ্চ থেকে আত্মসমর্পণকারী ৩২ মাওবাদীকে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

রায়গঞ্জে ৩ খুন, আতঙ্কে বাসিন্দারা
গত রাতে রায়গঞ্জে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় সঞ্জীব বর্ধন নামে এক কেবল ব্যবসায়ীর। এ দিকে, আজ সকালে রূপাহারে ২৪ বছর বয়সী এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩টি খুন হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জে। ব্যবসায়িক কারণে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে এই খুনগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত ছ’মাসে ৩০টির বেশি খুন হয়েছে এই জেলায়।

পানিহাটিতে উদ্ধার ব্যক্তির গুলিবিদ্ধ দেহ
আজ সকাল ৮টা নাগাদ পানিহাটি এক্সচেঞ্জের সামনে বি টি রোডের উপর এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। তারা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম বাপি দত্ত। ওই এলাকাতেই তার বাড়ি। সে স্থানীয় একটি গ্যারাজের কর্মী। বাপির বিরুদ্ধে অবৈধ কাজ ও মদ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও জানিয়েছেন বাসিন্দারা। খড়দহ থানার পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.