ফের ডাকাতির হল একটি বেসরকারি আর্থিক লেনদেনকারী সংস্থায়। শুক্রবার বিকেলে সাঁওতালডিহির ঘটনা। ওই সংস্থাটির অফিস সাঁওতালডিহির এক নম্বর গেট এলাকায়। এ দিন বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ঘটনাটি ঘটে। ওই সময় অফিসে কর্মী ও প্রতিনিধি মিলিয়ে জনা পনেরো ছিলেন। মূল দরজায় সশস্ত্র রক্ষীও মোতায়েন ছিলেন। প্রতিনিধিদের কাছ থেকে ওই সময়ই টাকা জমা নেওয়ার কাজ চলছিল। সংস্থা সূত্রের খবর, আচমকা জনা পাঁচেক যুবক এসে রক্ষীর থেকে তাঁর বন্দুকটি কেড়ে নেয়। তাঁকে জখম করে ভিতরে ঢুকিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সকলকে চুপচাপ থাকতে বলে।
সংস্থার ম্যানেজার অমলেন্দু কুমার জানিয়েছেন, প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁদের সকলকে শৌচাগারে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে দেয় দুষ্কৃতীরা। লক্ষাধিক টাকা নিয়ে বিনা বাধায় একটি গাড়িতে দুষ্কৃতীরা পাহাড়িগোড়া হয়ে ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যায়। কিছু দিন আগে রঘুনাথপুরে এ রকমই একটি বেসরকারি আর্থিক সংস্থার অফিসে বিকেলে হানা দিয়ে একই কায়দায় ডাকাতি করে পালিয়েছিল দুষ্কৃতীদল। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে, এটি আন্তঃরাজ্য ডাকাতদল। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” |