টুকরো খবর |
এসএফআই-এর পথ অবরোধ মাজদিয়ায়
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মাজদিয়া কলেজে অধ্যক্ষ নিগ্রগের ঘটনায় অভিযুক্ত দুই এসএফআই সদস্যের নাম এ বার জড়িয়ে গেল স্কুলে ভোটের বিজয় মিছিলকে কেন্দ্র করে আদিত্যপুরের গন্ডগোলে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তারক মণ্ডলকে মারধরের ঘটনাও। এসএফআই অভিযোগ করেছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের সদস্যদের। এই অভিযোগে এসএফআই শুক্রবার প্রায় আধ ঘণ্টা কৃষ্ণনগর-মাজদিয়া রাজ্য সড়ক অবরোধ করে। সংগঠনের জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের আগে সংগঠনকে দুর্বল করতে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমাদের সমর্থকদের।” ওই ঘটনায় জগন্নাথ বিশ্বাসকে মূল অভিযুক্ত করার পাশাপাশি মাজদিয়ার সুধীররঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়া অভিজিৎ হালদার ও প্রণব ঘোষের অভিযুক্তের তালিকায় নাম রয়েছে। ওই দুই ছাত্র কলেজের অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় সঙ্গে যুক্ত ছিলেন। অন্যতম অভিযুক্ত অভিজিৎ হালদার বলেন, “অধ্যক্ষ নিগ্রহের মিথ্যা মামলায় ফাঁসানোর পর আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় অন্যায়ভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।” জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “ওই অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে অধ্যক্ষ নিগ্রহের ঘটনার তদন্ত চলছে। তাই এ ক্ষেত্রে তদন্তে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁদের ধরা হবে না।” আর রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “অভিযুক্তেরা অধ্যক্ষকে মারার পর এ বার আমাদের পঞ্চায়েত সদস্যের উপর হামলা চালিয়েছে।”
|
যুবককে বন্ধ্যাকরণের অভিযোগ শান্তিপুরে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নিখোঁজ থাকার দিন কয়েক পর বৃহস্পতিবার অন্ডকোষে গুরুতর ক্ষত অবস্থায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করা হয়েছে। রিপন বিশ্বাস নামে ওই যুবককে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই যুবকের পরিবারের লোকজন শান্তিপুর থানায় তাঁকে জোর করে পুরুষের বন্ধ্যাকরণ করানো হয়েছে বলে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রানাঘাটের এসডিপিও আজহার-এ তৌসিফ বলেন, “তদন্ত শুরু হয়েছে। তবে মেডিক্যাল রিপোর্ট না পাওয়া পর্যন্ত অন্ডকোষের ওই ক্ষতের কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।” পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বিগত বছরের ২২ ডিসেম্বর থেকে ওই যুবকের খোঁজ মিলছিল না। ওই যুবক মাঝেমধ্যেই বাড়ি থেকে পালিয়ে যেতেন। আবার ফিরে আসতেন। এ বার বেশ কয়েকদিন পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ৩১ ডিসেম্বর শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এ দিন তাঁকে জখম অবস্থায় বাড়ির অদূরে রাস্তার ধারে উদ্ধার করা হয়। ওই যুবকের মা মায়ারানি বিশ্বাস বলেন, “দোষীদের কঠিন শাস্তি চাই।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিত হালদার বলেন, “পরীক্ষা না করে ওই ক্ষতের কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।” শান্তিপুর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে এই ক্ষতস্থান পরীক্ষা করানো হবে।”
|
ছাত্রীকে এসএমএস-এ উত্ত্যক্ত করায় ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
চাপের মুখে অবশেষে এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ মূল অভিযুক্ত সূর্যনাথ চট্টোপাধ্যায় ও তার বন্ধু সুরজিৎ কাষ্ঠকে গ্রেফতার করেছে। বেশ কয়েকদিন ধরে সূর্যনাথ ওই ছাত্রীর মোবাইলে আপত্তিকর এসএমএস পাঠাচ্ছিল। এমনকী মেসেজে তাঁকে কুপ্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। প্রস্তাবে রাজি না হলে ধর্ষণ করে খুনের হুমকিও দেয় সূর্যনাথ। বৃহস্পতিবার ওই তরুণী শান্তিপুর থানায় এ ব্যাপারে অভিযোগ জানাতে গেলে পুলিশ ‘পরামর্শ’ দেয় ‘বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার।’ এরপর ওই ছাত্রী জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমেও বিষয়টি জানাজানি হয়ে যায়। তার পরই নড়েচড়ে বসে পুলিশ। পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “অভিযোগ পেয়েই শান্তিপুর থানাকে অভিযুক্তদের দ্রুত ধরতে বলি।” তারপরই চাপে পড়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
|
বৈঠক বয়কট কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
চাষির কাছ থেকে সরাসরি ধান কেনা নিয়ে ডাকা প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে এলেন কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিরা। শুক্রবার দুপুরে কান্দির মহকুমা শাসকের দফতরে ডাকা বৈঠকে এসডিও ছাড়াও হাজির ছিলেন এলাকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও, চালকল মালিক ও খাদ্য দফতরের প্রতিনিধিরা। বৈঠক থেকে বেরিয়ে এসে বড়ঞার বিধায়ক কংগ্রেসের অপূর্ব সরকার বলেন, “ধান কেনার আগে চাষিদের তা জানানো সরকারের কর্তব্য। কিন্তু তা করা হয়নি। এ ছাড়া ধান কিনতে কি প্রদ্ধতি নেওয়া হচ্ছে, কতগুলি ক্যাম্প হয়েছে, কি পরিমান ধান এখনও পর্যন্ত কেনা হয়েছে প্রশাসনিক কর্তারা তা জানাতে না পারায় আমরা বৈঠক চলাকালীন বেরিয়ে আসি।” অন্য দিকে কান্দির মহকুমা শাসক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “অভিযোগ ঠিক নয়।” তিনি বলেন, “আমরা সরকারি নিয়ম মেনেই কাজ করছি।”
|
পঞ্চায়েত অফিস ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে শুক্রবার দুপুর ২টো থেকে গভীর রাত পর্যন্ত পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূলের দখলে থাকা সাগরদিঘির বালিয়া পঞ্চায়েত অফিসের এই বিক্ষোভে সামিল হয় কংগ্রেস সমর্থকরাও। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, “সপ্তাহখানেক আগে পঞ্চায়েতের কাছে হিসেব চাইলে প্রধান প্রতিশ্রুতি দেন ৪ জানুয়ারি সমস্ত জবাব দেবেন তিনি। সেই মত গ্রামবাসীরা হাজির হলেও প্রধান অফিসেই আসেননি। আসেননি উপ-প্রধানও। তাই গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয় অফিসের কর্মীদের।” বিডিও সিদ্ধার্থ গুঁই বলেন, “দিনক্ষণ নিয়ে ভুল বোঝাবুঝির ফলেই এই ঘটনা ঘটেছে।” তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি আরব আলি বলেন, “বিডিওকে আগামী বৃহস্পতিবার দিন ঠিক করতে বলা হয়েছে।”
|
প্রৌঢ়ার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
রাতভর নিখোঁজ থাকবার পর শুক্রবার সকালে বিন্দু রবিদাস (৫০) নামে এক মহিলার দেহ উদ্ধার হল রঘুনাথগঞ্জের তেঘরির মাঠে। বৃহস্পতিবার সেই কাজেই বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যান তিনি। সকালে মাঠে তাঁর দেহ মেলে। পুলিশের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয় তাঁর।
|
মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
ঝুলম্ত অবস্থায় শুক্রবার সকালে এক মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। নাম সন্তোষী হাজরা (২২)। বাড়ি কান্দির জেমো গ্রামে। ওই মহিলার বাবা শ্রীমন্ত হাজরা পুলিশের কাছে মৃতের স্বামী, জা, শ্বশুর-শাশুড়ির নামে আত্মহত্যায় প্ররোচনা দানের অভিযোগ দায়ের করেছেন।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নাম কুদ্দুস আলি (২৭)। বাড়ি কুলি অঞ্চলের বদুয়া গ্রামে। পুলিশ জানায়, বৃহস্পতিবার কান্দি-কুলি রাজ্য সড়কে কুমড়ায় মোড় এলাকায় ওই দুর্ঘটনায় মারা যান তিনি।
|
অনাস্থা প্রস্তাব |
অনাস্থা ভোটে পরাজিত হয়ে শুক্রবার অপসারিত হলেন ধুবুলিয়া-২ পঞ্চায়েতের সিপিএমের প্রধান পার্থ ঘোষ। ১১ সদস্যের ওই পঞ্চায়েতে সিপিএমের ৫টি, কংগ্রেসে ৩টি ও তৃণমূলের ২টি আসন রয়েছে। ১টি আসন রয়েছে বিজেপির দখলে। বিজেপির সমর্থনে সিপিএম ক্ষমতায় ছিল। এ দিন জোটের আনা অনাস্থায় পরাজিত হন প্রধান।
|
গাঁজা-সহ ধৃত |
বৃহস্পতিবার রাতে ইসলামপুরের টোলগেট থেকে পুলিশ গাঁজা-সহ তাহাজুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি মধুবোনা গ্রামে। |
|