অন্ধকার মঞ্চে আলোয় ফুটে উঠছিল প্রমীলা, নটিবিনোদিনী, শাহজাহান নাটকের জাহানারা, ডাকঘর নাটকের সুধার মতো নারী চরিত্রগুলি। নারীর মর্যাদা রক্ষায় তাঁদের সংলাপ অভিনয় করে দেখাচ্ছিলেন কুশীলবরা। মঞ্চে দাঁড়িয়ে মহেন্দ্র গুপ্তের লেখা উত্তরা নাটকের সংলাপ বললেন প্রবীণ অভিনেতা চপল ভাদুড়ি। যিনি অভিনয় জগতে চপলরানি নামে পরিচিত। ‘নারী মযার্দা রক্ষায় থিয়েটার’ এই স্লোগানকে সামনে রেখে এভাবেই শুরু হল দ্বাদশ শিলিগুড়ি নাট্যমেলা। শুক্রবার দীনবন্ধু মঞ্চে প্রদীপ জ্বালিয়ে নাট্যমেলার উদ্বোধন করেন চপল ভাদুড়ি। তাঁর মুখে উত্তরা নাটকের দ্রৌপদী চরিত্রের প্রতিবাদী সংলাপ শুনে খুশি উপস্থিত দর্শক। দিল্লির ধর্ষণ কাণ্ডে ছাত্রীর মৃত্যুর ঘটনার মতো বিষয়ে প্রতিবাদ এবং তা থেকে নারীর মর্যাদা রক্ষায় নাটক অন্যতম মাধ্যম হতে পারে বলে জানালেন মঞ্চে উপস্থিত ব্যক্তিদের একাংশ। উপস্থিত ছিলেন নাট্যকার চন্দন সেন, শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত। |
শুক্রবার শিলিগুড়িতে শুরু হল নাট্যমেলা। ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। যিনি শিলিগুড়িতে নাট্যমেলার এই উদ্যোগের সঙ্গে গোড়া থেকেই রয়েছেন এবং প্রধান পৃষ্ঠপোষক। উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি পাস্কেল মিন্জ-সহ অনেকেই। শিলিগুড়ির বিভিন্ন নাটকের দলের উদ্যোগে এই নাট্যমেলা হয়ে আসছে। শিলিগুড়িতে নাটক দেখতে উত্সাহীদের ভিড় দেখে খুশি চপল ভাদুড়ি, চন্দন সেনরা। চপলবাবু বলেন, “আমাকে উদ্বোধক হিসাবে সম্মান দেওয়ায় খুশি হয়েছি। অন্যত্র এই সম্মান কখনও পাইনি। উত্তরবঙ্গে এমন নাট্যমেলা হয় বলে ধারণাও ছিল না।” নাট্যমেলা উপলক্ষ্যে এ দিন রামকিঙ্কর হলে আঁকা ছবির প্রদর্শনী শুরু হয়। নাট্যমেলা উপলক্ষ্যে ছবি আঁকার কর্মশালা হয়েছে। সেখানে আঁকা ছবি নিয়েই এই প্রদর্শনী। নাট্যমেলা চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। নারীর মর্যাদা রক্ষায় এই নাট্যমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আয়োজক কমিটির কর্মকর্তারা আশাবাদী। |