স্কুলের সুবর্ণজয়ন্তী নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
এলাকার ছেলেমেয়েদের শিক্ষার আঙিনায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছিল ৫০ বছর আগে। দেখতে দেখতে সেই তালপাতার ছাউনির ছোট্ট স্কুল ঘর এখন বড় স্কুল বাড়িতে পরিণত হয়েছে। ময়ূরেশ্বরের সেই কোটাসুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান হল শুক্রবার। বর্তমান প্রজন্ম শুনল স্কুল শুরুর গোড়ার কথা। স্কুল গড়ার অন্যতম কারিগর ৯০ বছরের হারাধন মণ্ডল বলেন, “ভাবতেই পারিনি, আমাদের গড়া সে দিনের স্কুল আজ এত বড় হবে।” |
কোটাসুরে তোলা নিজস্ব চিত্র। |
জানা যায়, সেই সময় এই এলাকায় কোনও হাইস্কুল ছিল না। প্রাথমিকের গণ্ডিতেই আটকে যেতে ছোটদের পড়াশোনা। নারী শিক্ষাও পিছিয়ে ছিল। এগিয়ে এসেছিলেন ময়ূরেশ্বর ২ -এর তত্কালীন বিডিও অজিত রায় ও স্থানীয় শিক্ষানুরাগী হরিতারণ মণ্ডল। তাঁরাই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের নিয়ে একটি স্কুল গড়ার কাজ শুরু করেন। মাত্র ৬৪ জন পড়ুয়া ও ৬ জন শিক্ষক নিয়ে তালপাতার ছাউনিতে শুরু হয় এই স্কুলের পথ চলা। এখন সেখানে দোতলা স্কুলবাড়ি। পড়ুয়ার সংখ্যা ১৮৯০, শিক্ষক ২৫ জন। স্কুল পরিচালন সমিতির অন্যতম সদস্য তথা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অপূবর্র্ মণ্ডল বলেন, “লেখাপড়ার সঙ্গে খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চাতেও এই স্কুল নজির সৃষ্টি করেছে।” অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
|
অস্বাভাবিক মৃত্যু নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। শুক্রবার মাড়গ্রাম থানার দুনিগ্রামের ঘটনা। মৃতার নাম জেসমিন বিবি (২৮)। এ দিন ভোরেই রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামীর সঙ্গে মনোমালিন্যে ওই স্ত্রী কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। এই ঘটনায় এখনও অবধি কোনও অভিযোগ না হলেও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
|
জন্মতিথি পালন নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
সারদা মায়ের ১৬০তম জন্মতিথি পালিত হল নলহাটির আকালিপুরের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ও কুরুমগ্রাম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। শুক্রবার ওই উপলক্ষে আকালিপুরে শোভাযাত্রাও বের হয়। দু’টি আশ্রমেই মঙ্গল আরতি, বিশেষ পূজাপাঠ ও ভক্তিগীতির আয়োজন করা হয়েছে।
|
ধান নিয়ে বৈঠক নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
শেষ পর্যন্ত আগামী ৭ থেকে ১১ জানুয়ারি জেলার প্রতিটি ব্লকে সকাল ১০টা থেকে ৩টে পর্যন্ত সহায়ক মূল্যে ধান কেনার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। মন্ত্রী চন্দ্রনাথ সিংহের উপস্থিতিতে শুক্রবার সিউড়িতে এই সিদ্ধান্ত হয়। ব্লকের দু’টি করে চালকল ধান কিনবে। পরে পঞ্চায়েত স্তরে ধান কেনা হবে। |
শুক্রবার লাভপুর হাটতলা হাইস্কুল ময়দানে হল সিপিএমের জনসভা। সেখানে বক্তব্য রাখেন বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। নানুরের হাটসেরান্দি থেকে আসা দুই খুদেকে দেখে মঞ্চে ডেকে নিলেন। জিজ্ঞাসা করলেন, “তোমরা এখানে কেন?” ওদের জবাব, “বাবা বললেন, আপনি এসেছেন। তাই আপনাকে দেখতে এলাম।” শুনে সূর্যবাবু জড়িয়ে ধরলেন তাদের। |