মহিলা নির্যাতন রুখতে ভারতকে সাহায্যের আশ্বাস দিল আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ভারত-সহ সব দেশেই মহিলা নির্যাতন রুখতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় ওয়াশিংটন। নুল্যান্ড জানিয়েছেন, দিল্লিতে ধর্ষণ কাণ্ড ও তার প্রতিবাদে বিক্ষোভের কথা বিদেশসচিব হিলারি ক্লিন্টনকে জানানো হয়েছে।
|
ব্রিটেনের হাসপাতাল থেকে কিছু দিনের জন্য ছাড়া পেল মালালা ইউসুফজাই। চিকিৎসকরা জানিয়েছেন, মালালা এখন সুস্থ। তবে কয়েক সপ্তাহ পর ফের অস্ত্রোপচার হবে তার। এই সময়টা পরিবারের সঙ্গে ওয়েস্ট মিডল্যান্ডসের বাড়িতে কাটাবে মালালা। পাকিস্তানে মেয়েদের শিক্ষার দাবিতে সরব হওয়ায় মালালার মাথায় গুলি করেছিল তালিবান। |