কলকাতায় জাতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন |
আজ যুবভারতীতে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান কংগ্রেসের শতবর্ষ অধিবেশনের উদ্বোধনে এসে কলকাতাকে ‘সংস্কৃতি, জ্ঞান ও বিজ্ঞানের শহর’ বলে অভিহিত করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেন অনেক নোবেল বিজয়ীদেরও যেমন উপহার দিয়েছে এ শহর, তেমনই আধুনিক
বিজ্ঞানের অনেক পুরোধাও এ শহরেরই বাসিন্দা। তিনি বলেন বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে অনেক এগিয়েছে ভারত। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, ‘‘মানুষকে আরও বেশি করে বিজ্ঞানমনস্ক করতে হবে।’’ আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়ে বিজ্ঞানের প্রসারে জোর দেন তিনি। উদার অর্থনীতিই এর একমাত্র উপায় বলে মত তাঁর। তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক বৃদ্ধিতে জ্ঞান, মেধা, বিজ্ঞানের উপর জোর দেন। এ দেশের জনসংখ্যার ৬৫ শতাংশ গ্রামে বসবাস করেন, তাই তাঁদের জীবনযাত্রার মানবৃদ্ধিতে তিনি আরও বেশি করে বিজ্ঞানকে কাজে লাগাতে চান
বলে জানান প্রধানমন্ত্রী। জল সংরক্ষণ প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষির মানবৃদ্ধিতেও জোর দেন তিনি। ২০২০ সালের মধ্যে ভারতকে বিশ্বের প্রথম পাঁচটি দেশের মধ্যে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। পরমাণু বিদ্যুত্ ব্যবহারের উপর জোর দেন তিনি। এ বছর শততম অধিবেশনের থিম — ভারতের ভবিষ্যত গড়তে বিজ্ঞানের ভূমিকা। অধিবেশন চলবে ৭ জানুযারি পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। |
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ধোনি বাহিনীর |
ইডেনে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে তে টসে জিতে ফিল্ডিং নিল ভারত। ভোর থেকে বৃষ্টি হওয়ার কারণে, আউটফিল্ডের কয়েকটি জায়গায় জল জমে যায়। কিন্তু সিএবি সূত্রে জানা গেছে দ্রুত সুপার সপার ব্যবহার করে মাঠ খেলার উপযুক্ত করে নির্দ্ধারিত সময় খেলা শুরু হয়েছে। পুরো পঞ্চাশ ওভারই খেলা হবে। কার্যত মরণ বাঁচন এই ম্যাচে ভারতীয় দলে একটাই পরিবর্তন, রোহিত শর্মার জায়গায় দলে এলেন রবীন্দ্র জাদেজা। নাসির জামশেদ ১০৬ রান করে রান আউট হন। ৭৬ রান করে আউট হন মহম্মদ হাফিজ। অশোক দিন্দা ৭ ওভারে ৪২ রান দিয়েছেন। রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। ইশান্ত শর্মা ৯.৩ ওভারে ৩৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট । পঞ্চাশ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২৫০ অলআউট। ভারত ১৯ ওভারের চার উইকেটে ৭০ রান। ধোনি অপরাজিত ০ রানে ও রায়না ৫ রানে। আউট হয়েছেন গৌতম গম্ভীর ( ১১ )ও বিরাট কোহলি (৬) সহবাগ(৩১)।
|
পোর্ট ট্রাস্টের গুদামে আগুন |
আজ সকালে সাড়ে আটটায় জগন্নাথ ঘাটে পোর্ট ট্রাস্টের গুদামে ভয়াবহ আগুন লাগে। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ঘটনাস্থলে দমকলের একুশটি ইঞ্জিন পৌঁছলেও ঘিঞ্জি এলাকার জন্য দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়। গুদামের মধ্যে কাপড় সহ প্রচুর রাসায়নিক পদার্থ মজুত ছিল। তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ২০,০০০ বর্গফুট এলাকা আগুনের গ্রাসে ছিল। নিমেষে ভস্মীভূত হয়ে যায় গুদামের একাংশ। তবে আগুন লাগার কারণ নিয়ে দমকলের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। মল্লিক ঘাট পাম্পিং স্টেশন থেকে তিনটি পাম্প দিয়ে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছেন দমকলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও দমকলের আধিকারিকেরা। আশেপাশে বস্তি এলাকা থাকার জন্য সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে এলেও অনেক ক্ষণ গুদামের ভিতরে ঢোকা যায়নি বলে জানান দমকলকর্মীরা। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। |