তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন, জলসায় অশ্লীল নাচ |
দিল্লি ধর্ষণ কাণ্ডের ফলে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ দেশের লক্ষ লক্ষ মানুষ। দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষিতা মেয়েটির মর্মান্তিক মৃত্যুতে শোকস্থব্ধ গোটা দেশ। এই পরিস্থিতিতে উল্টো পথে হাঁটল দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের তৃণমূলের স্থানীয় নেতৃত্বের একাংশ। গত কাল ভাঙরে নাচ গানের জলসার মাধ্যমে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। জলসার মূল উদ্যোক্তা ছিলেন জেলা পরিষদের সদস্য মীর তাহের আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বেশ কিছু তৃণমূলের স্থানীয় নেতা। থানার অদূরে জলসাটি অনুষ্ঠিত হয়। জলসার জন্য থানা থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি পুলিশের। এই জলসায় অশ্লীল নাচ-গান, টাকা ছড়ানোর মত ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের সকল রাজনৈতিক মহল, শিল্পী ও বুদ্ধিজীবীরা। তবে এই ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে যদি কোনও পার্টি কর্মী জড়িত থাকে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে মীর তাহের আলী-সহ এ ঘটনায় জড়িত তৃণমূল কর্মীদের।
|
গরফা থেকে উদ্ধার ভোপালের তরুণী |
গরফার একটি বাড়ি থেকে উদ্ধার হল ভোপালের এক তরুণী। সেই সঙ্গে সামনে এলো আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কাল রাতে গরফার স্বরূপ চৌধুরী নামে এক ব্যাক্তির বাড়ি থেকে ভোপালের এক তরুণীকে উদ্ধার করে গরফা থানার পুলিশ। তার পরিবারের থেকে টাকা আদায়ের জন্য ১৬ দিন তাকে ঘরে তালা দিয়ে আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান স্বরূপ চৌধুরী বলে পুলিশের কাছে জানায় ওই তরুণী। ঘটনায় গ্রেফতার করা হয় স্বরূপ চৌধুরীকে।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশের সামনে আসে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এই অপহরণের মূল অভিযুক্ত স্বরূপ বাবু এর আগে দু’বার তার মেয়ের অপহরণের অভিযোগ জানান। প্রথমবার শ্যামপুকুর এলাকা ও দ্বিতীয়বার দিল্লি থেকে মেয়েকে উদ্ধারও করে গরফা থানার পুলিশ। কিন্তু ভোপালের এই তরুণীর অপহরণের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মেয়ের মাধ্যমে অপহরণের ‘ফাঁদে’ ফেলে টাকা আদায় করতেন স্বরূপ চৌধুরী। আগের ওই দু’টি অপহরণের ঘটনাতেও অভিযোগ তোলার জন্য দু’টি পরিবারের থেকে মোটা টাকা আদায় করেন স্বরূপ বাবু। মেয়ে সংযমী, দ্বাদশ শ্রেণীর ছাত্রী পলাকত।
|
বর্ধমানের মেমারিতে দুর্ঘটনা, মৃত ২ |
আজ সকালে কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দামোদরের খাদে উল্টে যায় একটি যাত্রী বোঝাই ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারির কাছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার, গুরুতর আহত আরও দশ জন মহিলা। আহতদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। ট্রাক্টরের মালিক ও চালককে খুঁজছে পুলিশ। |