মনে হয়েছিল দারুণ ব্যাপার, বললেন তরুণী |
 |
নিজস্ব প্রতিবেদন: আদালত হতভম্ব। বিচারপতির প্রশ্নের জবাবে হো হো করে হাসছেন প্রবাসী বাঙালি সুনন্দ সেন-হত্যায় অভিযুক্ত বছর একত্রিশের তরুণী। হাসতে হাসতে এরিকা মেনেনডেজ বলছেন, “কোনও প্রশ্নই নেই। আমার মনে হয়েছিল এটা একটা দারুণ ব্যাপার, তাই ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম ট্রেনের সামনে।” ধমক দিলেন বিচারপতি। এরিকার আইনজীবীকে ডেকে বললেন, “আপনার মক্কেলকে হাসি থামাতে বলুন।” |
মাথায় রক্ত জমাট বেঁধে হাসপাতালে হিলারি |
সংবাদসংস্থা, ওয়াশিংটন: মাথায় আঘাত পেয়ে রক্ত জমাট বেঁধে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হল মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনকে। রবিবার বিদেশ দফতরের মুখপাত্র ফিলিপ রেনেস জানিয়েছেন, আজ ক্লিন্টনের চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে দেখতে পান তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এর পরেই বিদেশসচিবকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। |
 |
|
ওবামা নয়া অস্ত্র আইন আনতে চান নতুন বছরেই |
|
টুকরো খবর |
|
|