বিশ্বের দীর্ঘতম বুলেট ট্রেন চলাচলের লাইন চালু হল চিনে। ২,২৯৮ কিমি লম্বা এই রেলপথ উত্তর
চিনের রাজধানী বেজিং-কে জুড়েছে দক্ষিণের মহানগর গুয়াংঝাউ-এর সঙ্গে। ফলে ওই দূরত্ব পাড়ি
দেওয়ার সময় ২০ থেকে নেমেছে ৮ ঘণ্টায়। সম্প্রতি এটি উদ্বোধনের দিনে সেই পথে ছুটছে
ঘণ্টায় গড়ে ৩০০ কিমি গতির একটি বুলেট ট্রেন। ছবি: এপি |